মুম্বই : বলিউডের কিং খানের ভক্ত যে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, তা না বললেও চলে । শাহরুখকে ইমপ্রেস করতে অনেক পাগলামোই করে থাকে তাঁর ভক্তরা । এমনই এক ভক্তের ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা অনুপম খের ।
হিট ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের । তিনি টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে এই ছবির হিট গান 'তুঝে দেখা তো ইয়া জানা সনম'-তে কেনিয়ায় শাহরুখের দুই ভক্তকে লিপ-সিংক করতে দেখা গেল ।
-
Presenting #Sharukh and #Kajol from Kenya lip-synching the eternal love song from the eternal #dilwaledulhanialejayenge. Video shared by the man who composed the song, @pandit_lalit. Enjoy.🤓🙏😎😍 #MusicIsUniversal pic.twitter.com/5gwga3kARv
— Anupam Kher (@AnupamPKher) ১২ সেপ্টেম্বর, ২০১৯ " class="align-text-top noRightClick twitterSection" data="
">Presenting #Sharukh and #Kajol from Kenya lip-synching the eternal love song from the eternal #dilwaledulhanialejayenge. Video shared by the man who composed the song, @pandit_lalit. Enjoy.🤓🙏😎😍 #MusicIsUniversal pic.twitter.com/5gwga3kARv
— Anupam Kher (@AnupamPKher) ১২ সেপ্টেম্বর, ২০১৯Presenting #Sharukh and #Kajol from Kenya lip-synching the eternal love song from the eternal #dilwaledulhanialejayenge. Video shared by the man who composed the song, @pandit_lalit. Enjoy.🤓🙏😎😍 #MusicIsUniversal pic.twitter.com/5gwga3kARv
— Anupam Kher (@AnupamPKher) ১২ সেপ্টেম্বর, ২০১৯
গানে সরষে ক্ষেতে শাহরুখ ও কাজলের রোম্যান্সের এই আইকনিক দৃশ্য আজও ভক্তদের মনে দাগ কাটে । কেনিয়ায় তাঁর ভক্তরা সবুজের মাঝে এই ভিডিয়োটি শুট করেছেন । এই ছোটো ভিডিয়োটির জন্য নিজেদের কোরিওগ্রাফি করতে ভোলেননি তাঁরা ।
1995-এ মুক্তিপ্রাপ্ত শাহরুখের এই লাভস্টোরি এখনও মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে চলছে ।