মুম্বই : এই লকডাউনে ইনস্টাগ্রামে অনেক নতুন নতুন ফিল্টার তৈরি হচ্ছে । আর সময় কাটাতে সেই সমস্ত ফিল্টার ব্যবহারও করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরা । সম্প্রতি শ্রুতি হাসান একটি অটোমেটেড ফিল্টারের নেশায় মাতলেন ।
সেই ফিল্টার সিলেক্ট করলে আপনার সামনে দু'টো অপশন দেওয়া হবে । তার মধ্যে আপনাকে একটা অপশন বেছে নিতে হবে ।
শ্রুতিকে অপশন দেওয়া হল, "প্রাক্তন প্রেমিককে স্টক করেন ? না প্রাক্তন প্রেমিক আপনাকে স্টক করে ?"
ইনস্টাগ্রামের এই প্রশ্ন শুনে প্রথমে হতবাক হয়ে যান শ্রুতি । একটা শকড প্রতিক্রিয়া দিয়ে বলেন, "ও গড, আমি কোনওটাই করব না.." অর্থাৎ প্রাক্তনকে স্টকও করবেন না আর কোনও প্রাক্তনের দ্বারা নিজে স্টকডও হবেন না শ্রুতি ।
সম্প্রতি বাবা কমল হাসানের সঙ্গে 'অরিভুম আনবুম' গানে গলা মিলিয়েছেন শ্রুতি । এই কঠিন সময়ে এই গানের মধ্যে দিয়ে পজ়িটিভিটি আর ভালোবাসা ছড়িয়ে দিতে চান তাঁরা । কমল হাসানের লেখা সেই গানের পরিচালনা কমল নিজেই দিয়েছেন ।
ইতিমধ্য়েই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সেই গান । দেখে নিন ভিডিয়ো..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">