ETV Bharat / sitara

DDLJ-র 25 বছর, লন্ডনে মূর্তি তৈরি হবে শাহরুখ-কাজলের - কাজলের খবর

আগামীকাল অর্থাৎ 20 অক্টোবর 25 বছর পূর্ণ হবে 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' (DDLJ) ছবির । ছবি না বলে একটা অধ্যায় বলা যায় DDLJ-কে । কোনও ছবিকে নিয়ে যে কী পরিমাণে পাগলামি করা যায়, তার উদাহরণ DDLJ । তবে চমকের আরও বাকি ছিল ! 25 বছরের সেলিব্রেশনে এবার শাহরুখ খান আর কাজলের মূর্তি স্থাপিত হবে লন্ডনে । সেখানে ছবির এক বড় অংশের শুটিং হয়েছে ।

DDLJ Shah Rukh Khan and Kajol statue
DDLJ Shah Rukh Khan and Kajol statue
author img

By

Published : Oct 19, 2020, 1:40 PM IST

মুম্বই : লন্ডনের লেইসেস্টার স্কোয়ার এলাকায় 'সিনস ইন দ্য স্কোয়ার'-এ স্থাপন করা হবে শাহরুখ খান আর কাজলের মূর্তি । কারণ ? কারণ তাঁদের ল্যান্ডমার্ক ছবি DDLJ পুরো 25 বছর পূর্ণ করতে চলেছে আগামীকাল অর্থাৎ 20 অক্টোবর । আর লন্ডনের ওই জায়গায় ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে ।

DDLJ Shah Rukh Khan and Kajol statue
.

লন্ডনের হার্ট অফ বিজ়নেস অ্যালায়েন্সের ডিরেক্টর অফ ডেস্টিনেশন মার্কেটিং মার্ক উইলিয়ামস জানিয়েছেন, "আন্তর্জাতিক সিনেমার এমন দুই তারকাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে দারুণ লাগছে । লন্ডনের লেইসেস্টার স্কোয়ার যে একটা ফিল্ম লোকেশন হতে পারে, সেটা প্রথম দেখিয়েছিল DDLJ । এই মূর্তি ওঁদের কাছে আমাদের শ্রর্দ্ধার্ঘ্য ।"

যশরাজ ফিল্মস থেকে মুক্তি পেয়েছিল DDLJ । প্রযোজনা সংস্থার ভাইস প্রেসিডেন্ট অবতার পানেসর বলেন, "DDLJ এই ইন্ডাস্ট্রির মুখকেই বদলে দিয়েছিল । এই মূর্তি তৈরির উদ্যোগ খুবই ভালো লেগেছে । সিনস অফ স্কোয়ারে এই প্রথম কোনও ভারতীয় ছবি জায়গা করে নিল ।"

DDLJ Shah Rukh Khan and Kajol statue
.

শাহরুখ-কাজলের এই ছবি আজও লোকের মুখে মুখে ফেরে । রাজ-সিমরনের প্রেম শুধু ইন্ডাস্ট্রিকে নতুন ভাষা দিয়েছিল তা নয়, অনেক প্রেমকাহিনিরও জনক তাদের গল্প । ছবির সংলাপ তো আজও বহুচর্চিত ও বহুশ্রুত । জীবনের বিভিন্ন মোড়ে যেন রাজ-সিমরন আমাদের সঙ্গী হয়ে ওঠে, কল্পনা আর বাস্তব মিলেমিশে যায় ।

মুম্বই : লন্ডনের লেইসেস্টার স্কোয়ার এলাকায় 'সিনস ইন দ্য স্কোয়ার'-এ স্থাপন করা হবে শাহরুখ খান আর কাজলের মূর্তি । কারণ ? কারণ তাঁদের ল্যান্ডমার্ক ছবি DDLJ পুরো 25 বছর পূর্ণ করতে চলেছে আগামীকাল অর্থাৎ 20 অক্টোবর । আর লন্ডনের ওই জায়গায় ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে ।

DDLJ Shah Rukh Khan and Kajol statue
.

লন্ডনের হার্ট অফ বিজ়নেস অ্যালায়েন্সের ডিরেক্টর অফ ডেস্টিনেশন মার্কেটিং মার্ক উইলিয়ামস জানিয়েছেন, "আন্তর্জাতিক সিনেমার এমন দুই তারকাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে দারুণ লাগছে । লন্ডনের লেইসেস্টার স্কোয়ার যে একটা ফিল্ম লোকেশন হতে পারে, সেটা প্রথম দেখিয়েছিল DDLJ । এই মূর্তি ওঁদের কাছে আমাদের শ্রর্দ্ধার্ঘ্য ।"

যশরাজ ফিল্মস থেকে মুক্তি পেয়েছিল DDLJ । প্রযোজনা সংস্থার ভাইস প্রেসিডেন্ট অবতার পানেসর বলেন, "DDLJ এই ইন্ডাস্ট্রির মুখকেই বদলে দিয়েছিল । এই মূর্তি তৈরির উদ্যোগ খুবই ভালো লেগেছে । সিনস অফ স্কোয়ারে এই প্রথম কোনও ভারতীয় ছবি জায়গা করে নিল ।"

DDLJ Shah Rukh Khan and Kajol statue
.

শাহরুখ-কাজলের এই ছবি আজও লোকের মুখে মুখে ফেরে । রাজ-সিমরনের প্রেম শুধু ইন্ডাস্ট্রিকে নতুন ভাষা দিয়েছিল তা নয়, অনেক প্রেমকাহিনিরও জনক তাদের গল্প । ছবির সংলাপ তো আজও বহুচর্চিত ও বহুশ্রুত । জীবনের বিভিন্ন মোড়ে যেন রাজ-সিমরন আমাদের সঙ্গী হয়ে ওঠে, কল্পনা আর বাস্তব মিলেমিশে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.