ETV Bharat / sitara

ভাইঝি সারাকে নিয়ে কী বললেন সোহা ? - সোহা আলি খানের খবর

ভাইঝি সারা আলি খানকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করলেন সোহা আলি খান । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, "সারাকে নিয়ে আমি অসম্ভব গর্বিত" ।

Soha Ali Khan on Sara Ali Khan
Soha Ali Khan on Sara Ali Khan
author img

By

Published : Jun 29, 2020, 8:15 AM IST

মুম্বই : ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাব পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সারা আলি খান । 2018 সালে 'কেদারনাথ' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেই অনেকটা জনপ্রিয়তা পেয়ে যান তিনি । তারপর 'সিম্বা' বা 'লাভ আজ কাল'-এর মতো বিগ ব্যানার ফিল্ম । ভাইঝিকে নিয়ে "গর্বিত" সোহা আলি খান ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোহা জানালেন, "আমি সারাকে নিয়ে অসম্ভব গর্বিত । ওঁর শুরুটা এত সুন্দরভাবে হয়েছে, তার জন্য আমি খুশি । কারণ শুরুটা ভালো হলে পুরো জার্নিটা সহজ হয় । আমার মতে ও সেরা ফিল্মগুলোকে বেছেছে ।"

সারার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ সোহা । বললেন, "আমার মনে হয় ও নিজের লক্ষ্যে স্থির । পারফর্মেন্স ও ব্যবসা দু'দিক থেকেই ও সেট । ব্যক্তিগত জীবনেও ও যেভাবে নিজেকে সামলে চলে, সেটাও ভালো লাগে আমার । প্রতিটা ব্যাপারে ওঁর সিরিয়াসনেস আমায় মুগ্ধ করে । হিন্দি-ঊর্দু-ইংরেজি ভাষায় ওঁর দক্ষতা, আর আত্মবিশ্বাস দেখে আমি সত্যিই আপ্লুত ।"

Soha Ali Khan on Sara Ali Khan
সারা

চারপাশে অনুকরণ করার হিড়িকের মধ্যেও সারার মধ্যে একটা স্বাতন্ত্র্য রয়েছে, যেটা খুব ভালো লাগে সোহার । আর সেই স্বাতন্ত্র্যই ভাইঝির জনপ্রিয়তার কারণ, মনে করেন সোহা ।

সারা আর সোহাকে কি একসঙ্গে কোনও ফিল্মে দেখা যাবে ? না, সেই বিষয়ে কিছু বললেন না অভিনেত্রী ।

মুম্বই : ফিল্ম ইন্ডাস্ট্রিতে নবাব পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সারা আলি খান । 2018 সালে 'কেদারনাথ' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেই অনেকটা জনপ্রিয়তা পেয়ে যান তিনি । তারপর 'সিম্বা' বা 'লাভ আজ কাল'-এর মতো বিগ ব্যানার ফিল্ম । ভাইঝিকে নিয়ে "গর্বিত" সোহা আলি খান ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোহা জানালেন, "আমি সারাকে নিয়ে অসম্ভব গর্বিত । ওঁর শুরুটা এত সুন্দরভাবে হয়েছে, তার জন্য আমি খুশি । কারণ শুরুটা ভালো হলে পুরো জার্নিটা সহজ হয় । আমার মতে ও সেরা ফিল্মগুলোকে বেছেছে ।"

সারার আত্মবিশ্বাস দেখে মুগ্ধ সোহা । বললেন, "আমার মনে হয় ও নিজের লক্ষ্যে স্থির । পারফর্মেন্স ও ব্যবসা দু'দিক থেকেই ও সেট । ব্যক্তিগত জীবনেও ও যেভাবে নিজেকে সামলে চলে, সেটাও ভালো লাগে আমার । প্রতিটা ব্যাপারে ওঁর সিরিয়াসনেস আমায় মুগ্ধ করে । হিন্দি-ঊর্দু-ইংরেজি ভাষায় ওঁর দক্ষতা, আর আত্মবিশ্বাস দেখে আমি সত্যিই আপ্লুত ।"

Soha Ali Khan on Sara Ali Khan
সারা

চারপাশে অনুকরণ করার হিড়িকের মধ্যেও সারার মধ্যে একটা স্বাতন্ত্র্য রয়েছে, যেটা খুব ভালো লাগে সোহার । আর সেই স্বাতন্ত্র্যই ভাইঝির জনপ্রিয়তার কারণ, মনে করেন সোহা ।

সারা আর সোহাকে কি একসঙ্গে কোনও ফিল্মে দেখা যাবে ? না, সেই বিষয়ে কিছু বললেন না অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.