মুম্বই : ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্য PPE কিট অনুদান দেওয়ার আর্জি জানালেন সোনাক্ষী সিনহা । ইনস্টাগ্রামে শেয়ার করলেন ভিডিয়ো ।
তিনি বলছেন, "কোরোনা যোদ্ধারা আমাদের সাহায্য চায় বন্ধুরা । হাসপাতালে PPE কিটের খুব অভাব । ডাক্তার, নার্স ও অন্যন্যা স্বাস্থকর্মীদের এই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের খুব প্রয়োজন ।"
সোনাক্ষী একটি ওয়েবসাইটের সন্ধান দিয়েছেন, যার মাধ্যমে তিনি PPE কিট, মাস্ক, জুতোর কভার, গ্লাভস সবকিছু অনুদান দিচ্ছেন । তবে সবাইকে এগিয়ে আসার জন্যও আবেদন জানিয়েছেন অভিনেত্রী ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে সোনাক্ষী একা নন, কয়েকদিন আগে বিদ্যা বালানও একই ভাবে আর্জি জানিয়েছিলেন সবাইকে ।