ETV Bharat / sitara

আবু সালেমকেও চমকে দিয়েছিলেন শাহরুখ, ভয় দেখিয়ে লাভ হয়নি বাদশাকে - শাহরুখ খানের খবর

গ্যাংস্টার আবু সালেম একটি প্রস্তাব এনেছিলেন শাহরুখ খানের কাছে । সেই প্রস্তাবে রাজি হওয়া তো দূরের কথা, উলটো আবুকেই কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছিলেন অভিনেতা । এই না হলে বাদশা ?

shah rukh khan scared the gangster
shah rukh khan scared the gangster
author img

By

Published : Nov 2, 2020, 8:52 AM IST

মুম্বই : আজ শাহরুখ খানের জন্মদিন । তাঁর উত্থানের কথা তো প্রায় সবাই জানেন । তবে নেপথ্যে যে কত স্ট্রাগল আছে, কত তিক্ত অভিজ্ঞতা আছে, তার হদিশ নেই বিশেষ কারও কাছে । কারণ শাহরুখ কখনই সেই মুহূর্তগুলোকে বড় করে দেখতে চান না ।

তবে কিছু খবর বাইরে চলেই আসে । ফিল্ম ক্রিটিক ও অ্যানালিস্ট অনুপমা চোপড়ার লেখা 'দ্য কিং অফ বলিউড' বইতে লেখা আছে শাহরুখের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা । গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে ফোনালাপ হয়েছিল শাহরুখের ।

সালেম চেয়েছিলেন যে, তাঁর বন্ধুর তৈরি একটি ছবিতে কাজ করুক শাহরুখ । তবে গ্যাংস্টারের কথায় ভয় পাননি অভিনেতা । তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন এই প্রস্তাব ।

শুধু তাই নয়, অনুপমা লিখেছেন যে শাহরুখ নাকি সালেমকে বলেছিলেন "আমি আপনাকে বলে দিই না কাকে গুলি করবেন । তাই আপনিও আমায় বলবেন না যে কোন ছবিতে অভিনয় করব আমি ।"

এই ঘটনার পর সালেমের হাত থেকে রেহাই পেলেও মনে একটা ভয় তৈরি হয় শাহরুখের । তাঁর জীবন ডিপ্রেসিং ও ভয়াবহ হয়ে ওঠে, লিখেছেন অনুপমা । সেই সময় মুম্বই পুলিশের থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিলেন বাদশাকে ।

মুম্বই : আজ শাহরুখ খানের জন্মদিন । তাঁর উত্থানের কথা তো প্রায় সবাই জানেন । তবে নেপথ্যে যে কত স্ট্রাগল আছে, কত তিক্ত অভিজ্ঞতা আছে, তার হদিশ নেই বিশেষ কারও কাছে । কারণ শাহরুখ কখনই সেই মুহূর্তগুলোকে বড় করে দেখতে চান না ।

তবে কিছু খবর বাইরে চলেই আসে । ফিল্ম ক্রিটিক ও অ্যানালিস্ট অনুপমা চোপড়ার লেখা 'দ্য কিং অফ বলিউড' বইতে লেখা আছে শাহরুখের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা । গ্যাংস্টার আবু সালেমের সঙ্গে ফোনালাপ হয়েছিল শাহরুখের ।

সালেম চেয়েছিলেন যে, তাঁর বন্ধুর তৈরি একটি ছবিতে কাজ করুক শাহরুখ । তবে গ্যাংস্টারের কথায় ভয় পাননি অভিনেতা । তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন এই প্রস্তাব ।

শুধু তাই নয়, অনুপমা লিখেছেন যে শাহরুখ নাকি সালেমকে বলেছিলেন "আমি আপনাকে বলে দিই না কাকে গুলি করবেন । তাই আপনিও আমায় বলবেন না যে কোন ছবিতে অভিনয় করব আমি ।"

এই ঘটনার পর সালেমের হাত থেকে রেহাই পেলেও মনে একটা ভয় তৈরি হয় শাহরুখের । তাঁর জীবন ডিপ্রেসিং ও ভয়াবহ হয়ে ওঠে, লিখেছেন অনুপমা । সেই সময় মুম্বই পুলিশের থেকে নিরাপত্তা দেওয়া হয়েছিলেন বাদশাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.