ETV Bharat / sitara

অসহায় মানুষদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিলেন সলমান - lockdown

লকডাউনের মধ্যে অসহায় মানুষদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিলেন সলমান খান । গাড়িতে রেশন সামগ্রী তোলার একটি ভিডিয়ো সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি ।

dfss
fsd
author img

By

Published : May 4, 2020, 9:37 AM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় একাধিক তহবিলে অনুদান দিয়েছেন । এই কঠিন সময় ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের পাশে দাঁড়িয়েছেন । তবে সেখানেই থেমে থাকেননি । এখনও নিজের সাধ্য মতো অনুদান দিয়ে চলেছেন সলমান খান খান । সম্প্রতি অসহায় মানুষদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিলেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সলমান । যেখানে একটি লাইনে দাঁড়িয়ে রয়েছেন সলমানের পরিবারের সদস্যরা সহ ইউলিয়া ভান্তুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ় । গুদাম থেকে রেশন সামগ্রী বের করে তা সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ির মধ্যে । এভাবে গোরুর গাড়ি সহ একাধিক গাড়িতে বোঝাই করা হয় রেশন সামগ্রী । তারপর সেগুলি পৌঁছে দেওয়া হয় অসহায় মানুষদের কাছে ।

ভিডিয়োর ক্যাপশনে সলমান লেখেন, "এই অনুদানের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ"।

বেশ কিছুদিন আগে টুইটারে তিনি একটি ক্যাম্পেন শুরু করেছিলেন সলমান । 'অন্নদান' চ্যালেঞ্জ নিতে বলেছিলেন সবাইকে । এই চ্যালেঞ্জের মাধ্যমে কোনও না কোনও উপায় অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন সবাই । তার অংশ হিসেবেই এবার এই অনুদান দিলেন সলমান ।

এখন আপাতত পরিবারের সঙ্গে পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান । লকডাউন জারির আগেই সেখানে গিয়েছিলেন তাঁরা । কয়েকদিনের মধ্যে সেখান থেকে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের । কিন্তু, লকডাউন জারি হওয়ায় আর মুম্বইয়ের বাড়িতে ফিরতে পারেননি । এই মুহূর্তে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সলমান । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করছেন তিনি । এমনকী, ওই ফার্মহাউজ় থেকেই ফ্যানদের কোরোনা নিয়ে সতর্কও করেন ।

এই কঠিন পরিস্থিতির মধ্যে সবচেয়ে সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । সবার আগে তাঁদের পাশে দাঁড়ান সলমান । তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন তিনি ।

মুম্বই : কোরোনা মোকাবিলায় একাধিক তহবিলে অনুদান দিয়েছেন । এই কঠিন সময় ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নদের পাশে দাঁড়িয়েছেন । তবে সেখানেই থেমে থাকেননি । এখনও নিজের সাধ্য মতো অনুদান দিয়ে চলেছেন সলমান খান খান । সম্প্রতি অসহায় মানুষদের কাছে রেশন সামগ্রী পৌঁছে দিলেন তিনি ।

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সলমান । যেখানে একটি লাইনে দাঁড়িয়ে রয়েছেন সলমানের পরিবারের সদস্যরা সহ ইউলিয়া ভান্তুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ় । গুদাম থেকে রেশন সামগ্রী বের করে তা সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ির মধ্যে । এভাবে গোরুর গাড়ি সহ একাধিক গাড়িতে বোঝাই করা হয় রেশন সামগ্রী । তারপর সেগুলি পৌঁছে দেওয়া হয় অসহায় মানুষদের কাছে ।

ভিডিয়োর ক্যাপশনে সলমান লেখেন, "এই অনুদানের জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ"।

বেশ কিছুদিন আগে টুইটারে তিনি একটি ক্যাম্পেন শুরু করেছিলেন সলমান । 'অন্নদান' চ্যালেঞ্জ নিতে বলেছিলেন সবাইকে । এই চ্যালেঞ্জের মাধ্যমে কোনও না কোনও উপায় অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন সবাই । তার অংশ হিসেবেই এবার এই অনুদান দিলেন সলমান ।

এখন আপাতত পরিবারের সঙ্গে পানভেল ফার্মহাউজ়ে রয়েছেন সলমান । লকডাউন জারির আগেই সেখানে গিয়েছিলেন তাঁরা । কয়েকদিনের মধ্যে সেখান থেকে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের । কিন্তু, লকডাউন জারি হওয়ায় আর মুম্বইয়ের বাড়িতে ফিরতে পারেননি । এই মুহূর্তে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সলমান । প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি বা ভিডিয়ো পোস্ট করছেন তিনি । এমনকী, ওই ফার্মহাউজ় থেকেই ফ্যানদের কোরোনা নিয়ে সতর্কও করেন ।

এই কঠিন পরিস্থিতির মধ্যে সবচেয়ে সমস্যায় পড়েছেন ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়নরা । সবার আগে তাঁদের পাশে দাঁড়ান সলমান । তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.