ETV Bharat / sitara

শুরু হল আদিত্য-সঞ্জনার পরবর্তী ছবির শুটিং - aditya roy kapur

আজ ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করেন আদিত্য । সেখানে লেখা রয়েছে ছবির নাম । আর তার ক্যাপশনে লেখা, "যাত্রা শুরু হল !! আমার পরবর্তী ছবি ওম । সেখানে সঞ্জনার সঙ্গে কাজ করব ।"

sdf
sdf
author img

By

Published : Dec 3, 2020, 8:44 PM IST

মুম্বই : শুরু হল আদিত্য রয় কাপুর ও সঞ্জনা সাঙ্ঘি অভিনীত 'ওম : দা ব্যাটেল উইদিন'-এর শুটিং । কোরোনার যাবতীয় সতর্কতা মেনেই আজ থেকে শুরু হল এই ছবির শুটিংয়ের কাজ ।

আজ ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করেন আদিত্য । সেখানে লেখা রয়েছে ছবির নাম । আর তার ক্যাপশনে লেখা, "যাত্রা শুরু হল !! আমার পরবর্তী ছবি ওম । সেখানে সঞ্জনার সঙ্গে কাজ করব ।"

বাদ যাননি সঞ্জনাও । ইনস্টাগ্রামে টিমের সবার সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে । আর কেক কেটে ছবির শুটিং শুরু করেন তাঁরা । এই ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের সুন্দর যাত্রা শুরু হল !!"

এই ছবিতে সঞ্জনার চরিত্রের নাম কাব্য । আর এর মাধ্যমে প্রথমবার কোনও অ্যাকশন ছবিতে কাজ করতে চলেছেন তিনি ।

আদিত্যর জন্মদিনে এই ছবির কথা ঘোষণা করেছিলেন প্রযোজক আহমেদ খান । আর আহমেদের পাশাপাশি যৌথভাবে এই ছবি প্রযোজনা করবেন তাঁর স্ত্রী সাইরা খান ও জ়ি স্টুডিয়ো ।

এছাড়া ছবিটি পরিচালনা করবেন কপিল ভর্মা । এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি দেবেন তিনি । আর সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে 'ওম : দা ব্যাটেল উইথইন'।

মুম্বই : শুরু হল আদিত্য রয় কাপুর ও সঞ্জনা সাঙ্ঘি অভিনীত 'ওম : দা ব্যাটেল উইদিন'-এর শুটিং । কোরোনার যাবতীয় সতর্কতা মেনেই আজ থেকে শুরু হল এই ছবির শুটিংয়ের কাজ ।

আজ ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি পোস্ট করেন আদিত্য । সেখানে লেখা রয়েছে ছবির নাম । আর তার ক্যাপশনে লেখা, "যাত্রা শুরু হল !! আমার পরবর্তী ছবি ওম । সেখানে সঞ্জনার সঙ্গে কাজ করব ।"

বাদ যাননি সঞ্জনাও । ইনস্টাগ্রামে টিমের সবার সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে । আর কেক কেটে ছবির শুটিং শুরু করেন তাঁরা । এই ছবির ক্যাপশনে লেখেন, "আমাদের সুন্দর যাত্রা শুরু হল !!"

এই ছবিতে সঞ্জনার চরিত্রের নাম কাব্য । আর এর মাধ্যমে প্রথমবার কোনও অ্যাকশন ছবিতে কাজ করতে চলেছেন তিনি ।

আদিত্যর জন্মদিনে এই ছবির কথা ঘোষণা করেছিলেন প্রযোজক আহমেদ খান । আর আহমেদের পাশাপাশি যৌথভাবে এই ছবি প্রযোজনা করবেন তাঁর স্ত্রী সাইরা খান ও জ়ি স্টুডিয়ো ।

এছাড়া ছবিটি পরিচালনা করবেন কপিল ভর্মা । এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি দেবেন তিনি । আর সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে 'ওম : দা ব্যাটেল উইথইন'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.