ETV Bharat / sitara

'চিকনি চামেলি' গানে সুশান্তের নাচ, ভিডিয়ো শেয়ার করলেন সিদ্ধান্ত - সুশান্ত সিং রাজপুতের খবর

'চিকনি চামেলি' গানে জমিয়ে নাচছেন সুশান্ত সিং রাজপুত ও সিদ্ধান্ত চতুর্বেদী । বেশ কয়েক বছর আগের কথা । আজ সেসব অতীত । কিন্তু, স্মৃতিটা আজও অমলিন সিদ্ধান্তের কাছে । পুরোনো সেই ভিডিয়ো শেয়ার করলেন সোশাল মিডিয়ায় ।

siddhant chaturvedi with sushant singh rajput
siddhant chaturvedi with sushant singh rajput
author img

By

Published : Aug 14, 2020, 9:12 AM IST

মুম্বই : কলেজে পড়াকালীন একটি ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী । আর সেখানে গেস্ট হিসেবে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত । তাঁর সঙ্গে 'চিকনি চামেলি' গানে জমিয়ে নেচেছিলেন সিদ্ধান্ত । তাঁর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছিল এক ধাক্কায় । পুরোনো স্মৃতির পাতা হাতড়ালেন অভিনেতা ।

সুশান্তের সঙ্গে নাচের ভিডিয়োটি শেয়ার করে সিদ্ধান্ত লিখেছেন, "অনেকদিন ধরেই ভাবছি এই ভিডিয়োটা শেয়ার করব কিনা । তারপর ভাবলাম যে, দুই ভাই এমন জমিয়ে নেচেছি, একটা শেয়ার তো করতেই হবে ।"

যেমন ভাবা তেমনি কাজ । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করে ফেললেন সিদ্ধান্ত । তিনি লিখেছেন, "ন্যাশনাল ট্যালেন্ট হান্ট অনুষ্ঠান জিতলাম আমি আর নাচলাম আমরা দু'জন । আর তারপর আমার কনফিডেন্স যে কোথায় উঠে দাঁড়াল আর কি বলব ! আমি আর আমার পরিবার সেদিন রাতে ঘুমোতি পারিনি ।"

'গালি বয়'-এর M.C.শেরের শুরুটা কিন্তু ওই শো দিয়েই । আর সেখানে সিদ্ধান্ত পেয়েছিলেন সুশান্তকে । এর থেকে আনন্দের আর কি হতে পারে !

দেখে নিন সিদ্ধান্তের শেয়ার করা ভিডিয়ো..

মুম্বই : কলেজে পড়াকালীন একটি ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী । আর সেখানে গেস্ট হিসেবে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত । তাঁর সঙ্গে 'চিকনি চামেলি' গানে জমিয়ে নেচেছিলেন সিদ্ধান্ত । তাঁর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছিল এক ধাক্কায় । পুরোনো স্মৃতির পাতা হাতড়ালেন অভিনেতা ।

সুশান্তের সঙ্গে নাচের ভিডিয়োটি শেয়ার করে সিদ্ধান্ত লিখেছেন, "অনেকদিন ধরেই ভাবছি এই ভিডিয়োটা শেয়ার করব কিনা । তারপর ভাবলাম যে, দুই ভাই এমন জমিয়ে নেচেছি, একটা শেয়ার তো করতেই হবে ।"

যেমন ভাবা তেমনি কাজ । সোশাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করে ফেললেন সিদ্ধান্ত । তিনি লিখেছেন, "ন্যাশনাল ট্যালেন্ট হান্ট অনুষ্ঠান জিতলাম আমি আর নাচলাম আমরা দু'জন । আর তারপর আমার কনফিডেন্স যে কোথায় উঠে দাঁড়াল আর কি বলব ! আমি আর আমার পরিবার সেদিন রাতে ঘুমোতি পারিনি ।"

'গালি বয়'-এর M.C.শেরের শুরুটা কিন্তু ওই শো দিয়েই । আর সেখানে সিদ্ধান্ত পেয়েছিলেন সুশান্তকে । এর থেকে আনন্দের আর কি হতে পারে !

দেখে নিন সিদ্ধান্তের শেয়ার করা ভিডিয়ো..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.