ETV Bharat / sitara

লকডাউনে কীভাবে নিজেকে ব্যস্ত রাখছেন শ্রুতি - Shruti Haasan in lockdown

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেন শ্রুতি । ছবির ক্যাপশনে লেখেন, "তাহলে আপনি কীভাবে কাটাচ্ছেন কোয়ারানটিনের দিনগুলি ?"

sdf
sdf
author img

By

Published : May 29, 2020, 12:11 PM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । ঘরে বসে নিজের ইচ্ছে মতো সময় কাটাচ্ছেন তাঁরা । একই অবস্থা শ্রুতি হাসানের । এখন বাড়িতে দিন কাটছে তাঁর । তবে বাড়িতে কেমনভাবে কোয়ারানটিনের দিনগুলি কাটাচ্ছেন, সেই সম্প্রতি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী ।

লকডাউনের জেরে বন্ধ শুটিং । তাই বাড়িতেই রয়েছেন তারকারা । এদিকে হাতে এখন অফুরন্ত সময় । তেমন কোনও কাজও নেই । তাই এই সময় বাড়ির কাজে মন দিয়েছেন তাঁরা । ঘর পরিষ্কার থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা সবই করছেন তাঁরা । এই সময় মনের আনন্দে রান্নাও করতে দেখা গিয়েছে অনেককে । আবার কেউ হাতে অনেকটা সময় পেয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজের পুরোনো হবিগুলি । তার জন্য কেউ গাইছেন গান, কেউ ছবি আঁকছেন, আবার কেউ গার্ডেনিং করছেন । এভাবেই চলছে তারকাদের লকডাউনের রোজনামচা । শ্রুতির রোজনামচাও কিছুটা একইরকম ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেন শ্রুতি । প্রথম ছবিটি মুখ বিকৃত করে তুলতে দেখা গিয়েছে তাঁকে । দ্বিতীয় ছবিটি কোনও সুস্বাদু পদের । এরপর পিয়ানোর সামনে বসে তৃতীয় ছবিটি তোলেন । আর চতুর্থ ছবিতে নিজের বিড়ালের সঙ্গে পোজ় দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "তাহলে আপনি কীভাবে কাটাচ্ছেন কোয়ারানটিনের দিনগুলি ?"

sf
শ্রুতির পোস্ট

লকডাউনের মধ্যে নিত্য নতুন পদ রাঁধছেন শ্রুতি । আর মাঝে মধ্যেই তা পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । এছাড়া পোষ্যর সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । পোষ্যর সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি ।

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । ঘরে বসে নিজের ইচ্ছে মতো সময় কাটাচ্ছেন তাঁরা । একই অবস্থা শ্রুতি হাসানের । এখন বাড়িতে দিন কাটছে তাঁর । তবে বাড়িতে কেমনভাবে কোয়ারানটিনের দিনগুলি কাটাচ্ছেন, সেই সম্প্রতি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী ।

লকডাউনের জেরে বন্ধ শুটিং । তাই বাড়িতেই রয়েছেন তারকারা । এদিকে হাতে এখন অফুরন্ত সময় । তেমন কোনও কাজও নেই । তাই এই সময় বাড়ির কাজে মন দিয়েছেন তাঁরা । ঘর পরিষ্কার থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা সবই করছেন তাঁরা । এই সময় মনের আনন্দে রান্নাও করতে দেখা গিয়েছে অনেককে । আবার কেউ হাতে অনেকটা সময় পেয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজের পুরোনো হবিগুলি । তার জন্য কেউ গাইছেন গান, কেউ ছবি আঁকছেন, আবার কেউ গার্ডেনিং করছেন । এভাবেই চলছে তারকাদের লকডাউনের রোজনামচা । শ্রুতির রোজনামচাও কিছুটা একইরকম ।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে চারটি ছবির একটি কোলাজ পোস্ট করেন শ্রুতি । প্রথম ছবিটি মুখ বিকৃত করে তুলতে দেখা গিয়েছে তাঁকে । দ্বিতীয় ছবিটি কোনও সুস্বাদু পদের । এরপর পিয়ানোর সামনে বসে তৃতীয় ছবিটি তোলেন । আর চতুর্থ ছবিতে নিজের বিড়ালের সঙ্গে পোজ় দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "তাহলে আপনি কীভাবে কাটাচ্ছেন কোয়ারানটিনের দিনগুলি ?"

sf
শ্রুতির পোস্ট

লকডাউনের মধ্যে নিত্য নতুন পদ রাঁধছেন শ্রুতি । আর মাঝে মধ্যেই তা পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । এছাড়া পোষ্যর সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে । পোষ্যর সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.