ETV Bharat / sitara

ছত্তিশগড়ের কোরোনা যোদ্ধাদের 2 হাজার PPE দিলেন শাহরুখ - COVID 19 warriors

করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের জন্য 2 হাজার PPE কিট ছত্তিশগড় সরকারের হাতে তুলে দিল শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন । আর এই অনুদানের জন্য তাঁকে সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী টি এস সিং দেও ।

asd
asd
author img

By

Published : Oct 23, 2020, 6:54 PM IST

মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর পরই দুস্থদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন একাধিক তারকা । নিজের সাধ্য মতো সাহায্য করেছিলেন সবাই । বাদ যাননি শাহরুখ খানও । কখনও PPE দিয়ে সাহায্য করেছেন । আবার কখনও কোয়ারানটিন ও আইসোলেশন ওয়ার্ড তৈরি করার জন্য নিজের অফিস তুলে দিয়েছিলেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের হাতে । ফের একবার কোরোনা যোদ্ধাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি ।

করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের জন্য 2 হাজার PPE কিট ছত্তিশগড় সরকারের হাতে তুলে দিল তাঁর সংস্থা মীর ফাউন্ডেশন । আর এই অনুদানের জন্য শাহরুখকে সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী টি এস সিং দেও । তিনি লেখেন, "প্রথম সারিতে থাকা কোরোনা যোদ্ধাদের জন্য PPE কিট অনুদান দেওয়ায় শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই । ধন্যবাদ । আপনার এই অনুদান আরও অনেককে আমাদের স্বাস্থ্যকর্মীদের রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রেরণা দেবে ।"

  • Sir, We all are trying in whatever capacity we can to help our brothers and sisters to overcome these hard times. Wishing you the best with these endeavors too. https://t.co/pZT3kv7yle

    — Shah Rukh Khan (@iamsrk) October 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর সেই টুইট ফের নিজের প্রোফাইলে শেয়ার করেন শাহরুখ । লেখেন, "স্যার, এই কঠিন সময় পার করার জন্য আমাদের ভাই ও বোনেদের সাহায্য করার ক্ষেত্রে আমরা সকলে যার যতটুকু সাধ্য, সেই অনুসারে চেষ্টা করে যাচ্ছি । এই প্রয়াসেও আপনাদের সাফল্য কামনা করি ।"

এর আগে পিএম কেয়ার্স ফান্ডেও অনুদান দিয়েছিলেন শাহরুখ । পাশাপাশি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও দিল্লির মতো রাজ্যকেও আর্থিকভাবে সাহায্য করেছিলেন তিনি ।

মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর পরই দুস্থদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন একাধিক তারকা । নিজের সাধ্য মতো সাহায্য করেছিলেন সবাই । বাদ যাননি শাহরুখ খানও । কখনও PPE দিয়ে সাহায্য করেছেন । আবার কখনও কোয়ারানটিন ও আইসোলেশন ওয়ার্ড তৈরি করার জন্য নিজের অফিস তুলে দিয়েছিলেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের হাতে । ফের একবার কোরোনা যোদ্ধাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি ।

করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের জন্য 2 হাজার PPE কিট ছত্তিশগড় সরকারের হাতে তুলে দিল তাঁর সংস্থা মীর ফাউন্ডেশন । আর এই অনুদানের জন্য শাহরুখকে সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী টি এস সিং দেও । তিনি লেখেন, "প্রথম সারিতে থাকা কোরোনা যোদ্ধাদের জন্য PPE কিট অনুদান দেওয়ায় শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই । ধন্যবাদ । আপনার এই অনুদান আরও অনেককে আমাদের স্বাস্থ্যকর্মীদের রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রেরণা দেবে ।"

  • Sir, We all are trying in whatever capacity we can to help our brothers and sisters to overcome these hard times. Wishing you the best with these endeavors too. https://t.co/pZT3kv7yle

    — Shah Rukh Khan (@iamsrk) October 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর সেই টুইট ফের নিজের প্রোফাইলে শেয়ার করেন শাহরুখ । লেখেন, "স্যার, এই কঠিন সময় পার করার জন্য আমাদের ভাই ও বোনেদের সাহায্য করার ক্ষেত্রে আমরা সকলে যার যতটুকু সাধ্য, সেই অনুসারে চেষ্টা করে যাচ্ছি । এই প্রয়াসেও আপনাদের সাফল্য কামনা করি ।"

এর আগে পিএম কেয়ার্স ফান্ডেও অনুদান দিয়েছিলেন শাহরুখ । পাশাপাশি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও দিল্লির মতো রাজ্যকেও আর্থিকভাবে সাহায্য করেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.