ETV Bharat / sitara

লকডাউনের পর সোনাক্ষীর উইশলিস্ট

লকডাউন শেষ হলে, চারিদিকের পরিস্থিতি স্বাভাবিক হলে সোনাক্ষী সিনহা কী কী করতে চান ? IANS-কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন অভিনেত্রী ।

sonakshi sinha lockdown
sonakshi sinha lockdown
author img

By

Published : Jun 4, 2020, 8:09 AM IST

মুম্বই : লকডাউন আমাদের বাড়িতে থাকতে বাধ্য করেছে । লকডাউন আমাদের জীবনের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করেছে । তাই লকডাউন উঠে গেলে অনেক কিছুই করার ইচ্ছে সবার । সোনাক্ষী সিনহাও তার ব্যতিক্রম নন ।

অভিনেত্রী জানালেন, "আমি বন্ধুবান্ধবদের সঙ্গে আগে পার্টি করতে চাই, তারপর কাজে ফিরতে চাই । তবে সেটা অবশ্যই সুরক্ষার কথা মাথায় রেখে ।"

মন খারাপ যতই হোক, পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়িতে থাকাটাই শ্রেয় বলে মনে করছেন অভিনেত্রী । বন্ধুদের মিস করা বা শুটিং ফ্লোরকে মিস করা কোনওটাই এই মুহূর্তে ভাইরাসটার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, মত সোনাক্ষীর ।

sonakshi sinha lockdown
.

লকডাউনের সময়টা কি খুব চ্যালেঞ্জিং ছিল ? সাংবাদিকের এই প্রশ্নে তিনি উত্তর দিলেন, "একেবারেই নয় । আমি যে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে থাকতে পেরেছি, সেটা সৌভাগ্যের ।" যাঁরা বাড়ি থেকে অনেক দূরে তাঁদের জন্য বেশি চিন্তিত অভিনেত্রী ।

সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যাবে, বিশ্বাস সোনাক্ষীর । বললেন, "আমরা সকলে একসঙ্গে রয়েছি এই লড়াইয়ে ।"

মুম্বই : লকডাউন আমাদের বাড়িতে থাকতে বাধ্য করেছে । লকডাউন আমাদের জীবনের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করেছে । তাই লকডাউন উঠে গেলে অনেক কিছুই করার ইচ্ছে সবার । সোনাক্ষী সিনহাও তার ব্যতিক্রম নন ।

অভিনেত্রী জানালেন, "আমি বন্ধুবান্ধবদের সঙ্গে আগে পার্টি করতে চাই, তারপর কাজে ফিরতে চাই । তবে সেটা অবশ্যই সুরক্ষার কথা মাথায় রেখে ।"

মন খারাপ যতই হোক, পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়িতে থাকাটাই শ্রেয় বলে মনে করছেন অভিনেত্রী । বন্ধুদের মিস করা বা শুটিং ফ্লোরকে মিস করা কোনওটাই এই মুহূর্তে ভাইরাসটার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, মত সোনাক্ষীর ।

sonakshi sinha lockdown
.

লকডাউনের সময়টা কি খুব চ্যালেঞ্জিং ছিল ? সাংবাদিকের এই প্রশ্নে তিনি উত্তর দিলেন, "একেবারেই নয় । আমি যে আমার ভালোবাসার মানুষদের সঙ্গে থাকতে পেরেছি, সেটা সৌভাগ্যের ।" যাঁরা বাড়ি থেকে অনেক দূরে তাঁদের জন্য বেশি চিন্তিত অভিনেত্রী ।

সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যাবে, বিশ্বাস সোনাক্ষীর । বললেন, "আমরা সকলে একসঙ্গে রয়েছি এই লড়াইয়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.