ETV Bharat / sitara

কেনিয়ায় 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম' গাইলেন শাহরুখ-ভক্তরা - Fans

শাহরুখের জনপ্রিয় গান 'তুঝে দেখা তো ইয়ে জানা সনম'-র সঙ্গে লিপ-সিংক করলেন তাঁর ভক্তরা । সেই ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন অভিনেতা অনুপম খের ।

শাহরুখ-ভক্ত
author img

By

Published : Sep 13, 2019, 11:01 AM IST

মুম্বই : বলিউডের কিং খানের ভক্ত যে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, তা না বললেও চলে । শাহরুখকে ইমপ্রেস করতে অনেক পাগলামোই করে থাকে তাঁর ভক্তরা । এমনই এক ভক্তের ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা অনুপম খের ।

হিট ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের । তিনি টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে এই ছবির হিট গান 'তুঝে দেখা তো ইয়া জানা সনম'-তে কেনিয়ায় শাহরুখের দুই ভক্তকে লিপ-সিংক করতে দেখা গেল ।

গানে সরষে ক্ষেতে শাহরুখ ও কাজলের রোম্যান্সের এই আইকনিক দৃশ্য আজও ভক্তদের মনে দাগ কাটে । কেনিয়ায় তাঁর ভক্তরা সবুজের মাঝে এই ভিডিয়োটি শুট করেছেন । এই ছোটো ভিডিয়োটির জন্য নিজেদের কোরিওগ্রাফি করতে ভোলেননি তাঁরা ।

1995-এ মুক্তিপ্রাপ্ত শাহরুখের এই লাভস্টোরি এখনও মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে চলছে ।

মুম্বই : বলিউডের কিং খানের ভক্ত যে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, তা না বললেও চলে । শাহরুখকে ইমপ্রেস করতে অনেক পাগলামোই করে থাকে তাঁর ভক্তরা । এমনই এক ভক্তের ভিডিয়ো শেয়ার করলেন অভিনেতা অনুপম খের ।

হিট ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-তে শাহরুখের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন অনুপম খের । তিনি টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেন । যেখানে এই ছবির হিট গান 'তুঝে দেখা তো ইয়া জানা সনম'-তে কেনিয়ায় শাহরুখের দুই ভক্তকে লিপ-সিংক করতে দেখা গেল ।

গানে সরষে ক্ষেতে শাহরুখ ও কাজলের রোম্যান্সের এই আইকনিক দৃশ্য আজও ভক্তদের মনে দাগ কাটে । কেনিয়ায় তাঁর ভক্তরা সবুজের মাঝে এই ভিডিয়োটি শুট করেছেন । এই ছোটো ভিডিয়োটির জন্য নিজেদের কোরিওগ্রাফি করতে ভোলেননি তাঁরা ।

1995-এ মুক্তিপ্রাপ্ত শাহরুখের এই লাভস্টোরি এখনও মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে চলছে ।

Intro:Body:

shahrukh


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.