ETV Bharat / sitara

সারার কবিতা শুনে বিরক্ত অক্ষয় ! - Sara travel vlogger at Taj Mahal

সারার কবিতা শুনেই বিরক্ত হয়ে যান অক্ষয় । মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি ।

asd
sd
author img

By

Published : Dec 22, 2020, 1:14 PM IST

দিল্লি : আপকামিং ছবি 'অতরঙ্গী রে'-র শুটিংয়ের জন্য এই মুহূর্তে আগ্রায় রয়েছেন সারা আলি খান । আর সেখানে একজন ট্র্যাভেল ভ্লগারের চরিত্রে দেখা গেল তাঁকে । ভার্চুয়াল মাধ্যমে তাজমহলের সামনে দাঁড়িয়ে দর্শকদের জন্য শাহজাহান ও মুমতাজ়ের প্রেম কাহিনি বর্ণনা করলেন তিনি । আর সেই সময় তাঁর মুখে কবিতা শুনে বিরক্ত হয়ে যান অক্ষয় কুমার ।

'অতরঙ্গী রে' ছবিতে সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অক্ষয়কে । এদিকে শুটিংয়ের জন্য তাজমহলের সামনে পৌঁছেই ভিডিয়ো করা শুরু করে দেন সারা । প্রথমেই দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহজাহানের । আসলে এই ছবিতে মুঘল সম্রাট শাহজাহানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে । আর তাই বড় পরদার শাহজাহানের সঙ্গেই সবার পরিচয় করিয়ে দেন সারা । তাও আবার কবিতার মাধ্যমে ।

কিন্তু, তাঁর সেই কবিতা শুনেই বিরক্ত হয়ে যান অক্ষয় । মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি । তবে সারার চেষ্টার প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে ।

গতকালই ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অক্ষয় । সেখানে শাহজাহানের বেশে হাতে গোলাপ নিয়ে নাচতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও অন্ধকার থাকায় তাঁর মুখ পরিষ্কারভাবে দেখা যায়নি ।

এরপর ওই বেশেই তাঁর একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন সারা । সেখানে অবশ্য পরিষ্কারভাবে দেখা গিয়েছে তাঁর লুক ।

ছবিতে অক্ষয় ও সারা ছাড়াও দেখা যাবে দক্ষিণী অভিনেতা ধনুষকে । এছাড়াও থাকবেন নিমরত কৌর সহ আরও অনেকে । সব ঠিক থাকলে আনন্দ এল রাই পরিচালিত এই ছবি মুক্তি পেতে পারে 2021-এর ফেব্রুয়ারিতে ।

দিল্লি : আপকামিং ছবি 'অতরঙ্গী রে'-র শুটিংয়ের জন্য এই মুহূর্তে আগ্রায় রয়েছেন সারা আলি খান । আর সেখানে একজন ট্র্যাভেল ভ্লগারের চরিত্রে দেখা গেল তাঁকে । ভার্চুয়াল মাধ্যমে তাজমহলের সামনে দাঁড়িয়ে দর্শকদের জন্য শাহজাহান ও মুমতাজ়ের প্রেম কাহিনি বর্ণনা করলেন তিনি । আর সেই সময় তাঁর মুখে কবিতা শুনে বিরক্ত হয়ে যান অক্ষয় কুমার ।

'অতরঙ্গী রে' ছবিতে সারার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অক্ষয়কে । এদিকে শুটিংয়ের জন্য তাজমহলের সামনে পৌঁছেই ভিডিয়ো করা শুরু করে দেন সারা । প্রথমেই দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহজাহানের । আসলে এই ছবিতে মুঘল সম্রাট শাহজাহানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কে । আর তাই বড় পরদার শাহজাহানের সঙ্গেই সবার পরিচয় করিয়ে দেন সারা । তাও আবার কবিতার মাধ্যমে ।

কিন্তু, তাঁর সেই কবিতা শুনেই বিরক্ত হয়ে যান অক্ষয় । মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি । তবে সারার চেষ্টার প্রশংসা করতে দেখা গিয়েছে তাঁকে ।

গতকালই ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অক্ষয় । সেখানে শাহজাহানের বেশে হাতে গোলাপ নিয়ে নাচতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও অন্ধকার থাকায় তাঁর মুখ পরিষ্কারভাবে দেখা যায়নি ।

এরপর ওই বেশেই তাঁর একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন সারা । সেখানে অবশ্য পরিষ্কারভাবে দেখা গিয়েছে তাঁর লুক ।

ছবিতে অক্ষয় ও সারা ছাড়াও দেখা যাবে দক্ষিণী অভিনেতা ধনুষকে । এছাড়াও থাকবেন নিমরত কৌর সহ আরও অনেকে । সব ঠিক থাকলে আনন্দ এল রাই পরিচালিত এই ছবি মুক্তি পেতে পারে 2021-এর ফেব্রুয়ারিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.