মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর পরই দুস্থদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলেন একাধিক তারকা । নিজের সাধ্য মতো সাহায্য করেছিলেন সবাই । বাদ যাননি শাহরুখ খানও । কখনও PPE দিয়ে সাহায্য করেছেন । আবার কখনও কোয়ারানটিন ও আইসোলেশন ওয়ার্ড তৈরি করার জন্য নিজের অফিস তুলে দিয়েছিলেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের হাতে । ফের একবার কোরোনা যোদ্ধাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি ।
করোনা মোকাবিলায় প্রথম সারিতে থাকা চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের জন্য 2 হাজার PPE কিট ছত্তিশগড় সরকারের হাতে তুলে দিল তাঁর সংস্থা মীর ফাউন্ডেশন । আর এই অনুদানের জন্য শাহরুখকে সোশাল মিডিয়ায় ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী টি এস সিং দেও । তিনি লেখেন, "প্রথম সারিতে থাকা কোরোনা যোদ্ধাদের জন্য PPE কিট অনুদান দেওয়ায় শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই । ধন্যবাদ । আপনার এই অনুদান আরও অনেককে আমাদের স্বাস্থ্যকর্মীদের রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রেরণা দেবে ।"
-
Sir, We all are trying in whatever capacity we can to help our brothers and sisters to overcome these hard times. Wishing you the best with these endeavors too. https://t.co/pZT3kv7yle
— Shah Rukh Khan (@iamsrk) October 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sir, We all are trying in whatever capacity we can to help our brothers and sisters to overcome these hard times. Wishing you the best with these endeavors too. https://t.co/pZT3kv7yle
— Shah Rukh Khan (@iamsrk) October 22, 2020Sir, We all are trying in whatever capacity we can to help our brothers and sisters to overcome these hard times. Wishing you the best with these endeavors too. https://t.co/pZT3kv7yle
— Shah Rukh Khan (@iamsrk) October 22, 2020
এরপর সেই টুইট ফের নিজের প্রোফাইলে শেয়ার করেন শাহরুখ । লেখেন, "স্যার, এই কঠিন সময় পার করার জন্য আমাদের ভাই ও বোনেদের সাহায্য করার ক্ষেত্রে আমরা সকলে যার যতটুকু সাধ্য, সেই অনুসারে চেষ্টা করে যাচ্ছি । এই প্রয়াসেও আপনাদের সাফল্য কামনা করি ।"
এর আগে পিএম কেয়ার্স ফান্ডেও অনুদান দিয়েছিলেন শাহরুখ । পাশাপাশি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও দিল্লির মতো রাজ্যকেও আর্থিকভাবে সাহায্য করেছিলেন তিনি ।