ETV Bharat / sitara

সিঙ্গাপুর মাদাম তুসো মিউজ়িয়ামে শ্রীদেবীর মোমের মূর্তি - bollywood

সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজ়িয়ামে জায়গা পেল বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবীর মোমের মূর্তি । আজ মিউজ়িয়ামে মূর্তি উন্মোচন করতে উপস্থিত হন বনি কাপুর, জাহ্নবী ও খুশি কাপুর ।

শ্রীদেবীর মোমের মূর্তি
author img

By

Published : Sep 4, 2019, 4:44 PM IST

মুম্বই : বনি কাপুর তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুরের সঙ্গে আজ সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজ়িয়ামে অভিনেত্রী শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচন করলেন ।

ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটারে এই অনুষ্ঠানের দু'টি ছবি শেয়ার করেছেন । প্রথম ছবিতে অভিনেত্রীকে 'মিস্টার ইন্ডিয়া'-র 'হাওয়া হাওয়াই' চরিত্রে দেখা যাচ্ছে । দ্বিতীয় ছবিতে বনি, জাহ্নবী ও খুশি কাপুরকে শ্রীদেবীর মোমের মূর্তির সঙ্গে পোজ় দিতে দেখা যায় ।

13 অগাস্ট শ্রীদেবীর 56 তম জন্মবার্ষিকীতে শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচনে কথা ঘোষণা করা হয়েছিল মিউজ়িয়ামের তরফে ।

শ্রীদেবী 24 ফেব্রুয়ারি দুবাইতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে মারা যান ।

1963 সালে শ্রী আম্মা ইয়্যাঙ্গর আয়াপন নামে জন্মগ্রহণ করেন শ্রীদেবী । 'চাঁদনী', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ়', 'নাগিনা', 'সদমা' ও 'ইংলিশ ভিংলিশ'-এ তাঁর অভিনয় অনেক প্রশংসা পায় ।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তামিল, তেলুগু, হিন্দি, মলয়ালম ও কন্নড় ছবিতে নিজের জাদু ছড়িয়ে গেছেন । শেষ ছবি 'মম'-এ অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান শ্রীদেবী ।

মুম্বই : বনি কাপুর তাঁর দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুরের সঙ্গে আজ সিঙ্গাপুরের মাদাম তুসো মিউজ়িয়ামে অভিনেত্রী শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচন করলেন ।

ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইটারে এই অনুষ্ঠানের দু'টি ছবি শেয়ার করেছেন । প্রথম ছবিতে অভিনেত্রীকে 'মিস্টার ইন্ডিয়া'-র 'হাওয়া হাওয়াই' চরিত্রে দেখা যাচ্ছে । দ্বিতীয় ছবিতে বনি, জাহ্নবী ও খুশি কাপুরকে শ্রীদেবীর মোমের মূর্তির সঙ্গে পোজ় দিতে দেখা যায় ।

13 অগাস্ট শ্রীদেবীর 56 তম জন্মবার্ষিকীতে শ্রীদেবীর মোমের মূর্তি উন্মোচনে কথা ঘোষণা করা হয়েছিল মিউজ়িয়ামের তরফে ।

শ্রীদেবী 24 ফেব্রুয়ারি দুবাইতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে মারা যান ।

1963 সালে শ্রী আম্মা ইয়্যাঙ্গর আয়াপন নামে জন্মগ্রহণ করেন শ্রীদেবী । 'চাঁদনী', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ়', 'নাগিনা', 'সদমা' ও 'ইংলিশ ভিংলিশ'-এ তাঁর অভিনয় অনেক প্রশংসা পায় ।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তামিল, তেলুগু, হিন্দি, মলয়ালম ও কন্নড় ছবিতে নিজের জাদু ছড়িয়ে গেছেন । শেষ ছবি 'মম'-এ অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান শ্রীদেবী ।

Intro:Body:

sree devi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.