ETV Bharat / sitara

সুশান্তের মৃত্যুতে CBI তদন্তের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন অলকা প্রিয়া নামে জনৈক মহিলা । তবে মামলার শুনানিতে সেই দাবি খারিজ করল দেশের শীর্ষ আদালত ।

sushant singh rajput cbi invessushant singh rajput cbi investigation gets declinedtigation gets declined
sushant singh rajput cbi investigation gets declined
author img

By

Published : Jul 30, 2020, 6:00 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে CBI-কে তদন্তভার দেওয়ার দাবি তুলেছেন অনেকেই । তবে এবার আশাহত হতে হল তাঁদের সকলকে । কারণ সুশান্ত ইশুতে CBI তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ ববদে IANS-এর মাধ্যমে অলকার আইনজীবী K.B. উপাধ্যায়কে জানান যে, "মুম্বই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । যদি আপনি চান তো মুম্বই হাইকোর্টে যেতে পারেন এবং CBI তদন্তের দাবি জানাতে পারেন ।"

অলকার আইনজীবী পালটা বলেন যে, "মুম্বই পুলিশের তদন্তে অনেক ফাঁক রয়েছে । সুশান্তের শরীরে অনেক ক্ষতচিহ্ন আছে । আর সুশান্ত খুব ভালো মনের মানুষ ছিলেন । কারণ উনি একাধিক সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ।"

sushant singh rajput cbi investigation gets declined
.

এর জবাব হিসেবে ডিভিশন বেঞ্চ উপাধ্যায়কে জানায় যে, সুশান্ত ভালো ছিলেন নাকি খারাপ ছিলেন, সেটা এখানে ম্যাটার করছে না । এটা আইনগত অধিকারের প্রশ্ন ।

বুধবার সন্ধেবেলাই বিষয়টা নিয়ে একটি বৈঠক করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী । মিটিংয়ের পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, "মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে । তাই তদন্তের ভার তাদের হাত থেকে CBI-কে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না ।"

স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে মন ভেঙেছে সুশান্তের অগণিত অনুরাগীর ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে CBI-কে তদন্তভার দেওয়ার দাবি তুলেছেন অনেকেই । তবে এবার আশাহত হতে হল তাঁদের সকলকে । কারণ সুশান্ত ইশুতে CBI তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ।

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ ববদে IANS-এর মাধ্যমে অলকার আইনজীবী K.B. উপাধ্যায়কে জানান যে, "মুম্বই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে । যদি আপনি চান তো মুম্বই হাইকোর্টে যেতে পারেন এবং CBI তদন্তের দাবি জানাতে পারেন ।"

অলকার আইনজীবী পালটা বলেন যে, "মুম্বই পুলিশের তদন্তে অনেক ফাঁক রয়েছে । সুশান্তের শরীরে অনেক ক্ষতচিহ্ন আছে । আর সুশান্ত খুব ভালো মনের মানুষ ছিলেন । কারণ উনি একাধিক সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ।"

sushant singh rajput cbi investigation gets declined
.

এর জবাব হিসেবে ডিভিশন বেঞ্চ উপাধ্যায়কে জানায় যে, সুশান্ত ভালো ছিলেন নাকি খারাপ ছিলেন, সেটা এখানে ম্যাটার করছে না । এটা আইনগত অধিকারের প্রশ্ন ।

বুধবার সন্ধেবেলাই বিষয়টা নিয়ে একটি বৈঠক করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী । মিটিংয়ের পর তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, "মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে । তাই তদন্তের ভার তাদের হাত থেকে CBI-কে দেওয়ার কোনও প্রশ্নই উঠছে না ।"

স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে মন ভেঙেছে সুশান্তের অগণিত অনুরাগীর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.