ETV Bharat / sitara

স্কুবা ডাইভিংয়ের লাইসেন্স পেলেন সোনাক্ষী

মালদ্বীপে গিয়ে শুধু বেড়ানো ছাড়াও একটা কাজের কাজ করেছেন সোনাক্ষী সিনহা । তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্কুবা ডাইভার হয়ে উঠেছেন । উচ্ছ্বসিত সোনাক্ষী সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর নতুন পালকের কথা ।

Sonakshi Sinha scuba driver
Sonakshi Sinha scuba driver
author img

By

Published : Nov 27, 2020, 4:09 PM IST

মুম্বই : মালদ্বীপে গিয়ে নিজের যোগ্যতা আরও একটু বাড়িয়ে নিয়েছেন সোনাক্ষী সিনহা । রীতিমতো পরীক্ষা দিয়ে তিনি হয়ে উঠেছেন লাইসেন্সপ্রাপ্ত স্কুবা ডাইভার । লেখা পরীক্ষায় 100 শতাংশ স্কোর করেছেন সোনাক্ষী ।

সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন শত্রুঘ্ন-কন্যা । তার মধ্যে দুটি ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর ট্রেনারের সামনে হাঁটু গেড়ে বসে শপথ নিচ্ছেন । যুদ্ধে যাওয়ার আগে যোদ্ধা যেভাবে তার গুরুর কাছ থেকে তলোয়ার গ্রহণ করেন, সোনাক্ষীও যেন সেইভাবে তাঁর গুরুর কাছ থেকে গুরুদায়িত্ব গ্রহণ করছেন ।

লাইসেন্সপ্রাপ্ত হওয়ার ফলে সোনাক্ষী এবার স্কুবা ডাইভিংয়ের ট্রেনিংও দিতে পারবেন । আর হবে না-ই বা কেন ? প্র্যাক্টিকাল পরীক্ষার সঙ্গে লেখা পরীক্ষাতেও দারুণ ফল করেছেন তিনি । একশোর মধ্যে একশো পেয়েছেন । উত্তরপত্রের ছবিও শেয়ার করেছেন সোনাক্ষী ।

দেখে নিন তাঁর পোস্ট..

মালদ্বীপ ছেড়ে আসার একটু মন ছিল না অভিনেত্রীর । তবে কাজে তো ফিরতেই হবে । তাই ভ্যাকেশন সেরে মুম্বইতে ফিরেছেন সোনাক্ষী ।

মুম্বই : মালদ্বীপে গিয়ে নিজের যোগ্যতা আরও একটু বাড়িয়ে নিয়েছেন সোনাক্ষী সিনহা । রীতিমতো পরীক্ষা দিয়ে তিনি হয়ে উঠেছেন লাইসেন্সপ্রাপ্ত স্কুবা ডাইভার । লেখা পরীক্ষায় 100 শতাংশ স্কোর করেছেন সোনাক্ষী ।

সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন শত্রুঘ্ন-কন্যা । তার মধ্যে দুটি ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর ট্রেনারের সামনে হাঁটু গেড়ে বসে শপথ নিচ্ছেন । যুদ্ধে যাওয়ার আগে যোদ্ধা যেভাবে তার গুরুর কাছ থেকে তলোয়ার গ্রহণ করেন, সোনাক্ষীও যেন সেইভাবে তাঁর গুরুর কাছ থেকে গুরুদায়িত্ব গ্রহণ করছেন ।

লাইসেন্সপ্রাপ্ত হওয়ার ফলে সোনাক্ষী এবার স্কুবা ডাইভিংয়ের ট্রেনিংও দিতে পারবেন । আর হবে না-ই বা কেন ? প্র্যাক্টিকাল পরীক্ষার সঙ্গে লেখা পরীক্ষাতেও দারুণ ফল করেছেন তিনি । একশোর মধ্যে একশো পেয়েছেন । উত্তরপত্রের ছবিও শেয়ার করেছেন সোনাক্ষী ।

দেখে নিন তাঁর পোস্ট..

মালদ্বীপ ছেড়ে আসার একটু মন ছিল না অভিনেত্রীর । তবে কাজে তো ফিরতেই হবে । তাই ভ্যাকেশন সেরে মুম্বইতে ফিরেছেন সোনাক্ষী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.