মুম্বই : শৈশবের ঝুলি থেকে এক না দেখা ছবি শেয়ার করলেন সারা আলি খান । মা অমৃতা সিং আর ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে আবিরে রাঙা সারা ।
ছোটোবেলার স্মৃতি বেশ রোমাঞ্চিত করে সারাকে । তাঁর ছোটোবেলাটা একটা গুপ্তধনের ভাণ্ডার যেন । কত যে সুন্দর স্মৃতি লুকিয়ে সেখানে, তার ইয়ত্তা নেই । তাই মাঝেমধ্যেই সেই সব স্মৃতি হাঁতড়ে থ্রোব্যাক ছবি শেয়ার করেন সারা ।
এই ছবিতে মা আর ভাইয়ের সঙ্গে সারার বন্ডিং স্পষ্ট । আবির মেখে চুটিয়ে মজা করেছেন তাঁরা । ক্যাপশনে আবার সারা একটি মজার কবিতাও লিখেছেন । দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন সারা এই মিষ্টি ছবি দেখে । কেউ লিখেছেন, "কি মিষ্টি ছবি !" তো কেউ আবার লিখেছেন, "ও মাই গড, দুর্মূল্য ছবি !"
কয়েকদিন আগে বাবা সইফ আলি খানের উদ্দেশে একটি আবেগপ্রবণ পোস্ট লিখেছিলেন সারা । তিনি লিখেছিলেন যে, "শান্তির আর এক নাম আব্বা" । আর আজ তিনি বুঝিয়ে দিলেন যে মা অমৃতাও তাঁর কাছে কতটা মূল্যবান ।