ETV Bharat / sitara

ড্রাগের নেশার বুঁদ সেলেবরা? প্রমাণ ছাড়াই সমালোচনা শুরু সোশাল মিডিয়ায়

author img

By

Published : Aug 1, 2019, 10:24 AM IST

করণ জোহরের পার্টিতে ড্রাগ নিচ্ছিলেন একাধিক বলিউড সেলেব্রিটি, এমন অভিযোগ এনেছিলেন আকালী দলের বিধায়ক মজিন্দর এস. সিরসা। তবে অভিযোগের সত্যতা প্রমাণের আগেই সোশাল মিডিয়া ভাসল সমালোচনায়।

বলিউড ড্রাগ

মুম্বই : পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন হোস্ট করণ জোহর। সেখানে দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল বা রণবীর কাপুরদের মতো সেলেব্রিটিদের চোখমুখ দেখে অনেকের আন্দাজ যে, তাঁরা ড্রাগ নিচ্ছিলেন। আর এই আন্দাজের বশেই সমালোচনা শুরু সোশাল মিডিয়ার পাতায়।

কেউ লিখেছেন, "ওদের সম্পূর্ণ মাতাল মনে হচ্ছে।"

তো কেউ আবার লিখেছেন, "ড্রাগের নেশায় বুঁদ হয়ে গেছে।"

কোনও ব্যবহারকারীর মতে, "একবার ভিকি কৌশলকে দেখ। পুরো টাল্লি মনে হচ্ছে।"

বলিউড ড্রাগ
পার্টিতে ভিকি...

সিরসা নিজেও আর একটি পোস্ট করে বলেছেন, "এই সমস্ত নেশাগ্রস্থদের জায়গা জেলে, সমাজে নয়।" সিরসা এটাও পরিষ্কার করে জানিয়ে দেন যে, কোনও পরিস্থিতিতেই "ড্রাগ অ্যাডিক্ট"-দের কাছে তিনি ক্ষমা চাইবেন না। তার জন্য যদি তাঁকে সারা জীবন জেলে থাকতে হয়, তাও থাকতে রাজি এই রাজনীতিবিদ।


তবে এখনও কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে, সেলেব্রিটিরা ড্রাগ নিচ্ছিলেন। কোনও প্রতিক্রিয়া জানাননি বলিউড তারকারাও।

মুম্বই : পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন হোস্ট করণ জোহর। সেখানে দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল বা রণবীর কাপুরদের মতো সেলেব্রিটিদের চোখমুখ দেখে অনেকের আন্দাজ যে, তাঁরা ড্রাগ নিচ্ছিলেন। আর এই আন্দাজের বশেই সমালোচনা শুরু সোশাল মিডিয়ার পাতায়।

কেউ লিখেছেন, "ওদের সম্পূর্ণ মাতাল মনে হচ্ছে।"

তো কেউ আবার লিখেছেন, "ড্রাগের নেশায় বুঁদ হয়ে গেছে।"

কোনও ব্যবহারকারীর মতে, "একবার ভিকি কৌশলকে দেখ। পুরো টাল্লি মনে হচ্ছে।"

বলিউড ড্রাগ
পার্টিতে ভিকি...

সিরসা নিজেও আর একটি পোস্ট করে বলেছেন, "এই সমস্ত নেশাগ্রস্থদের জায়গা জেলে, সমাজে নয়।" সিরসা এটাও পরিষ্কার করে জানিয়ে দেন যে, কোনও পরিস্থিতিতেই "ড্রাগ অ্যাডিক্ট"-দের কাছে তিনি ক্ষমা চাইবেন না। তার জন্য যদি তাঁকে সারা জীবন জেলে থাকতে হয়, তাও থাকতে রাজি এই রাজনীতিবিদ।


তবে এখনও কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে, সেলেব্রিটিরা ড্রাগ নিচ্ছিলেন। কোনও প্রতিক্রিয়া জানাননি বলিউড তারকারাও।

Intro:Body:

ড্রাগের নেশার বুঁদ সেলেবরা? প্রমাণ ছাড়াই সমালোচনা শুরু সোশাল মিডিয়ায়





করণ জোহরের পার্টিতে ড্রাগ নিচ্ছিলেন একাধিক বলিউড সেলেব্রিটি, এমন অভিযোগ এনেছিলেন আকালী দলের বিধায়ক মজিন্দর এস. সিরসা। তবে অভিযোগের সত্যতা প্রমাণের আগেই সোশাল মিডিয়া ভাসল সমালোচনায়।



মুম্বই : পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন হোস্ট করণ জোহর। সেখানে দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল বা রণবীর কাপুরদের সেলেব্রিটিদের চোখমুখ দেখে অনেকের আন্দাজ যে, তাঁরা ড্রাগ নিচ্ছিলেন। আর এই আন্দাজের বশেই সমালোচনা শুরু সোশাল মিডিয়ার পাতায়।



কেউ লিখেছেন, "ওদের সম্পূর্ণ মাতাল মনে হচ্ছে।"



তো কেউ আবার লিখেছেন, "ড্রাগের নেশায় বুঁদ হয়ে গেছে।"



কোনও ব্যবহারকারীর মতে, "একবার ভিকি কৌশলকে দেখ। পুরো টাল্লি মনে হচ্ছে।"



সিরসা নিজেও আর একটি পোস্ট করে বলেছেন, "এই সমস্ত নেশাগ্রস্থদের জায়গা জেলে, সমাজে নয়।" সিরসা এটাও পরিষ্কার করে জানিয়ে দেন যে, কোনও পরিস্থিতিতেই "ড্রাগ অ্যাডিক্ট"-দের কাছে তিনি ক্ষমা চাইবেন না। তার জন্য যদি তাঁকে সারা জীবন জেলে থাকতে হয়, তাও থাকতে রাজি এই রাজনীতিবিদ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.