মুম্বই : যিনি নিজে 'রামায়ণ' নামের বাড়িতে থাকেন, যাঁর দুই ভাইয়ের নাম লব ও কুশ, যাঁর তিন কাকা রাম-লক্ষ্মণ-ভরত, তিনি রামায়ণ থেকে করা একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারলেন না ? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
![Sonakshi Sinha Ramayan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/noname_2109newsroom_1569050504_331.png)
সোনাক্ষীকে প্রশ্ন করা হয় যে, "কার কাছ থেকে হনুমান সঞ্জীবনী ঔষধ নিয়ে এসেছিলেন?" উত্তর জানা ছিল না সোনাক্ষীর। শেষে লাইফলাইনের সাহায্য নিয়ে উত্তর দেন অভিনেত্রী।
শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন সোনাক্ষীর এই আচরণে চমকেছেন। অবাক হয়েছেন নেটিজেনরাও। বলিউড ব্রেনলেস, মনে করছেন অনেকেই।
এই ঘটনার পর একাধিক মিম তৈরি হয়েছে সোশাল মিডিয়ায়। দেখে নেওয়া যাক...
![Sonakshi Sinha Ramayan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/cz_2109newsroom_1569050504_889.png)
![Sonakshi Sinha Ramayan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/user1_2109newsroom_1569050504_650.jpg)
![Sonakshi Sinha Ramayan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/user2_2109newsroom_1569050504_802.jpg)