ETV Bharat / sitara

"শাহরুখ অসহ্য রকমের পজ়েসিভ হয়ে উঠেছিল", বিরক্ত গৌরি - গৌরি খানের খবর

শাহরুখ খান আর গৌরি খানের দাম্পত্য জীবন যে কোনও কাপলের কাছে আদর্শ উদাহরণ । তাঁদের প্রায় তিন দশকের বিবাহিত জীবন । তবে পুরো সময়টা কি রূপকথার মতো হয় ? না বোধহয় । পুরোনো এক সাক্ষাৎকারে গৌরিকে বলতে শোনা গেছিল যে, শাহরুখ অসহ্য রকমের পজ়েসিভ হয়ে ওঠেছিলেন এক সময় । আর সেটা একেবারেই নিতে পারতেন না গৌরি ।

Shah Rukh Khan was too much possessive over Gauri Khan
Shah Rukh Khan was too much possessive over Gauri Khan
author img

By

Published : Mar 26, 2020, 11:45 AM IST

মুম্বই : একটা সম্পর্ক দিনের পর দিন একরকম থাকতে পারে না । ওঠাপড়া লেগেই থাকে । শাহরুখ আর গৌরির ক্ষেত্রেও প্রতিকূলতা এসেছে । তবে সেই সবে পাত্তা না দিয়ে তাঁরা এগিয়ে গেছেন একসঙ্গে আর এখন তো তিন সন্তানের বাবা-মা শাহরুখ আর গৌরি বলিউডের অন্যতম সফল দম্পতি ।

প্রতিকূলতার কথা যখন উঠল, তখন 1997 সালে গৌরির দেওয়া একটি সাক্ষাৎকারের কথা মনে আসে । সিমি গেরওয়ালের সঙ্গে সেই সাক্ষাৎকারে শাহরুখও ছিলেন । গার্লফ্রেন্ড গৌরির সঙ্গে কেমন ব্যবহার করতেন শাহরুখ ? এই প্রশ্নে গৌরি বলেন, "ও অসহ্য রকমের পজ়েসিভ হয়ে গেছিল একটা সময়ে । অসুস্থ হয়ে গেছিল মানসিকভাবে । আমায় সাদা শার্ট অবধি পরতে দিত না, কারণ ওর মনে হত যে ওটা স্বচ্ছ ।"

Shah Rukh Khan was too much possessive over Gauri Khan
দুয়ে মিলে..

সেই সময় শাহরুখ আর গৌরির সম্পর্ক প্রকাশ্যে আসেননি । তাই গৌরিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি । শাহরুখ বলেন, "আমি ওকে জানতাম, কিন্তু আর কেউ তো জানতো না যে, আমি ওকে জানতাম । তাই একটা নিরাপত্তাহীনতায় ভুগতাম আমি । মহিলা হোক বা পুরুষ, আমার মনে হত যে সবাই ওকে দখল করে নেবে । তাই আমি কন্ট্রোল করতে চাইতাম । খুব নিচু মানসিকতার হয়ে গেছিলাম সেই সময়ে ।"

শাহরুখের এই পজ়েসিভনেসকে নিতে পারতেন না গৌরি । তাই বেশ কিছুদিনের জন্য তিনি তাঁকে ছেড়ে দেন । শাহরুখ বুঝতে পারেন, নিজেকে শুধরে নেন । তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি দম্পতিকে ।

মুম্বই : একটা সম্পর্ক দিনের পর দিন একরকম থাকতে পারে না । ওঠাপড়া লেগেই থাকে । শাহরুখ আর গৌরির ক্ষেত্রেও প্রতিকূলতা এসেছে । তবে সেই সবে পাত্তা না দিয়ে তাঁরা এগিয়ে গেছেন একসঙ্গে আর এখন তো তিন সন্তানের বাবা-মা শাহরুখ আর গৌরি বলিউডের অন্যতম সফল দম্পতি ।

প্রতিকূলতার কথা যখন উঠল, তখন 1997 সালে গৌরির দেওয়া একটি সাক্ষাৎকারের কথা মনে আসে । সিমি গেরওয়ালের সঙ্গে সেই সাক্ষাৎকারে শাহরুখও ছিলেন । গার্লফ্রেন্ড গৌরির সঙ্গে কেমন ব্যবহার করতেন শাহরুখ ? এই প্রশ্নে গৌরি বলেন, "ও অসহ্য রকমের পজ়েসিভ হয়ে গেছিল একটা সময়ে । অসুস্থ হয়ে গেছিল মানসিকভাবে । আমায় সাদা শার্ট অবধি পরতে দিত না, কারণ ওর মনে হত যে ওটা স্বচ্ছ ।"

Shah Rukh Khan was too much possessive over Gauri Khan
দুয়ে মিলে..

সেই সময় শাহরুখ আর গৌরির সম্পর্ক প্রকাশ্যে আসেননি । তাই গৌরিকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি । শাহরুখ বলেন, "আমি ওকে জানতাম, কিন্তু আর কেউ তো জানতো না যে, আমি ওকে জানতাম । তাই একটা নিরাপত্তাহীনতায় ভুগতাম আমি । মহিলা হোক বা পুরুষ, আমার মনে হত যে সবাই ওকে দখল করে নেবে । তাই আমি কন্ট্রোল করতে চাইতাম । খুব নিচু মানসিকতার হয়ে গেছিলাম সেই সময়ে ।"

শাহরুখের এই পজ়েসিভনেসকে নিতে পারতেন না গৌরি । তাই বেশ কিছুদিনের জন্য তিনি তাঁকে ছেড়ে দেন । শাহরুখ বুঝতে পারেন, নিজেকে শুধরে নেন । তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি দম্পতিকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.