ETV Bharat / sitara

সুশান্ত মামলা : আগামী সপ্তাহে AIIMS-এর ফরেনসিক দলের সঙ্গে বৈঠক CBI-এর

author img

By

Published : Sep 17, 2020, 3:18 PM IST

রবিবার এবং আগামী সপ্তাহে AIIMS-এর ফরেনসিক দলের সঙ্গে তারা বৈঠক করতে পারে বলে CBI সূত্রে খবর । এই মামলায় তাদের মত নেবে বলে জানা গিয়েছে ।

sdf
ds

মুম্বই : আগামী সপ্তাহে AIIMS-এর ফরেনসিক দলের সঙ্গে বৈঠক করতে পারে CBI-এর বিশেষ তদন্তকারী দল । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে এতদিন মুম্বইতে ছিল তারা । আর গতকাল তারা দিল্লি ফিরে গিয়েছে বলে CBI সূত্রে খবর ।

রবিবার এবং আগামী সপ্তাহে AIIMS-এর ফরেনসিক দলের সঙ্গে তারা বৈঠক করতে পারে বলে CBI সূত্রে খবর । এই মামলায় তাদের মত নেবে বলে জানা গিয়েছে ।

সুশান্তের মৃত্যুতে সুপ্রিম কোর্ট CBI তদন্তে সম্মতি দেওয়ার পরই 20 অগাস্ট ফরেনসিক দলকে নিয়ে মুম্বই আসে বিশেষ তদন্তকারী দল । মুম্বইয়ে থাকাকালীন সুশান্তের ফ্ল্যাট পরিদর্শন করেন AIIMS-এর ফরেনসিক দলের সদস্যরা । সেখানে সুশান্তের দিদি মিতু সিং, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও অন্যদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তাঁরা ।

কুপার হাসপাতাল অভিনেতার ময়নাতদন্তের যে রিপোর্ট দিয়েছিল তা খতিয়ে দেখার জন্য গত মাসে AIIMS-এর ফরেনসিক দলের সাহায্য চায় CBI । তাদের সাহায্য করার জন্য AIIMS-এর ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান ডাঃ সুধীর গুপ্তা একটি মেডিকেল টিম গঠন করে দেন । সূত্রের খবর, আগামী সপ্তাহে AIIMS-এর সেই টিম CBI-কে তাদের মতামত জানাতে পারে । এবং কোনও সন্দেহ ছাড়াই একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তারা পেশ করবে বলে আশা করা হচ্ছে । কিন্তু মামলাটি বিচারাধীন বলে সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না বলে সূত্রের খবর ।

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, তিনি আত্মহত্যা করেছেন ।

মুম্বই : আগামী সপ্তাহে AIIMS-এর ফরেনসিক দলের সঙ্গে বৈঠক করতে পারে CBI-এর বিশেষ তদন্তকারী দল । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে এতদিন মুম্বইতে ছিল তারা । আর গতকাল তারা দিল্লি ফিরে গিয়েছে বলে CBI সূত্রে খবর ।

রবিবার এবং আগামী সপ্তাহে AIIMS-এর ফরেনসিক দলের সঙ্গে তারা বৈঠক করতে পারে বলে CBI সূত্রে খবর । এই মামলায় তাদের মত নেবে বলে জানা গিয়েছে ।

সুশান্তের মৃত্যুতে সুপ্রিম কোর্ট CBI তদন্তে সম্মতি দেওয়ার পরই 20 অগাস্ট ফরেনসিক দলকে নিয়ে মুম্বই আসে বিশেষ তদন্তকারী দল । মুম্বইয়ে থাকাকালীন সুশান্তের ফ্ল্যাট পরিদর্শন করেন AIIMS-এর ফরেনসিক দলের সদস্যরা । সেখানে সুশান্তের দিদি মিতু সিং, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি ও অন্যদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তাঁরা ।

কুপার হাসপাতাল অভিনেতার ময়নাতদন্তের যে রিপোর্ট দিয়েছিল তা খতিয়ে দেখার জন্য গত মাসে AIIMS-এর ফরেনসিক দলের সাহায্য চায় CBI । তাদের সাহায্য করার জন্য AIIMS-এর ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান ডাঃ সুধীর গুপ্তা একটি মেডিকেল টিম গঠন করে দেন । সূত্রের খবর, আগামী সপ্তাহে AIIMS-এর সেই টিম CBI-কে তাদের মতামত জানাতে পারে । এবং কোনও সন্দেহ ছাড়াই একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তারা পেশ করবে বলে আশা করা হচ্ছে । কিন্তু মামলাটি বিচারাধীন বলে সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না বলে সূত্রের খবর ।

14 জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের বক্তব্য, তিনি আত্মহত্যা করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.