মুম্বই : পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন হোস্ট করণ জোহর। সেখানে দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল বা রণবীর কাপুরদের মতো সেলেব্রিটিদের চোখমুখ দেখে অনেকের আন্দাজ যে, তাঁরা ড্রাগ নিচ্ছিলেন। আর এই আন্দাজের বশেই সমালোচনা শুরু সোশাল মিডিয়ার পাতায়।
কেউ লিখেছেন, "ওদের সম্পূর্ণ মাতাল মনে হচ্ছে।"
তো কেউ আবার লিখেছেন, "ড্রাগের নেশায় বুঁদ হয়ে গেছে।"
কোনও ব্যবহারকারীর মতে, "একবার ভিকি কৌশলকে দেখ। পুরো টাল্লি মনে হচ্ছে।"
![বলিউড ড্রাগ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/_0108newsroom_1564634781_840.png)
সিরসা নিজেও আর একটি পোস্ট করে বলেছেন, "এই সমস্ত নেশাগ্রস্থদের জায়গা জেলে, সমাজে নয়।" সিরসা এটাও পরিষ্কার করে জানিয়ে দেন যে, কোনও পরিস্থিতিতেই "ড্রাগ অ্যাডিক্ট"-দের কাছে তিনি ক্ষমা চাইবেন না। তার জন্য যদি তাঁকে সারা জীবন জেলে থাকতে হয়, তাও থাকতে রাজি এই রাজনীতিবিদ।
-
Neither I know @milinddeora; nor his family. I didn’t share this video to harass anyone but to expose Bollywood stars who are themselves into drugs yet defamed our youth calling them drug addict!!
— Manjinder S Sirsa (@mssirsa) July 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
I would never apologise to these drug addicts.@ANI @TimesNow @ZeeNews https://t.co/GRB4x5OICC pic.twitter.com/MIn0iPh2x0
">Neither I know @milinddeora; nor his family. I didn’t share this video to harass anyone but to expose Bollywood stars who are themselves into drugs yet defamed our youth calling them drug addict!!
— Manjinder S Sirsa (@mssirsa) July 31, 2019
I would never apologise to these drug addicts.@ANI @TimesNow @ZeeNews https://t.co/GRB4x5OICC pic.twitter.com/MIn0iPh2x0Neither I know @milinddeora; nor his family. I didn’t share this video to harass anyone but to expose Bollywood stars who are themselves into drugs yet defamed our youth calling them drug addict!!
— Manjinder S Sirsa (@mssirsa) July 31, 2019
I would never apologise to these drug addicts.@ANI @TimesNow @ZeeNews https://t.co/GRB4x5OICC pic.twitter.com/MIn0iPh2x0
তবে এখনও কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে, সেলেব্রিটিরা ড্রাগ নিচ্ছিলেন। কোনও প্রতিক্রিয়া জানাননি বলিউড তারকারাও।