ETV Bharat / sitara

15 নম্বরটা শিল্পার কাছে কেন লাকি জানেন ? - শিল্পা সেট্টির খবর

15 নম্বরটা শিল্পা শেট্টির জন্য খুবই লাকি হয়ে উঠছে দিন দিন । কেন জানেন ?

shilpa shetty tiktok follower
shilpa shetty tiktok follower
author img

By

Published : Apr 15, 2020, 8:49 PM IST

মুম্বই : 15 ফেব্রুয়ারি জন্ম হয় শিল্পার দ্বিতীয় সন্তান শমিশা শেট্টির । সারোগেসির মাধ্যমে এই কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী । তাই 15 তারিখটা এক অর্থে তাঁর কাছে খুব স্পেশাল । তবে আরও কয়েকটি কারণ রয়েছে, যার জন্য এই তারিখটা দিন দিন শিল্পার কাছে লাকি হয়ে উঠছে । নিজেই জানালেন অভিনেত্রী ।

shilpa shetty tiktok follower
.

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা । সেখানে শমিশাকে কোলে নিয়ে দোলনায় দুলছেন তিনি । মুখ দেখা না গেলেও, ঠিক যেন ছোট্ট একটা ডল পুতুল শমিশা !

ভিডিয়োয় শিল্পাকে বলতে শোনা গেল, "15 ফেব্রুয়ারি শমিশার জন্ম হয় । আজ অর্থাৎ 15 এপ্রিল ওর দু'মাস বয়স হয় । আর আজই আমার TikTok অ্যাকাউন্ট 15 মিলিয়ন ফলোয়ার ক্রস করে ।" শিল্পার চোখেমুখে খুশির ঝলকানি । 15 নম্বরটা হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিল্পার জন্য ।

TikTik, ইনস্টাগ্রাম, ইউটিউবে শিল্পার জনপ্রিয়তা দারুণ । শুধু তাই নয়, তাঁর যোগব্যায়ামের অ্যাপ তো সম্প্রতি একটি অ্যাওয়ার্ডও জিতে নিল সাধারণ মানুষের লাইফস্টাইল বদলাতে এক বিশাল অবদানের জন্য । এছাড়া রয়েছে তাঁর রান্নার শো, যেখানে তিনি হেল্থি ফুড তৈরি করেন ।

মুম্বই : 15 ফেব্রুয়ারি জন্ম হয় শিল্পার দ্বিতীয় সন্তান শমিশা শেট্টির । সারোগেসির মাধ্যমে এই কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী । তাই 15 তারিখটা এক অর্থে তাঁর কাছে খুব স্পেশাল । তবে আরও কয়েকটি কারণ রয়েছে, যার জন্য এই তারিখটা দিন দিন শিল্পার কাছে লাকি হয়ে উঠছে । নিজেই জানালেন অভিনেত্রী ।

shilpa shetty tiktok follower
.

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা । সেখানে শমিশাকে কোলে নিয়ে দোলনায় দুলছেন তিনি । মুখ দেখা না গেলেও, ঠিক যেন ছোট্ট একটা ডল পুতুল শমিশা !

ভিডিয়োয় শিল্পাকে বলতে শোনা গেল, "15 ফেব্রুয়ারি শমিশার জন্ম হয় । আজ অর্থাৎ 15 এপ্রিল ওর দু'মাস বয়স হয় । আর আজই আমার TikTok অ্যাকাউন্ট 15 মিলিয়ন ফলোয়ার ক্রস করে ।" শিল্পার চোখেমুখে খুশির ঝলকানি । 15 নম্বরটা হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিল্পার জন্য ।

TikTik, ইনস্টাগ্রাম, ইউটিউবে শিল্পার জনপ্রিয়তা দারুণ । শুধু তাই নয়, তাঁর যোগব্যায়ামের অ্যাপ তো সম্প্রতি একটি অ্যাওয়ার্ডও জিতে নিল সাধারণ মানুষের লাইফস্টাইল বদলাতে এক বিশাল অবদানের জন্য । এছাড়া রয়েছে তাঁর রান্নার শো, যেখানে তিনি হেল্থি ফুড তৈরি করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.