ETV Bharat / sitara

অপেক্ষার অবসান, জানা গেল শাহরুখের পরবর্তী ফিল্মের নাম - শাহরুখ খানের খবর

সেই 2018-র 'জ়িরো'-র পর কেটে গেছে প্রায় দু'বছর । এর মধ্যে অনেক জল্পনা-কল্পনা হয়েছে শাহরুখের পরবর্তী প্রোজেক্ট নিয়ে । কিন্তু, কোনও আন্দাজই ধোপে টেকেনি । অবশেষে জানা গেল তাঁর পরবর্তী প্রোজেক্টের নাম । পরিচালক আটলির 'সঙ্কি' ছবিতে দেখা যাবে শাহরুখ-দীপিকাকে ।

Shah Rukh khan with deepika padukone
Shah Rukh khan with deepika padukone
author img

By

Published : Sep 12, 2020, 5:56 PM IST

মুম্বই : দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখ খানের জুটি কোনওদিন ফ্লপ হয়নি । সেই 'ওম শান্তি ওম' দিয়ে পথচলা শুরু । তারপর 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'..ছবি দুটি সমালোচিত হলেও বক্স অফিসে দারুণ ফল করে । তাই কি নিজের কামব্যাকের জন্য দীপিকাকেই বেছে নিলেন শাহরুখ ?

শোনা যাচ্ছে তামিল ফিল্ম ডিরেক্টর আটলির 'সঙ্কি' ছবিতে দীপিকার সঙ্গে দেখা যাবে শাহরুখকে । দীপিকার নাকি দারুণ পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা । কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট ফিল্ম হিসেবে সবরকমের মশলা রয়েছে ছবিতে, জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে ।

অনেকদিন ধরেই এমন একটি খবর শোনা যাচ্ছিল । তবে এবার সম্ভবত এটি পাকা খবর । 2021-এর শুরুতে শুটিং শুরু হতে পারে ।

Shah Rukh khan with deepika padukone
বিউটি অ্যান্ড...

'জ়িরো'-র ব্যর্থতার পর শাহরুখ নিজেকে সময় দিতে চেয়েছিলেন । বুঝে শুনে স্ক্রিপ্ট বাছাই করতে চেয়েছিলেন । এদিকে ফ্যানেদের তর সইছিল না । তারা সোশাল মিডিয়ায় দাবি জানাতে থাকেন যে, অবিলম্বে ফিল্মের ঘোষণা করতে হবে ।

তাদের মন কি একটু শান্ত হল ? কিং খান অফিশিয়ালি কিছু না জানালে একটা দোনামনা থেকেই যাবে ।

মুম্বই : দীপিকা পাড়ুকোনের সঙ্গে শাহরুখ খানের জুটি কোনওদিন ফ্লপ হয়নি । সেই 'ওম শান্তি ওম' দিয়ে পথচলা শুরু । তারপর 'চেন্নাই এক্সপ্রেস' এবং 'হ্যাপি নিউ ইয়ার'..ছবি দুটি সমালোচিত হলেও বক্স অফিসে দারুণ ফল করে । তাই কি নিজের কামব্যাকের জন্য দীপিকাকেই বেছে নিলেন শাহরুখ ?

শোনা যাচ্ছে তামিল ফিল্ম ডিরেক্টর আটলির 'সঙ্কি' ছবিতে দীপিকার সঙ্গে দেখা যাবে শাহরুখকে । দীপিকার নাকি দারুণ পছন্দ হয়েছে স্ক্রিপ্টটা । কমার্শিয়াল এন্টারটেইনমেন্ট ফিল্ম হিসেবে সবরকমের মশলা রয়েছে ছবিতে, জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে ।

অনেকদিন ধরেই এমন একটি খবর শোনা যাচ্ছিল । তবে এবার সম্ভবত এটি পাকা খবর । 2021-এর শুরুতে শুটিং শুরু হতে পারে ।

Shah Rukh khan with deepika padukone
বিউটি অ্যান্ড...

'জ়িরো'-র ব্যর্থতার পর শাহরুখ নিজেকে সময় দিতে চেয়েছিলেন । বুঝে শুনে স্ক্রিপ্ট বাছাই করতে চেয়েছিলেন । এদিকে ফ্যানেদের তর সইছিল না । তারা সোশাল মিডিয়ায় দাবি জানাতে থাকেন যে, অবিলম্বে ফিল্মের ঘোষণা করতে হবে ।

তাদের মন কি একটু শান্ত হল ? কিং খান অফিশিয়ালি কিছু না জানালে একটা দোনামনা থেকেই যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.