ETV Bharat / sitara

পা দিয়ে সলমনের ছবি আঁকলেন বিশেষভাবে সক্ষম ভক্ত - physically abled

গতকাল সলমন খান ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন । যেখানে দেখা যাচ্ছে বিশেষভাবে সক্ষম একজন ভক্ত পা দিয়ে ভাইজানের ছবি আঁকছেন ।

পা দিয়ে সলমনের ছবি আঁকলেন বিশেষভাবে সক্ষম ভক্ত
author img

By

Published : Jul 17, 2019, 1:06 PM IST

মুম্বই : বলিউডের 'দাবাং' অভিনেতা ভক্তদের জন্য সবসময়ই কিছু না কিছু করে থাকেন । অন্যদিকে, ভক্তরাও তাঁকে খুশি করার জন্য অনেক কিছু করে থাকেন । গতকাল এমনই এক স্পেশাল ভক্তের দেওয়া উপহারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ভাইজান ।

সলমন খান ইনস্টাগ্রামে তাঁর একজন বিশেষভাবে সক্ষম ভক্তের ভিডিয়ো পোস্ট করেছেন । ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই ভক্ত নিজের পা দিয়ে ভাইজানের ছবি আঁকছেন । ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে চলছে সলমনের ছবি 'হ্যালো ব্রাদার'-র 'তেরি চুনরিয়া' গানটি ।

ভিডিয়ো পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, "ভগবান ভালো করুক... প্রার্থনা আর অনেক ভালোবাসা!!!"

সলমন সোশাল মিডিয়ায় তাঁর জীবনের সঙ্গে জড়িত অনেক ঘটনার ভিডিয়ো শেয়ার করে থাকেন । বর্তমানে কাজের কথা বলতে গেলে, সলমন এখন 'দাবাং ৩'-র শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন । এরপর সঞ্জয় লীলা বনসালির 'ইনশাল্লাহ'-তে আলিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : বলিউডের 'দাবাং' অভিনেতা ভক্তদের জন্য সবসময়ই কিছু না কিছু করে থাকেন । অন্যদিকে, ভক্তরাও তাঁকে খুশি করার জন্য অনেক কিছু করে থাকেন । গতকাল এমনই এক স্পেশাল ভক্তের দেওয়া উপহারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ভাইজান ।

সলমন খান ইনস্টাগ্রামে তাঁর একজন বিশেষভাবে সক্ষম ভক্তের ভিডিয়ো পোস্ট করেছেন । ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, ওই ভক্ত নিজের পা দিয়ে ভাইজানের ছবি আঁকছেন । ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে চলছে সলমনের ছবি 'হ্যালো ব্রাদার'-র 'তেরি চুনরিয়া' গানটি ।

ভিডিয়ো পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, "ভগবান ভালো করুক... প্রার্থনা আর অনেক ভালোবাসা!!!"

সলমন সোশাল মিডিয়ায় তাঁর জীবনের সঙ্গে জড়িত অনেক ঘটনার ভিডিয়ো শেয়ার করে থাকেন । বর্তমানে কাজের কথা বলতে গেলে, সলমন এখন 'দাবাং ৩'-র শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন । এরপর সঞ্জয় লীলা বনসালির 'ইনশাল্লাহ'-তে আলিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে ।

Intro:Body:

Salman Khan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.