ETV Bharat / sitara

লকডাউনে ফিরে আসছে পুরোনো স্মৃতি - সারা আলি খানের খবর

লকডাউনে বারবার স্মৃতির সরণিতে পা বাড়াচ্ছেন সারা আলি খান । আজ থেকে ঠিক চার বছর আগে গ্র্যাজুয়েশনের দিনটিকে মনে করলেন অভিনেত্রী ।

sara ali khan graduation
sara ali khan graduation
author img

By

Published : May 19, 2020, 4:59 PM IST

মুম্বই : আজ থেকে ঠিক চার বছর আগে এই দিনেই গ্র্যাজুয়েট হয়েছিলেন সারা আলি খান । পুরোনো স্মৃতিকে আরও একবার সেলিব্রেট করলেন অভিনেত্রী ।

কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন সারা । বিশেষ দিনটির দু'টো ছবি শেয়ার করেছেন তিনি ।

ক্যাপশনে লিখেছেন, "19 মে 2016..কখনও মনে হয় মুহূর্তটা এক মিনিট আগের, তারপরেই মনে হয় এটা গত জন্মের কথা ।"

কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে ফেরার পরই বলিউডে পা রাখেন সারা । মা অমৃতা সিং আর বাবা সইফ আলি খানের দেখানো পথ অনুসরণ করেন ।

2018 সালে অভিষেক কাপুরের 'কেদারনাথ' ছবির মাধ্যমে ডেবিউ হয় সারার । প্রথম ছবিতেই বেশ জনপ্রিয়তা পান তিনি । তবে সারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাভ আজ কাল' বেশ সমালোচনার মুখোমুখি হয় । সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন অভিনেত্রী ।

মুম্বই : আজ থেকে ঠিক চার বছর আগে এই দিনেই গ্র্যাজুয়েট হয়েছিলেন সারা আলি খান । পুরোনো স্মৃতিকে আরও একবার সেলিব্রেট করলেন অভিনেত্রী ।

কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করেন সারা । বিশেষ দিনটির দু'টো ছবি শেয়ার করেছেন তিনি ।

ক্যাপশনে লিখেছেন, "19 মে 2016..কখনও মনে হয় মুহূর্তটা এক মিনিট আগের, তারপরেই মনে হয় এটা গত জন্মের কথা ।"

কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়ে ফেরার পরই বলিউডে পা রাখেন সারা । মা অমৃতা সিং আর বাবা সইফ আলি খানের দেখানো পথ অনুসরণ করেন ।

2018 সালে অভিষেক কাপুরের 'কেদারনাথ' ছবির মাধ্যমে ডেবিউ হয় সারার । প্রথম ছবিতেই বেশ জনপ্রিয়তা পান তিনি । তবে সারার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'লাভ আজ কাল' বেশ সমালোচনার মুখোমুখি হয় । সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.