মুম্বই : সলমন খানের জনপ্রিয়তা প্রশ্নাতীত । ইনস্টাগ্রাম বা টুইটারে নিজের প্রাইভেট লাইফের যে টুকটাক ঝলক তিনি দেন, সেটাই ভাইরাল হয়ে যায় । আসে লক্ষ লক্ষ কমেন্ট, অসংখ্য লাইক । তবুও তাঁকে নিয়ে কৌতুহলের শেষ নেই ফ্যানেদের । তাদের কথা ভেবেই এবার ইউটিউব চ্যানেল লঞ্চ করতে চলেছেন সলমন ।
IANS সূত্রে জানা যাচ্ছে যে, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সলমন তাঁর ব্য়ক্তিগত জীবনের ঝলক আরও বেশি করে শেয়ার করবেন অনুরাগীদের কাছে । তাদের আরও কাছাকাছি পৌঁছতেই সলমনের এই উদ্যোগ ।
আপাতত কোরোনা মোকাবিলায় নিজের সামর্থ্যের মধ্যে যা যা করা প্রয়োজন সবটা করছেন সলমন । অনুদান দিয়েই থেমে থাকেননি । নিয়েছেন 25 হাজার দিনমজুরের ভার । তাদের অ্যাকাউন্টে পোঁছে দেওয়া হচ্ছে টাকা ।
তাছাড়া বহু দুস্থ অসহায় মানুষের কাছে প্রতিদিনের খাবার পৌঁছে দিচ্ছেন সলমন । তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা শ্রমিকদের দিকেও ।
সোশাল মিডিয়ার মাধ্যমেও চলছে সতর্কতা জারী...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">