ETV Bharat / sitara

'জার্সি'-র পর অ্যাকশন ছবিতে শাহিদ - Jersey

'জার্সি'-র পর একটি অ্যাকশন ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে । সম্প্রতি ইনস্টাগ্রামে একথা জানান তিনি নিজেই ।

bn
nbv
author img

By

Published : Mar 25, 2020, 6:24 PM IST

মুম্বই : খুব তাড়াতাড়ি একটি অ্যাকশন ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে । আপকামিং ছবি 'জার্সি'-র পরই অ্যাকশন ছবি নিয়ে কাজ শুরু করবেন তিনি । সম্প্রতি ফ্যানদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এই ইঙ্গিত দেন তিনি নিজেই ।

কোরোনা আতঙ্কের জেরে আজ থেকে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে । বন্ধ প্রায় সব কাজই । অবশ্য কোরোনা এই দেশে থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয় একাধিক হিন্দি ছবির শুটিং । বন্ধ সিনেমা হলও । যার কারণে পিছিয়ে গিয়েছে একাধিক ছবি মুক্তির তারিখও । এই পরিস্থিতিতে আম জনতার পাশাপাশি ঘরবন্দী তারকারাও । বাদ যাননি শাহিদও । পরিবারের সঙ্গে এখন জমিয়ে সময় কাটাচ্ছেন তিনি । তার মাঝেই ইনস্টাগ্রামে ফ্যানদের করা প্রশ্নের জবাব দেন ।

অ্যাকশন ফিল্ম নিয়ে তাঁর কোনও পরিকল্পনা রয়েছে কি না সেকথা জিজ্ঞাসা করেন একজন । তার উত্তরে শাহিদ লেখেন, "হ্যাঁ 'জার্সি'-র পরই একটি অ্যাকশন ছবিতে কাজ করব ।"

শেষবার 'কবির সিং' ছবিতে দেখা গিয়েছিল শাহিদকে । সেখানে কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । আবার কবে কিয়ারার সঙ্গে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তা নিয়েও প্রশ্ন করেন একজন । এই উত্তরে শাহিদ বলেন, "যখনই কিয়ারার সময় হবে..."।

এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন শাহিদ । সেখানে লকডাউনের সময় মানুষকে বাড়ি থেকে না বের হওয়ার আর্জি জানান তিনি । এমনকী, কোরোনা নিয়েও সতর্ক করেন ।

কাজের দিক থেকে 'জার্সি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাহিদ । সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে । একটি তেলুগু ছবির রিমেক এটি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত গৃহবন্দী শাহিদও ।

মুম্বই : খুব তাড়াতাড়ি একটি অ্যাকশন ছবিতে দেখা যাবে শাহিদ কাপুরকে । আপকামিং ছবি 'জার্সি'-র পরই অ্যাকশন ছবি নিয়ে কাজ শুরু করবেন তিনি । সম্প্রতি ফ্যানদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এই ইঙ্গিত দেন তিনি নিজেই ।

কোরোনা আতঙ্কের জেরে আজ থেকে গোটা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে । বন্ধ প্রায় সব কাজই । অবশ্য কোরোনা এই দেশে থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয় একাধিক হিন্দি ছবির শুটিং । বন্ধ সিনেমা হলও । যার কারণে পিছিয়ে গিয়েছে একাধিক ছবি মুক্তির তারিখও । এই পরিস্থিতিতে আম জনতার পাশাপাশি ঘরবন্দী তারকারাও । বাদ যাননি শাহিদও । পরিবারের সঙ্গে এখন জমিয়ে সময় কাটাচ্ছেন তিনি । তার মাঝেই ইনস্টাগ্রামে ফ্যানদের করা প্রশ্নের জবাব দেন ।

অ্যাকশন ফিল্ম নিয়ে তাঁর কোনও পরিকল্পনা রয়েছে কি না সেকথা জিজ্ঞাসা করেন একজন । তার উত্তরে শাহিদ লেখেন, "হ্যাঁ 'জার্সি'-র পরই একটি অ্যাকশন ছবিতে কাজ করব ।"

শেষবার 'কবির সিং' ছবিতে দেখা গিয়েছিল শাহিদকে । সেখানে কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি । আবার কবে কিয়ারার সঙ্গে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তা নিয়েও প্রশ্ন করেন একজন । এই উত্তরে শাহিদ বলেন, "যখনই কিয়ারার সময় হবে..."।

এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন শাহিদ । সেখানে লকডাউনের সময় মানুষকে বাড়ি থেকে না বের হওয়ার আর্জি জানান তিনি । এমনকী, কোরোনা নিয়েও সতর্ক করেন ।

কাজের দিক থেকে 'জার্সি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাহিদ । সেখানে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে তাঁকে । একটি তেলুগু ছবির রিমেক এটি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত গৃহবন্দী শাহিদও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.