ETV Bharat / sitara

লকডাউনের পর ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সুজিত সরকার

লকডাউনের পর মানুষ কতটা সিনেমা হলে যাবেন সেই নিয়ে দুশ্চিন্তায় সুজিত সরকার । PTI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ পেল পরিচালকের উদ্বেগ ।

soojit sirkar on post lockdown situation
soojit sirkar on post lockdown situation
author img

By

Published : Apr 14, 2020, 10:56 PM IST

মুম্বই : লকডাউনে বাড়িবন্দী থাকতে থাকতে ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা দেখাটাই অভ্য়েস হয়ে যাচ্ছে মানুষের । তারপর তারা থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে চাইবেন কিনা বা যাওয়াটা নিরাপদ হবে কিনা সেই নিয়ে চিন্তিত বলিউডের প্রথম সারির পরিচালক সুজিত সরকার ।

PTI-কে সুজিত বললেন, "লকডাউন পিরিয়ডে মানুষ হয়তো বাড়ি বসে ফিল্ম দেখাটাই অভ্যেস করে ফেলেছেন । ডিজিটাল প্ল্যাটফর্ম হয়তো ফুলে ফেঁপে উঠছে । আর সেটাই স্বাভাবিক, কারণ ওটাই একমাত্র উপায় এই সময় ।"

soojit sirkar on post lockdown situation
ছবি সৌজন্যে টুইটার

চিন্তিত সুজিত বলেন, "এই সবকিছুর প্রভাব পড়বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপর আর সেই সমস্যা থেকে বেরোনোর পথ পাওয়া যাবে না । লকডাউন পেরিয়ে যাওয়ার এক বা দু'মাস পরও পরিস্থিতিটা স্বাভাবিক হবে না । কারণ, সিনেমা হল কতটা নিরাপদ সেই নিয়ে একটা দোলাচল থাকবে দর্শকের মধ্যে । আমি যদি নিজেই না যাই সিনেমা হলে তাহলে কী করে প্রত্যাশা করবে যে, বাকিরা যাবে ?"

এই এপ্রিলেই সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' মুক্তি পাওয়ার কথা ছিল । আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি নিয়ে বেশ কৌতুহলী ছিল দর্শক । তবে কোরোনার থাবায় এখন অনিশ্চিত সবই ।

মুম্বই : লকডাউনে বাড়িবন্দী থাকতে থাকতে ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা দেখাটাই অভ্য়েস হয়ে যাচ্ছে মানুষের । তারপর তারা থিয়েটারে গিয়ে সিনেমা দেখতে চাইবেন কিনা বা যাওয়াটা নিরাপদ হবে কিনা সেই নিয়ে চিন্তিত বলিউডের প্রথম সারির পরিচালক সুজিত সরকার ।

PTI-কে সুজিত বললেন, "লকডাউন পিরিয়ডে মানুষ হয়তো বাড়ি বসে ফিল্ম দেখাটাই অভ্যেস করে ফেলেছেন । ডিজিটাল প্ল্যাটফর্ম হয়তো ফুলে ফেঁপে উঠছে । আর সেটাই স্বাভাবিক, কারণ ওটাই একমাত্র উপায় এই সময় ।"

soojit sirkar on post lockdown situation
ছবি সৌজন্যে টুইটার

চিন্তিত সুজিত বলেন, "এই সবকিছুর প্রভাব পড়বে ফিল্ম ইন্ডাস্ট্রির উপর আর সেই সমস্যা থেকে বেরোনোর পথ পাওয়া যাবে না । লকডাউন পেরিয়ে যাওয়ার এক বা দু'মাস পরও পরিস্থিতিটা স্বাভাবিক হবে না । কারণ, সিনেমা হল কতটা নিরাপদ সেই নিয়ে একটা দোলাচল থাকবে দর্শকের মধ্যে । আমি যদি নিজেই না যাই সিনেমা হলে তাহলে কী করে প্রত্যাশা করবে যে, বাকিরা যাবে ?"

এই এপ্রিলেই সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' মুক্তি পাওয়ার কথা ছিল । আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত এই ছবি নিয়ে বেশ কৌতুহলী ছিল দর্শক । তবে কোরোনার থাবায় এখন অনিশ্চিত সবই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.