ETV Bharat / sitara

সমালোচনা আমাকে অনুপ্রাণিত করে : সিদ্ধার্থ মলহোত্রা - actor

"সমালোচনা ও ব্যর্থতা আমাকে অনুপ্রাণিত করে । এই জিনিসগুলো আমাকে প্রতিবার নতুন ও আলাদা কিছু করার জন্য চাপ দেয় । সবসময় যে সবকিছু আপনার পক্ষে থাকবে এমন নয় । তবে তার মানে এ নয় যে, আপনার সেরাটা দেওয়া বন্ধ করে দেবেন ।" বললেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা

সিদ্ধার্থ মলহোত্রা
author img

By

Published : Aug 13, 2019, 1:32 PM IST

দিল্লি : 2012 সালে 'স্টুডেন্ট অফ দা ইয়ার'-এ অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা । কয়েক বছরের মধ্যেই নিজের লুকের জন্য ভক্তদের সংখ্যাও কম নয় । যদিও বিগত কয়েক বছর ভালো কাটেনি সিদ্ধার্থর । তাঁর ছবি 'বার বার দেখো', 'এ জেন্টেলমেন' ও 'আইয়ারি' দর্শকদের আকর্ষণ করতে ব্যর্থ হয় ।

IANS-কে সিদ্ধার্থ বলেন, "একদিনে রোম তৈরি হয়নি । ভালো কিছু করতে গেলে সময় লাগে । সেরকমই একটা নির্দিষ্ট ছবি দিয়ে কোনও অভিনেতাকে বিশ্লেষণ করা যায় না । জানি এমন কিছু ছবি আছে যা ভালো হয়নি এবং যদি বলি ব্যর্থতা আমাকে প্রভাবিত করে না তাহলে মিথ্যা বলা হবে । কিন্তু আমি জানি কীভাবে এর সঙ্গে মোকাবিলা করতে হয় ।"

তিনি আরও বলেন, "সমালোচনা ও ব্যর্থতা আমাকে অনুপ্রাণিত করে । এই জিনিসগুলো আমাকে প্রতিবার নতুন ও আলাদা কিছু করার জন্য চাপ দেয় । সবসময় যে সবকিছু আপনার পক্ষে থাকবে এমন নয় । তবে তার মানে এ নয় যে, আপনার সেরাটা দেওয়া বন্ধ করে দেবেন । এটা জার্নির অংশ । অনেক কঠিন সময় পেরিয়েও আমাদের দেশে এমন অনেক সুপারস্টার আছেন, যারা এখনও কাজ করছেন । কঠোর পরিশ্রম করাটাই আসল কথা ।"

সিদ্ধার্থ জানান, সোশাল মিডিয়া বর্তমানে অন্যতম বৃহত্তম সমালোচক । বলেন, "আপনার ছবিটি কী নিয়ে, ছবির বিষয়বস্তু কী, আপনি কেমন অভিনয় করেছেন - সব সেকেন্ডের মধ্যে চলে আসে সোশাল মিডিয়ায় । মানুষ আপনাকে নিয়ে কী ভাবে বা কী লেখে তা আপনি নিজেও পড়তে পারেন । তাঁরা আপনার অভিনয় পছন্দ করছেন কি না তাও ইন্টারনেটে দিয়ে দেয় । সোশাল মিডিয়ার ক্ষেত্রেও একই জিনিস হয় । এর ফলে আপনি কোথায় ভুল করছেন বা কোথায় আপনার খামতি থেকে যাচ্ছে বা দর্শক আপনার থেকে কী চাইছে তা সহজেই বুঝে নেওয়া যায় । প্রত্যেকটি মানুষ এখন সমালোচক ।"

তবে তিনি সোশাল মিডিয়ার অপব্যবহার নিয়েও কথা বলেন । তিনি বলেন, "অনেক সময় মানুষ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটির অপব্যবহার করেন । অনেকে এর মাধ্যমে নেগেটিভিটি তৈরি করেন ।"

সম্প্রতি পরিণীতি চোপড়ার সঙ্গে 'জবরিয়া জোড়ি'-তে দেখা গেছে অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রাকে । বর্তমানে তিনি নিজেকে 'শেরশাহ'-র জন্য তৈরি করছেন । ছবিতে তাঁকে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে ।

দিল্লি : 2012 সালে 'স্টুডেন্ট অফ দা ইয়ার'-এ অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রা । কয়েক বছরের মধ্যেই নিজের লুকের জন্য ভক্তদের সংখ্যাও কম নয় । যদিও বিগত কয়েক বছর ভালো কাটেনি সিদ্ধার্থর । তাঁর ছবি 'বার বার দেখো', 'এ জেন্টেলমেন' ও 'আইয়ারি' দর্শকদের আকর্ষণ করতে ব্যর্থ হয় ।

IANS-কে সিদ্ধার্থ বলেন, "একদিনে রোম তৈরি হয়নি । ভালো কিছু করতে গেলে সময় লাগে । সেরকমই একটা নির্দিষ্ট ছবি দিয়ে কোনও অভিনেতাকে বিশ্লেষণ করা যায় না । জানি এমন কিছু ছবি আছে যা ভালো হয়নি এবং যদি বলি ব্যর্থতা আমাকে প্রভাবিত করে না তাহলে মিথ্যা বলা হবে । কিন্তু আমি জানি কীভাবে এর সঙ্গে মোকাবিলা করতে হয় ।"

তিনি আরও বলেন, "সমালোচনা ও ব্যর্থতা আমাকে অনুপ্রাণিত করে । এই জিনিসগুলো আমাকে প্রতিবার নতুন ও আলাদা কিছু করার জন্য চাপ দেয় । সবসময় যে সবকিছু আপনার পক্ষে থাকবে এমন নয় । তবে তার মানে এ নয় যে, আপনার সেরাটা দেওয়া বন্ধ করে দেবেন । এটা জার্নির অংশ । অনেক কঠিন সময় পেরিয়েও আমাদের দেশে এমন অনেক সুপারস্টার আছেন, যারা এখনও কাজ করছেন । কঠোর পরিশ্রম করাটাই আসল কথা ।"

সিদ্ধার্থ জানান, সোশাল মিডিয়া বর্তমানে অন্যতম বৃহত্তম সমালোচক । বলেন, "আপনার ছবিটি কী নিয়ে, ছবির বিষয়বস্তু কী, আপনি কেমন অভিনয় করেছেন - সব সেকেন্ডের মধ্যে চলে আসে সোশাল মিডিয়ায় । মানুষ আপনাকে নিয়ে কী ভাবে বা কী লেখে তা আপনি নিজেও পড়তে পারেন । তাঁরা আপনার অভিনয় পছন্দ করছেন কি না তাও ইন্টারনেটে দিয়ে দেয় । সোশাল মিডিয়ার ক্ষেত্রেও একই জিনিস হয় । এর ফলে আপনি কোথায় ভুল করছেন বা কোথায় আপনার খামতি থেকে যাচ্ছে বা দর্শক আপনার থেকে কী চাইছে তা সহজেই বুঝে নেওয়া যায় । প্রত্যেকটি মানুষ এখন সমালোচক ।"

তবে তিনি সোশাল মিডিয়ার অপব্যবহার নিয়েও কথা বলেন । তিনি বলেন, "অনেক সময় মানুষ সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটির অপব্যবহার করেন । অনেকে এর মাধ্যমে নেগেটিভিটি তৈরি করেন ।"

সম্প্রতি পরিণীতি চোপড়ার সঙ্গে 'জবরিয়া জোড়ি'-তে দেখা গেছে অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রাকে । বর্তমানে তিনি নিজেকে 'শেরশাহ'-র জন্য তৈরি করছেন । ছবিতে তাঁকে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে ।

Intro:Body:

Sidharth Malhotra


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.