ETV Bharat / sitara

ছাপা হয়ে গেছিল বিয়ের কার্ড, তবুও পিছিয়ে আসেন সলমন - সলমন খানের খবর

1999 সালে নাকি বিয়ের ঠিক হয়েছিল সলমন খানের । কার্ডও ছাপা হয়ে গেছিল । তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান সল্লু মিঞাঁ ।

salman khan wedding news
salman khan wedding news
author img

By

Published : Apr 24, 2020, 9:00 PM IST

মুম্বই : সলমন খান বিয়ে করবেন কবে ? এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন । তবে তাঁর বিয়ে নাকি ঠিক হয়ে গেছিল । ছাপা হয়ে গেছিল বিয়ের কার্ডও । তবে শেষ মুহূর্তে বেঁকে বসেন সলমন ।

সলমনের পুরোনো বন্ধু সাজিদ নাদিয়াওয়ালা এক টেলিভিশন শোয়ে এসে এই খবর জানান । তিনি জানান যে, সলমন তাঁর বাবা সেলিম খানের জন্মদিন অর্থাৎ 24 নভেম্বরই বিয়ে করতে চেয়েছিলেন ।

সাজিদও সেই দিনই বিয়ের সিদ্ধান্ত নেন । দুই বন্ধু একসঙ্গে বিয়ের পিঁড়িতে উঠবেন, এমনই ছিল পরিকল্পনা । তবে বিয়ের পাঁচ-ছ'দিন আগে মন বদলে যায় সলমনের । তিনি পিছিয়ে আসেন ।

salman khan wedding news
ছবি সৌজন্য়ে ইউটিউব

তারপর আর সলমনের বিয়ের খবর শোনা যায়নি সেভাবে । তবে তাঁর একাধিক সম্পর্কের কথা জানা গেছে । কখনও ঐশ্বরিয়া, কখনও ক্যাটরিনার সঙ্গে জড়িয়েছে নাম ।

আপাতত সলমনের সঙ্গে রোমানিয়ান অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের নাম জড়িয়েছে । তিনি নাকি সলমনের সঙ্গে তাঁর পানভেল ফার্মহাউজ়েই রয়েছেন, খবর এমনই ।

মুম্বই : সলমন খান বিয়ে করবেন কবে ? এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন । তবে তাঁর বিয়ে নাকি ঠিক হয়ে গেছিল । ছাপা হয়ে গেছিল বিয়ের কার্ডও । তবে শেষ মুহূর্তে বেঁকে বসেন সলমন ।

সলমনের পুরোনো বন্ধু সাজিদ নাদিয়াওয়ালা এক টেলিভিশন শোয়ে এসে এই খবর জানান । তিনি জানান যে, সলমন তাঁর বাবা সেলিম খানের জন্মদিন অর্থাৎ 24 নভেম্বরই বিয়ে করতে চেয়েছিলেন ।

সাজিদও সেই দিনই বিয়ের সিদ্ধান্ত নেন । দুই বন্ধু একসঙ্গে বিয়ের পিঁড়িতে উঠবেন, এমনই ছিল পরিকল্পনা । তবে বিয়ের পাঁচ-ছ'দিন আগে মন বদলে যায় সলমনের । তিনি পিছিয়ে আসেন ।

salman khan wedding news
ছবি সৌজন্য়ে ইউটিউব

তারপর আর সলমনের বিয়ের খবর শোনা যায়নি সেভাবে । তবে তাঁর একাধিক সম্পর্কের কথা জানা গেছে । কখনও ঐশ্বরিয়া, কখনও ক্যাটরিনার সঙ্গে জড়িয়েছে নাম ।

আপাতত সলমনের সঙ্গে রোমানিয়ান অভিনেত্রী ইউলিয়া ভন্তুরের নাম জড়িয়েছে । তিনি নাকি সলমনের সঙ্গে তাঁর পানভেল ফার্মহাউজ়েই রয়েছেন, খবর এমনই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.