মুম্বই : দীর্ঘ দুই দশকের পর সলমন খানের সঙ্গে হাত মিলিয়ে 'ইনশাল্লাহ' তৈরির পরিকল্পনা করেছিলেন সঞ্জয়লীলা বনসালী । তবে নানা কারণে সেই প্রজেক্ট বন্ধ হয়ে যায় । এবার নাকি আর এক খানকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন পরিচালক ।
তিনি হলেন শাহরুখ খান । হ্যাঁ, এবার শাহরুখকে আলিয়ার ভাটের বিপরীতে কাস্ট করতে চলেছেন সঞ্জয়লীলা । 'ইনশাল্লাহ' ছবির জন্য । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানা যাচ্ছে ।
একটি টাইমলেস প্রেমের গল্প 'ইনশাল্লাহ' । সঞ্জয়ের পরিচালনায় যতবার প্রেম এসেছে, ততবারই ম্যাজিক তৈরি হয়েছে, মুগ্ধ হয়েছেন দর্শক । তাঁর রচিত প্রেম যেন সত্যিই টাইমলেস, বছরের পর বছর একই রকম প্রাসঙ্গিক হয়ে থেকে যায় চরিত্রগুলো ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'দেবদাস'-এর পর শাহরুখের সঙ্গে আর কোনও কাজ করেননি সঞ্জয় । যদি সত্য়িই শাহরুখ আর আলিয়াকে 'ইনশাল্লাহ'-তে দেখা যায়, তাহলে সে এক অনন্য় অভিজ্ঞতা হবে দর্শকের জন্য...মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা ।