মুম্বই : সোশাল মিডিয়ায় দুষ্টু লোকের অভাব নেই । তারা সময়ে-অসময়ে সেলেব্রিটিদের সঙ্গে নানারকম মজা করে থাকেন । সোনু সুদের কাছে মালদ্বীপে বেড়াতে নিয়ে যাওয়ার আবেদন জানালেন এক ইউজ়ার । তবে এই দুষ্টুমির উত্তর মজার ছলেই দিলেন অভিনেতা ।
পার্থ নামে সেই ইউজ়ার লিখেছেন, "স্যার আমি মালদ্বীপ যেতে চাই । আমায় পৌঁছে দিন না..." এর উত্তরে সোনু লিখেছেন, "সাইকেলে করে যাবে না রিক্সায় যাবে ভাই ?"
এর আগেও সোনুর কাছে এইধরনের মেসেজ এসেছে । কেউ বলেছেন, "মদের দোকানো পৌঁছে দিন" তো কেউ বলেছেন, "আমায় বাপের বাড়ি পাঠিয়ে দিন, স্বামীর সঙ্গে থাকতে পারছি না ।" প্রত্যেক ক্ষেত্রেই নিজের রসবোধের পরিচয় দিয়েছেন সোনু ।
-
साइकल पे जाओगे यां रिक्षा पे भाई ? https://t.co/RskTEsWT03
— sonu sood (@SonuSood) October 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">साइकल पे जाओगे यां रिक्षा पे भाई ? https://t.co/RskTEsWT03
— sonu sood (@SonuSood) October 30, 2020साइकल पे जाओगे यां रिक्षा पे भाई ? https://t.co/RskTEsWT03
— sonu sood (@SonuSood) October 30, 2020
দেশের বিভিন্ন জায়গা থেকেই সাহায্য চেয়ে প্রতিদিনই একাধিক চিঠি আসে সোনুর কাছে । শুধু হাতে লেখা চিঠিই নয়, তার সঙ্গে সোশাল মিডিয়াতেও তাঁর কাছে সাহায্য চান অনেকেই । সোনু মনে করেন যে যেদিন একটাও চিঠি আসবে না আর, সেদিনই তাঁর জয় হবে ।
যখনই কেউ সোনুর কাছে সাহায্য চান, তখনই সাধ্যমতো সাহায্য করেন তিনি । তাঁর সাহায্য শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বিদেশের মাটিতেও অনেককেই সাহায্য করেছেন এই রিল লাইফ ভিলেন ও রিয়েল লাইফ হিরো ।