ETV Bharat / sitara

'হ্যাপি বার্থডে চ্যাম্প', সুশান্তকে নিয়ে আবেগপ্রবণ শাশ্বত - শাশ্বত চট্টোপাধ্যায়ের খবর

আজ সুশান্ত সিং রাজপুতের জন্মবার্ষিকী । জন্মদিন না বলে জন্মবার্ষিকী বলতে আজ অনেকেরই কষ্ট হচ্ছে । বিশেষ করে যাঁরা সুশান্তের সঙ্গে কাজ করেছেন, তাঁরা খুবই আবেগপ্রবণ হয়ে রয়েছেন আজ । ঠিক যেমন শাশ্বত ।

saswata chatterjee remembers Sushant singh rajput
saswata chatterjee remembers Sushant singh rajput
author img

By

Published : Jan 21, 2021, 1:12 PM IST

কলকাতা : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করাটা যেন ভাগ্যে লেখা ছিল শাশ্বতর । নাহলে সুশান্তের শেষ কাজে কলকাতা থেকে মুম্বই উড়ে গিয়ে অভিনয় করবেন কেন শাশ্বত ! কি কাকতালীয় ব্যাপার না...

মুকেশ ছাবরা পরিচালিত 'দিল বেচারা' ছবিতে সুশান্ত সিং রাজপুতের অভিনয় করেছেন শাশ্বত । আজ রাজপুতের জন্মবার্ষিকীতে একসঙ্গে কাটানো সময়টা মনে করলেন অভিনেতা ।

'দিল বেচারা' ছবির বেশ কয়েকটি স্টিল ছবি শেয়ার করে শাশ্বত লিখেছেন, "হ্যাপি বার্থডে চ্যাম্প, 'দিল বেচারা' করার সময় তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সারা জীবন উপভোগ করব আমি ।"

'দিল বেচারা'-তে শাশ্বত আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শক । ক্যানসার আক্রান্ত মেয়ের বাঙালি বাবা-মা হিসেবে তাঁদের অভিনয় ছিল রিলেট করার মতো । আর সুশান্ত তো সবাইকে কাঁদিয়ে গেছেন এই ছবির মাধ্যমে, ঠিক যেমন বাস্তব জীবনেও কাঁদিয়ে যাচ্ছেন তিনি ।

কলকাতা : সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করাটা যেন ভাগ্যে লেখা ছিল শাশ্বতর । নাহলে সুশান্তের শেষ কাজে কলকাতা থেকে মুম্বই উড়ে গিয়ে অভিনয় করবেন কেন শাশ্বত ! কি কাকতালীয় ব্যাপার না...

মুকেশ ছাবরা পরিচালিত 'দিল বেচারা' ছবিতে সুশান্ত সিং রাজপুতের অভিনয় করেছেন শাশ্বত । আজ রাজপুতের জন্মবার্ষিকীতে একসঙ্গে কাটানো সময়টা মনে করলেন অভিনেতা ।

'দিল বেচারা' ছবির বেশ কয়েকটি স্টিল ছবি শেয়ার করে শাশ্বত লিখেছেন, "হ্যাপি বার্থডে চ্যাম্প, 'দিল বেচারা' করার সময় তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো সারা জীবন উপভোগ করব আমি ।"

'দিল বেচারা'-তে শাশ্বত আর স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় বেশ পছন্দ করেছিলেন দর্শক । ক্যানসার আক্রান্ত মেয়ের বাঙালি বাবা-মা হিসেবে তাঁদের অভিনয় ছিল রিলেট করার মতো । আর সুশান্ত তো সবাইকে কাঁদিয়ে গেছেন এই ছবির মাধ্যমে, ঠিক যেমন বাস্তব জীবনেও কাঁদিয়ে যাচ্ছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.