ETV Bharat / sitara

লকডাউনের মধ্যে মীরার জন্য প্যানকেক বানালেন শাহিদ - mira rajput

লকডাউনের মধ্যে এখন ঘরেই রয়েছেন শাহিদ কাপুর । স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি । আর এই পরিস্থিতির মধ্যেই মীরার জন্য প্যানকেক তৈরি করলেন তিনি ।

ে্ি
ে্ি
author img

By

Published : Mar 29, 2020, 3:09 PM IST

মুম্বই : লকডাউনের জেরে এখন গৃহবন্দী আম জনতার পাশাপাশি তারকারাও । এই সময় পরিবারের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা । সোশাল মিডিয়ায় পোস্ট করছেন বিভিন্ন মুহূর্তের ছবি । সেই তালিকায় রয়েছেন শাহিদ কাপুরও । গতকাল স্ত্রী মীরা রাজপুতের জন্য প্যানকেক তৈরি করেন তিনি ।

কোরোনা আতঙ্কের জেরে এখন বন্ধ শুটিং । বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হলও । কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ঘরেই মধ্যে কাটছে তাঁদের সময় । কেউ ছবি আঁকছেন । তো কেউ গল্পের বই পড়ছেন । আবার কেউ সময় কাটাচ্ছে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে । আর এই পরিস্থিতির মধ্যেই এবার স্ত্রীর জন্য প্যানকেক তৈরি করলেন শাহিদ ।

্িু
শাহিদের বানানো প্যানকেক

গতকাল বিকেলে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে মীরা লেখেন, "শাহিদ আমার জন্য প্যানকেক তৈরি করছে । তার অপেক্ষা করছি ।" এর কিছুক্ষণ পরই ইনস্টাগ্রাম স্টোরিতে প্যানকেকের ছবি শেয়ার করেন । এমনকী, মীরা প্যানকেকটি খাওয়ায় খুশি শাহিদও । নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্যানকেকর ছবি শেয়ার করে সেকথা জানান তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'কবির সিং' ছবিতে দেখা গিয়েছিল শাহিদকে । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ছবিটি । সম্প্রতি 'জার্সি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় শুটিং । সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : লকডাউনের জেরে এখন গৃহবন্দী আম জনতার পাশাপাশি তারকারাও । এই সময় পরিবারের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছেন তাঁরা । সোশাল মিডিয়ায় পোস্ট করছেন বিভিন্ন মুহূর্তের ছবি । সেই তালিকায় রয়েছেন শাহিদ কাপুরও । গতকাল স্ত্রী মীরা রাজপুতের জন্য প্যানকেক তৈরি করেন তিনি ।

কোরোনা আতঙ্কের জেরে এখন বন্ধ শুটিং । বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হলও । কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ঘরেই মধ্যে কাটছে তাঁদের সময় । কেউ ছবি আঁকছেন । তো কেউ গল্পের বই পড়ছেন । আবার কেউ সময় কাটাচ্ছে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে । আর এই পরিস্থিতির মধ্যেই এবার স্ত্রীর জন্য প্যানকেক তৈরি করলেন শাহিদ ।

্িু
শাহিদের বানানো প্যানকেক

গতকাল বিকেলে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে মীরা লেখেন, "শাহিদ আমার জন্য প্যানকেক তৈরি করছে । তার অপেক্ষা করছি ।" এর কিছুক্ষণ পরই ইনস্টাগ্রাম স্টোরিতে প্যানকেকের ছবি শেয়ার করেন । এমনকী, মীরা প্যানকেকটি খাওয়ায় খুশি শাহিদও । নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্যানকেকর ছবি শেয়ার করে সেকথা জানান তিনি ।

কাজের দিক থেকে শেষবার 'কবির সিং' ছবিতে দেখা গিয়েছিল শাহিদকে । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ছবিটি । সম্প্রতি 'জার্সি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় শুটিং । সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.