মুম্বই : কোরোনা পরিস্থিতির কারণে আমাদের জীবন পালটে গেছে, পালটেছে জীবনযাপনের ধরন । প্রায় পঞ্চাশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে থাকার পর এই পরিবর্তনটা "খুব অদ্ভুত" লাগছে শাবানা আজ়মির ।
শাবানা বললেন, "আমি নিখিল আদবানীর একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করছি অ্যামাজ়নের জন্য । ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি সিরিজ়, তবে সেখানেও সবাই PPE সুট পরে কাজ করছে । খুব অদ্ভুত লাগছে । সায়েন্স ফিকশন হলে ব্যাপারটা মানা যেত । তবে ঐতিহাসিক সিরিজ়ে এই পরিবেশ দেখে অবাক লাগছে ।"
এছাড়াও 'হ্যালো' নামে একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করছেন শাবানা । তবে বিষয়টি নিয়ে বেশি কিছু বলার অনুমতি নেই অভিনেত্রীর । কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাবানার 'কালি কুহি' । আর স্বাভাবিকভাবেই প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় ।
অদ্ভুত লাগলেও স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে খুশি শাবানা আজ়মি ।