মুম্বই : লকডাউনে বাড়িবন্দী থাকতে থাকতে ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা দেখাটাই অভ্য়েস হয়ে যাচ্ছে মানুষের । তারপর তারা থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে চাইবেন কিনা বা যাওয়াটা নিরাপদ হবে কিনা সেই নিয়ে চিন্তিত বলিউডের প্রথম সারির পরিচালক সুজিত সরকার ।
PTI-কে সুজিত বললেন, "লকডাউন পিরিয়ডে মানুষ হয়তো বাড়ি বসে ফিল্ম দেখাটাই অভ্যেস করে ফেলেছেন । ডিজিটাল প্ল্যাটফর্ম হয়তো ফুলে ফেঁপে উঠছে । আর সেটাই স্বাভাবিক, কারণ ওটাই একমাত্র উপায় এই সময় ।"
চিন্তিত সুজিত বলেন, "এই সবকিছুর প্রভাব পড়বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপর আর সেই সমস্যা থেকে বেরোনোর পথ পাওয়া যাবে না । লকডাউন পেরিয়ে যাওয়ার এক বা দু'মাস পরও পরিস্থিতিটা স্বাভাবিক হবে না । কারণ, সিনেমা হল কতটা নিরাপদ সেই নিয়ে একটা দোলাচল থাকবে দর্শকের মধ্যে । আমি যদি নিজেই না যাই সিনেমা হলে তাহলে কী করে প্রত্যাশা করবে যে, বাকিরা যাবে ?"
এই এপ্রিলেই সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' মুক্তি পাওয়ার কথা ছিল । আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি নিয়ে বেশ কৌতুহলী ছিল দর্শক । তবে কোরোনার থাবায় এখন অনিশ্চিত সবই ।