ETV Bharat / sitara

বিদ্যার প্রশংসায় অক্ষয় - অক্ষয় কুমারের খবর

বিদ্যা বালানের প্রশংসায় পঞ্চমুখ অক্ষয় কুমার । বিদ্যার আসন্ন ছবি 'শকুন্তলা দেবী'-র অপেক্ষায় মিস্টার খিলাড়ি ।

Vidya BalaVidya Balan in Shakuntala Devin in Shakuntala Devi
Vidya Balan in Shakuntala Devi
author img

By

Published : Jul 16, 2020, 6:00 PM IST

মুম্বই : বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা দেবী'-র ট্রেলার মুক্তি পেয়েছে সবে গতকাল । সব মহলেই বেশ প্রশংসা পাচ্ছে এই বায়োপিকের ট্রেলার । প্রশংসা করতে ছাড়লেন না অক্ষয় কুমারও, যিনি বিদ্যার সঙ্গে 'ভুলভুলাইয়া' বা 'মিশন মঙ্গল'-এর মতো ছবিতে অভিনয় করেছেন ।

নিজের টুইটার অ্যাকাউন্টে 'শকুন্তলা দেবী'-র ট্রেলার শেয়ার করেছেন অক্ষয় । ক্যাপশনে লিখেছেন, "এই মহিলা যে কোনও চরিত্রে সহজেই মানিয়ে যেতে পারেন । বিদ্যা বালানকে শকুন্তলা দেবীর ভূমিকায় দেখার জন্য মুখিয়ে আছি ।"

ম্যাথমেটিক্সের জিনিয়াস শকুন্তলা দেবী । কম্পিউটারের থেকেও তাড়াতাড়ি অঙ্ক কষে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তিনি । আর তাঁর চরিত্রে বিদ্যা ।

'শকুন্তলা দেবী' পরিচালনা করেছেন অনু মেনন । বিদ্যা ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন জিশু সেনগুপ্ত, সান্যা মালহোত্র ।

অ্যামাজ়ন প্রাইমে ছবিটি মুক্তি পাবে 31 জুলাই । শুধু এদেশে নয়, সব মিলিয়ে দুশোর থেকেও বেশি দেশে দেখা যাবে 'শকুন্তলা দেবী' ।

মুম্বই : বিদ্যা বালান অভিনীত 'শকুন্তলা দেবী'-র ট্রেলার মুক্তি পেয়েছে সবে গতকাল । সব মহলেই বেশ প্রশংসা পাচ্ছে এই বায়োপিকের ট্রেলার । প্রশংসা করতে ছাড়লেন না অক্ষয় কুমারও, যিনি বিদ্যার সঙ্গে 'ভুলভুলাইয়া' বা 'মিশন মঙ্গল'-এর মতো ছবিতে অভিনয় করেছেন ।

নিজের টুইটার অ্যাকাউন্টে 'শকুন্তলা দেবী'-র ট্রেলার শেয়ার করেছেন অক্ষয় । ক্যাপশনে লিখেছেন, "এই মহিলা যে কোনও চরিত্রে সহজেই মানিয়ে যেতে পারেন । বিদ্যা বালানকে শকুন্তলা দেবীর ভূমিকায় দেখার জন্য মুখিয়ে আছি ।"

ম্যাথমেটিক্সের জিনিয়াস শকুন্তলা দেবী । কম্পিউটারের থেকেও তাড়াতাড়ি অঙ্ক কষে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন তিনি । আর তাঁর চরিত্রে বিদ্যা ।

'শকুন্তলা দেবী' পরিচালনা করেছেন অনু মেনন । বিদ্যা ছাড়াও অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন জিশু সেনগুপ্ত, সান্যা মালহোত্র ।

অ্যামাজ়ন প্রাইমে ছবিটি মুক্তি পাবে 31 জুলাই । শুধু এদেশে নয়, সব মিলিয়ে দুশোর থেকেও বেশি দেশে দেখা যাবে 'শকুন্তলা দেবী' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.