ETV Bharat / sitara

শূন্যে ভাসছেন সোনু, অভিনেতার ওয়ার্কআউটের ভিডিয়ো দেখেছেন ?

সোনু সুদের ওয়ার্কআউটের ভিডিয়ো দেখে তো চক্ষু চড়কগাছ নেটিজেনদের ? এভাবে শূন্যে ভাসা যায় বুঝি !

Sonu Sood workout
Sonu Sood workout
author img

By

Published : Nov 22, 2020, 4:56 PM IST

মুম্বই : সোনু সুদের এখন এক নতুন পরিচয় হয়েছে দেশজুড়ে । তিনি নাকি মসিহাঁ, অর্থাৎ রক্ষাকর্তা । তবে সবার আগে সোনু একজন অভিনেতা । আর অভিনেতাদের শরীরচর্চা তো মাস্ট । শো বিজ়নেসে থাকতে গেলে শরীরটাকে তো রাখতে হবে ।

ফিটনেস ফ্রিক সোনুর ওয়ার্কআউটের ভিডিয়ো দেখে তো চক্ষু চড়কগাছ নেটিজেনদের । সোজা দাঁড় করানো একটা রড ধরে উপরের দিকে পা তুলে শূন্যে ভাসছেন সোনু । এক-দু'সেকেন্ডের জন্য নয়, পুরো কুড়ি সেকেন্ড ধরে ওভাবেই রইলেন অভিনেতা ।

ক্যাপশনটিও ভারি মজার লিখেছেন সোনু । "আমার শিক্ষক সবসময় নিউটনের 'ল অফ গ্র্যাভিটি'-কে বিশ্বাস করতে বলতেন ।", লিখেছেন তিনি । গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণের বিপরীতে ঝুলে শিক্ষকের বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন সুদ ।

দিয়া মির্জা, সুনীল শেট্টি, কাজল আগারওয়াল সহ অসংখ্য নেটিজেন সোনুর এই ওয়ার্কআউট দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না । কমেন্ট বক্সে সেই প্রমাণই পাওয়া গেল ।

আপনারাও দেখে নিন...

মুম্বই : সোনু সুদের এখন এক নতুন পরিচয় হয়েছে দেশজুড়ে । তিনি নাকি মসিহাঁ, অর্থাৎ রক্ষাকর্তা । তবে সবার আগে সোনু একজন অভিনেতা । আর অভিনেতাদের শরীরচর্চা তো মাস্ট । শো বিজ়নেসে থাকতে গেলে শরীরটাকে তো রাখতে হবে ।

ফিটনেস ফ্রিক সোনুর ওয়ার্কআউটের ভিডিয়ো দেখে তো চক্ষু চড়কগাছ নেটিজেনদের । সোজা দাঁড় করানো একটা রড ধরে উপরের দিকে পা তুলে শূন্যে ভাসছেন সোনু । এক-দু'সেকেন্ডের জন্য নয়, পুরো কুড়ি সেকেন্ড ধরে ওভাবেই রইলেন অভিনেতা ।

ক্যাপশনটিও ভারি মজার লিখেছেন সোনু । "আমার শিক্ষক সবসময় নিউটনের 'ল অফ গ্র্যাভিটি'-কে বিশ্বাস করতে বলতেন ।", লিখেছেন তিনি । গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণের বিপরীতে ঝুলে শিক্ষকের বক্তব্যকে চ্যালেঞ্জ করলেন সুদ ।

দিয়া মির্জা, সুনীল শেট্টি, কাজল আগারওয়াল সহ অসংখ্য নেটিজেন সোনুর এই ওয়ার্কআউট দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না । কমেন্ট বক্সে সেই প্রমাণই পাওয়া গেল ।

আপনারাও দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.