ETV Bharat / sitara

লকডাউনে স্ক্রিপ্ট পড়তে ব্যস্ত সঞ্জয় দত্ত - lockdown

লকডাউনের মধ্যে বাড়িতে একাই রয়েছেন সঞ্জয় দত্ত । এই সময় নিজেকে বেশি সময় দিচ্ছেন তিনি । আর এই মুহূর্তে বেশ কয়েকটি ভালো স্ক্রিপ্ট রয়েছে তাঁর হাতে । এই সময় সেগুলোও পড়ছেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : May 21, 2020, 9:59 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে বাড়িতে একাই রয়েছেন সঞ্জয় দত্ত । তাঁর স্ত্রী ও সন্তানরা রয়েছেন দুবাইতে । তবে এখন নিজেকে অনেকটা সময় দিচ্ছেন সঞ্জয় । যতটা পারছেন নিজেকে তৈরি করছেন । যদিও লকডাউনের মধ্যে কাজ থেকে পুরোপুরি ছুটি নেননি তিনি । এই সময় বাড়িতে বসে একাধিক স্ক্রিপ্ট পড়ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা ।

শেষবার 'পানিপথ' ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় । এরপর 'সাদাক 2' ছবিতেও কাজ করেন তিনি । তবে ছবি তৈরি হয়ে গেলেও লকডাউনের জেরে এখনও মুক্তি পায়নি 'সাদাক 2'।

এদিকে লকডাউনের মধ্যে একা বাড়িতে থাকলেও স্ক্রিপ্ট পড়ছেন বলে IANS-কে জানান সঞ্জয় । বলেন, "এই সময় আমার কাছে বেশ কয়েকটা ভালো স্ক্রিপ্ট রয়েছে । এখন সেগুলো পড়ছি । লকডাউনের জেরে পিছিয়ে যাচ্ছে শুটিং ও ছবি মুক্তির তারিখ । বেশ কয়েকটি কাজ শুরু হওয়ার কথা রয়েছে । তবে এগুলো নিয়ে এখনই কোনও কথা বলতে পারব না । একবার তারিখ ঠিক হয়ে গেলে তারপরই এই নিয়ে মন্তব্য করতে পারব ।"

সারাবছর কাজের চাপে বিশ্রাম নেওয়ার সময় পান না কেউই । আর এই সময় হাতে কোনও কাজ নেই । তাই এই সময়টাকেই বিশ্রাম নেওয়ার আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছেন সঞ্জয় । বলেন, "যখন আমরা সেটের মধ্যে থাকি তখন সারাক্ষণ কাজ করতে হয় । মনে হয় যেন একটু বিশ্রাম পেলে ভালো হত । আমার মনে হয় নিজের বিকাশ ও বিশ্রামের জন্য এটা আদর্শ সময় । সন্তানদের সঙ্গে ভিডিয়ো কলে কথা হয় । তাদের দেখলে আরও খুশি হয়ে যাচ্ছি । এছাড়া পরবর্তী ছবির চরিত্রর জন্যও এখন নিজেকে প্রস্তুত করছি ।"

তবে কোরোনার বিরুদ্ধে লড়াই করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন সঞ্জয় । বলেন, "এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজের সাধ্যমতো অসহায়দের সাহায্য করতে হবে । জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের পাশে থাকতে হবে । তাঁদের সম্মান করতে হবে । কারণ এই পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়েও পরিষেবা দিয়ে চলেছেন তাঁরা ।"

মুম্বই : লকডাউনের মধ্যে বাড়িতে একাই রয়েছেন সঞ্জয় দত্ত । তাঁর স্ত্রী ও সন্তানরা রয়েছেন দুবাইতে । তবে এখন নিজেকে অনেকটা সময় দিচ্ছেন সঞ্জয় । যতটা পারছেন নিজেকে তৈরি করছেন । যদিও লকডাউনের মধ্যে কাজ থেকে পুরোপুরি ছুটি নেননি তিনি । এই সময় বাড়িতে বসে একাধিক স্ক্রিপ্ট পড়ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা ।

শেষবার 'পানিপথ' ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় । এরপর 'সাদাক 2' ছবিতেও কাজ করেন তিনি । তবে ছবি তৈরি হয়ে গেলেও লকডাউনের জেরে এখনও মুক্তি পায়নি 'সাদাক 2'।

এদিকে লকডাউনের মধ্যে একা বাড়িতে থাকলেও স্ক্রিপ্ট পড়ছেন বলে IANS-কে জানান সঞ্জয় । বলেন, "এই সময় আমার কাছে বেশ কয়েকটা ভালো স্ক্রিপ্ট রয়েছে । এখন সেগুলো পড়ছি । লকডাউনের জেরে পিছিয়ে যাচ্ছে শুটিং ও ছবি মুক্তির তারিখ । বেশ কয়েকটি কাজ শুরু হওয়ার কথা রয়েছে । তবে এগুলো নিয়ে এখনই কোনও কথা বলতে পারব না । একবার তারিখ ঠিক হয়ে গেলে তারপরই এই নিয়ে মন্তব্য করতে পারব ।"

সারাবছর কাজের চাপে বিশ্রাম নেওয়ার সময় পান না কেউই । আর এই সময় হাতে কোনও কাজ নেই । তাই এই সময়টাকেই বিশ্রাম নেওয়ার আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছেন সঞ্জয় । বলেন, "যখন আমরা সেটের মধ্যে থাকি তখন সারাক্ষণ কাজ করতে হয় । মনে হয় যেন একটু বিশ্রাম পেলে ভালো হত । আমার মনে হয় নিজের বিকাশ ও বিশ্রামের জন্য এটা আদর্শ সময় । সন্তানদের সঙ্গে ভিডিয়ো কলে কথা হয় । তাদের দেখলে আরও খুশি হয়ে যাচ্ছি । এছাড়া পরবর্তী ছবির চরিত্রর জন্যও এখন নিজেকে প্রস্তুত করছি ।"

তবে কোরোনার বিরুদ্ধে লড়াই করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করেন সঞ্জয় । বলেন, "এই কঠিন পরিস্থিতির মধ্যে নিজের সাধ্যমতো অসহায়দের সাহায্য করতে হবে । জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের পাশে থাকতে হবে । তাঁদের সম্মান করতে হবে । কারণ এই পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়েও পরিষেবা দিয়ে চলেছেন তাঁরা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.