ETV Bharat / sitara

লকডাউনে খুব একটা সমস্যা হচ্ছে না সোনালির

সোনালি বলেন, "আমার যখন ক্যানসারের চিকিৎসা চলছিল তখনও বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম । তবে এখন ভালোই আছি । আর লকডাউনের মধ্যে আলাদা করে আমার কিছুই মনে হচ্ছে না । কারণ গত 2 বছর কোয়ারেন্টাইনেই ছিলাম । তাই এখনকার সময়ের সঙ্গে খুব বেশি পার্থক্য পাচ্ছি না ।"

author img

By

Published : Apr 27, 2020, 1:28 PM IST

kj
ghg

মুম্বই : লকডাউনের জেরে বাড়িতেই দিন কাটছে তারকাদের । বাড়িতে বসে দমবন্ধ হয়ে আসছে অনেকেরই । আর সেই কথা সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন একাধিক তারকা । যদিও লকডাউনের ফলে খুব একটা সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন সোনালি বেন্দ্রে । কারণ গত দু'বছর ক্যানসারের চিকিৎসা চলাকালীন কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি । তাই এই সময়টা আলাদা করে তেমন কিছুই মনে হচ্ছে না তাঁর ।

লকডাউনের ফলে বন্ধ শুটিং । কোনও কাজ নেই হাতে । তাই এই সময়টা নিজেকে ব্যস্ত রাখতে বাড়ির কাজ করছেন একাধিক তারকা । কেউ বাসন মাজছেন, কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ আবার রান্না করছেন । পাশাপাশি অবসরের মধ্যে নিজের পুরোনো হবিগুলোও ঝালিয়ে নিচ্ছেন অনেকেই । সেই কারণে কাউকে আঁকতে দেখা গিয়েছে । কেউ আবার সুর তুলছেন গিটারে । তবে লকডাউনের মধ্যে বাড়িতে থাকতে খুব একটা সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন সোনালি ।

2018 সালে ক্যানসারে আক্রান্ত হন সোনালি । তখনও কোয়ারেন্টাইনে ছিলেন তিনি । লকডাউনের সময়ের সঙ্গে ওই সময়ের কোনও পার্থক্য নেই বলেই সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান অভিনেত্রী । বলেন, "আমার যখন ক্যানসারের চিকিৎসা চলছিল তখনও বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম । তবে এখন ভালোই আছি । আর লকডাউনের মধ্যে আলাদা করে আমার কিছুই মনে হচ্ছে না । কারণ গত 2 বছর কোয়ারেন্টাইনেই ছিলাম । তাই এখনকার সময়ের সঙ্গে খুব বেশি পার্থক্য পাচ্ছি না । তবে সেই সময় বন্ধু ও আত্মীয়রা আমাকে দেখতে আসত । লোকের আসা যাওয়া লেগেই থাকত । কিন্তু, এখন কেউ আসতে পারছেন না । তাই তাদের মিস করছি । এমনকী, এই সময় বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে পারছি না । তাদেরও খুব মিস করছি । তাছাড়া আমাদের কাছে এমন অনেক জিনিস রয়েছে যার জন্য আমি সব সময় কৃতজ্ঞ ।"

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে যে কোনও রোগ বাসা বাঁধতে পারে শরীরে । তাই এই সময় ফ্যানদের বেশি করে ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেন সোনালি ।

মুম্বই : লকডাউনের জেরে বাড়িতেই দিন কাটছে তারকাদের । বাড়িতে বসে দমবন্ধ হয়ে আসছে অনেকেরই । আর সেই কথা সোশাল মিডিয়ায় শেয়ারও করছেন একাধিক তারকা । যদিও লকডাউনের ফলে খুব একটা সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন সোনালি বেন্দ্রে । কারণ গত দু'বছর ক্যানসারের চিকিৎসা চলাকালীন কোয়ারেন্টাইনেই ছিলেন তিনি । তাই এই সময়টা আলাদা করে তেমন কিছুই মনে হচ্ছে না তাঁর ।

লকডাউনের ফলে বন্ধ শুটিং । কোনও কাজ নেই হাতে । তাই এই সময়টা নিজেকে ব্যস্ত রাখতে বাড়ির কাজ করছেন একাধিক তারকা । কেউ বাসন মাজছেন, কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ আবার রান্না করছেন । পাশাপাশি অবসরের মধ্যে নিজের পুরোনো হবিগুলোও ঝালিয়ে নিচ্ছেন অনেকেই । সেই কারণে কাউকে আঁকতে দেখা গিয়েছে । কেউ আবার সুর তুলছেন গিটারে । তবে লকডাউনের মধ্যে বাড়িতে থাকতে খুব একটা সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন সোনালি ।

2018 সালে ক্যানসারে আক্রান্ত হন সোনালি । তখনও কোয়ারেন্টাইনে ছিলেন তিনি । লকডাউনের সময়ের সঙ্গে ওই সময়ের কোনও পার্থক্য নেই বলেই সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান অভিনেত্রী । বলেন, "আমার যখন ক্যানসারের চিকিৎসা চলছিল তখনও বেশিরভাগ সময় বাড়িতেই থাকতাম । তবে এখন ভালোই আছি । আর লকডাউনের মধ্যে আলাদা করে আমার কিছুই মনে হচ্ছে না । কারণ গত 2 বছর কোয়ারেন্টাইনেই ছিলাম । তাই এখনকার সময়ের সঙ্গে খুব বেশি পার্থক্য পাচ্ছি না । তবে সেই সময় বন্ধু ও আত্মীয়রা আমাকে দেখতে আসত । লোকের আসা যাওয়া লেগেই থাকত । কিন্তু, এখন কেউ আসতে পারছেন না । তাই তাদের মিস করছি । এমনকী, এই সময় বাবা-মায়ের সঙ্গেও দেখা করতে পারছি না । তাদেরও খুব মিস করছি । তাছাড়া আমাদের কাছে এমন অনেক জিনিস রয়েছে যার জন্য আমি সব সময় কৃতজ্ঞ ।"

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে যে কোনও রোগ বাসা বাঁধতে পারে শরীরে । তাই এই সময় ফ্যানদের বেশি করে ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেন সোনালি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.