ETV Bharat / sitara

কোরোনা মোকাবিলায় শাহরুখের সাহায্য মন জিতে নিল কেজরিওয়ালের - কেজরিওয়ালের খবর

কোরোনা মোকাবিলায় শাহরুখ খানের অনুদান মন জিতে নিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের । সোশাল মিডিয়ার মাধ্যমে কিং খানকে ধন্যবাদ অরবিন্দের ।

kejriwal appriciates srk's effort
kejriwal appriciates srk's effort
author img

By

Published : Apr 3, 2020, 11:34 PM IST

দিল্লি : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে একাধিক তহবিল ও প্রতিষ্ঠানে এক বিশাল অনুদান দিয়েছেন শাহরুখ খান । তাঁর এই পদক্ষেপে জয়-জয়কার সোশাল মিডিয়ায় । বাদ পড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ।

কেজরিওয়াল লিখেছেন, "শাহরুখজী আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য । আপনার এই বিশাল অনুদান অনেক মানুষকে ছুঁয়ে যাবে এই কঠিন সময় দাঁড়িয়ে ।"

  • Thank you Shah Rukh ji for you kind words. Your generous contribution will touch many lives in this difficult hour. @iamsrk https://t.co/boaozsUXw8

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির প্রতি শাহরুখের একটা দুর্বলতা আছে, কারণ এই শহরেই তাঁর জন্মস্থান । বিভিন্ন সময়ে সেই দুর্বলতা প্রকাশ পেয়েছে শাহরুখের কথায় । দিল্লির মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদে তাই খুশি কিং খানও । অরবিন্দকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, "স্য়র আপনিও তো দিল্লির মানুষ । ধন্যবাদ দেবেন না, হুকুম করুন ।"

শাহরুখ আরও লিখেছেন, "দিল্লির মানুষদের জন্য আমরা আছি । ঈশ্বর চাইলে আমরা এই ক্রাইসিস থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব । আপনার টিম যেন আর শক্তি ও ক্ষমতার অধিকারী হয়ে উঠুক, কামনা করি ।"

দেখে নিন শাহরুখের সেই টুইট...

  • सर आप तो दिल्लीवाले हो, thank you मत करो, हुक्म करो। अपने दिल्लीवाले भाइयों और बहनों के लिए हम लगे रहेंगे। ईश्वर ने चाहा तो जल्द ही इस crisis से हम जीत कर निकलेंगे। More strength, resilience and power to your teams on ground sir. https://t.co/PoL7mLtlKa

    — Shah Rukh Khan (@iamsrk) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন ধরেই কোরোনা মোকাবিলায় শাহরুখের অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন উঠছিল সোশাল মিডিয়ায় । কেন তিনি কোনও অনুদান দেননি এই কঠিন সময়ে ? সেই নিয়ে সমালোচনা চলছিল তুমুল । এমন এক পরিস্থিতিতে গতকাল অনুদানের কথা ঘোষণা করেন শাহরুখ । তাঁর মালিকানাভুক্ত একাধিক সংস্থা দেশজুড়ে বিভিন্ন তহবিলে তুলে দেয় প্রয়োজনীয় সাহায্য ।

দিল্লি : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে একাধিক তহবিল ও প্রতিষ্ঠানে এক বিশাল অনুদান দিয়েছেন শাহরুখ খান । তাঁর এই পদক্ষেপে জয়-জয়কার সোশাল মিডিয়ায় । বাদ পড়লেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ।

কেজরিওয়াল লিখেছেন, "শাহরুখজী আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য । আপনার এই বিশাল অনুদান অনেক মানুষকে ছুঁয়ে যাবে এই কঠিন সময় দাঁড়িয়ে ।"

  • Thank you Shah Rukh ji for you kind words. Your generous contribution will touch many lives in this difficult hour. @iamsrk https://t.co/boaozsUXw8

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লির প্রতি শাহরুখের একটা দুর্বলতা আছে, কারণ এই শহরেই তাঁর জন্মস্থান । বিভিন্ন সময়ে সেই দুর্বলতা প্রকাশ পেয়েছে শাহরুখের কথায় । দিল্লির মুখ্যমন্ত্রীর এই ধন্যবাদে তাই খুশি কিং খানও । অরবিন্দকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, "স্য়র আপনিও তো দিল্লির মানুষ । ধন্যবাদ দেবেন না, হুকুম করুন ।"

শাহরুখ আরও লিখেছেন, "দিল্লির মানুষদের জন্য আমরা আছি । ঈশ্বর চাইলে আমরা এই ক্রাইসিস থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসব । আপনার টিম যেন আর শক্তি ও ক্ষমতার অধিকারী হয়ে উঠুক, কামনা করি ।"

দেখে নিন শাহরুখের সেই টুইট...

  • सर आप तो दिल्लीवाले हो, thank you मत करो, हुक्म करो। अपने दिल्लीवाले भाइयों और बहनों के लिए हम लगे रहेंगे। ईश्वर ने चाहा तो जल्द ही इस crisis से हम जीत कर निकलेंगे। More strength, resilience and power to your teams on ground sir. https://t.co/PoL7mLtlKa

    — Shah Rukh Khan (@iamsrk) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কয়েকদিন ধরেই কোরোনা মোকাবিলায় শাহরুখের অংশগ্রহণ না করা নিয়ে প্রশ্ন উঠছিল সোশাল মিডিয়ায় । কেন তিনি কোনও অনুদান দেননি এই কঠিন সময়ে ? সেই নিয়ে সমালোচনা চলছিল তুমুল । এমন এক পরিস্থিতিতে গতকাল অনুদানের কথা ঘোষণা করেন শাহরুখ । তাঁর মালিকানাভুক্ত একাধিক সংস্থা দেশজুড়ে বিভিন্ন তহবিলে তুলে দেয় প্রয়োজনীয় সাহায্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.