ETV Bharat / sitara

ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা করলেন সোনু

ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাতে বাসের ব্যবস্থা করলেন অভিনেতা সোনু সুদ । IANS-এর সূত্রে জানা যাচ্ছে এই খবর ।

sonu sood helped migrant workers
sonu sood helped migrant workers
author img

By

Published : May 11, 2020, 5:36 PM IST

মুম্বই : মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের অনুমতি নিয়ে ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাতে বিশেষ বাস ট্রান্সপোর্টের ব্যবস্থা করলেন সোনু সুদ । এই লকডাউনের ফলে যাঁরা বাড়ি থেকে অনেক দূরে আটকে রয়েছেন, কর্মহীন, অভুক্ত অবস্থায়, তাঁদের সাহায্যার্থে সোনুর এই উদ্যোগ ।

একাধিক রুটে চলবে সোনুর বাস । আজ অর্থাৎ 11 মে থানে আর মহারাষ্ট্র থেকে গুলবর্গ ও কর্ণাটকে যাবে বাসগুলো । শ্রমিকদের বিদায় জানাতে বাস স্ট্যান্ডেও এসেছিলেন অভিনেতা ।

sonu sood helped migrant workers
ছবি সৌজন্যে IANS

সোনু বলেন, "এই কঠিন সময়ে, প্রতিটি ভারতীয়র তাঁদের পরিবারের সঙ্গে থাকা উচিত । আমি মহারাষ্ট্র আর কর্ণাটক সরকারের থেকে অনুমতি নিয়েছি । প্রায় 10 টি বাসের আয়োজন করেছি ।"

মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারকেও অনেক ধন্যবাদ জানিয়েছেন সোনু । বললেন, "মহারাষ্ট্র সরকার খুব তাড়াতাড়ি সমস্ত পেপার ওয়ার্কগুলো করে দিয়েছে । অন্যদিকে কর্ণাটক সরকারকেও অনেক ধন্যবাদ শ্রমিকদের এভাবে আহ্বান জানানোর জন্য । আমি অন্য়ান্য রাজ্যের শ্রমিকদের জন্যও সাহায্যের হাত বাড়াতে চাই নিজের সাধ্য়মতো ।"

এর আগেও সোনু নানারকম ভাবে কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । এবারও তাঁর এই উদ্যোগে মুগ্ধে বিটাউন ।

মুম্বই : মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের অনুমতি নিয়ে ভিনরাজ্যের শ্রমিকদের বাড়ি ফেরাতে বিশেষ বাস ট্রান্সপোর্টের ব্যবস্থা করলেন সোনু সুদ । এই লকডাউনের ফলে যাঁরা বাড়ি থেকে অনেক দূরে আটকে রয়েছেন, কর্মহীন, অভুক্ত অবস্থায়, তাঁদের সাহায্যার্থে সোনুর এই উদ্যোগ ।

একাধিক রুটে চলবে সোনুর বাস । আজ অর্থাৎ 11 মে থানে আর মহারাষ্ট্র থেকে গুলবর্গ ও কর্ণাটকে যাবে বাসগুলো । শ্রমিকদের বিদায় জানাতে বাস স্ট্যান্ডেও এসেছিলেন অভিনেতা ।

sonu sood helped migrant workers
ছবি সৌজন্যে IANS

সোনু বলেন, "এই কঠিন সময়ে, প্রতিটি ভারতীয়র তাঁদের পরিবারের সঙ্গে থাকা উচিত । আমি মহারাষ্ট্র আর কর্ণাটক সরকারের থেকে অনুমতি নিয়েছি । প্রায় 10 টি বাসের আয়োজন করেছি ।"

মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারকেও অনেক ধন্যবাদ জানিয়েছেন সোনু । বললেন, "মহারাষ্ট্র সরকার খুব তাড়াতাড়ি সমস্ত পেপার ওয়ার্কগুলো করে দিয়েছে । অন্যদিকে কর্ণাটক সরকারকেও অনেক ধন্যবাদ শ্রমিকদের এভাবে আহ্বান জানানোর জন্য । আমি অন্য়ান্য রাজ্যের শ্রমিকদের জন্যও সাহায্যের হাত বাড়াতে চাই নিজের সাধ্য়মতো ।"

এর আগেও সোনু নানারকম ভাবে কোরোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । এবারও তাঁর এই উদ্যোগে মুগ্ধে বিটাউন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.