মুম্বই : অবসর পেলে হাতে রং-তুলি তুলে নেন সলমন খান । কখনও শুধুমাত্র চারকোল হাতেই শুরু করে দেন আঁকা । সলমনের এহেন প্যাশনই এবার জায়গা করে নেবে প্রদর্শনীর প্রাতিষ্ঠানিক গ্যালারিতে ।
এই খবর শেয়ার করে উচ্ছ্বসিত সলমন । তবে একটু অস্বস্তিতেও রয়েছেন তিনি । কেন ? অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা, ভি.এস. গাইতোণ্ডে, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজের মতো বিখ্যাত চিত্রকরের পাশে জায়গা করে নিচ্ছে তাঁর আঁকা । একটু তো অস্বস্তি হবেই !
সলমন লিখেছেন, "অস্বস্তিতে রয়েছি, তবে সঙ্গে ভালোলাগাও আছে, উচ্ছ্বাসের শেষ নেই আমার । রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকু, ভি.এস.গাইতোণ্ডের মতো গ্রেট চিত্রকরদের সঙ্গে আমার আঁকা ছবি দেখানো হবে । আমায় এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ ।"
-
Awkward embarrassed n yet delighted, honoured, privileged n over the moon to display my work amongst such great artist n legends like Raja Ravi Varma, Abanindranath Tagore, & VS Gaitonde. In all humility, thank u for the honour!@gitanjalimaini@googlearts @agpworld #AGPWorld https://t.co/0pQjNYGrE5
— Salman Khan (@BeingSalmanKhan) February 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Awkward embarrassed n yet delighted, honoured, privileged n over the moon to display my work amongst such great artist n legends like Raja Ravi Varma, Abanindranath Tagore, & VS Gaitonde. In all humility, thank u for the honour!@gitanjalimaini@googlearts @agpworld #AGPWorld https://t.co/0pQjNYGrE5
— Salman Khan (@BeingSalmanKhan) February 26, 2021Awkward embarrassed n yet delighted, honoured, privileged n over the moon to display my work amongst such great artist n legends like Raja Ravi Varma, Abanindranath Tagore, & VS Gaitonde. In all humility, thank u for the honour!@gitanjalimaini@googlearts @agpworld #AGPWorld https://t.co/0pQjNYGrE5
— Salman Khan (@BeingSalmanKhan) February 26, 2021
এর আগে নিজের আঁকা ছবি নিলামে তুলে দুস্থ মানুষের সেবায় দান করেছেন সলমন । এই প্রদর্শনী থেকেও তাঁর ছবি কেনা যাবে । মোটা অঙ্কের সেই বিক্রয়মূল্য সমাজসেবাতেই দান করার ইচ্ছে আছে সলমনের ।
'দ্য মাস্টার্স অ্যান্ড দ্য মডার্ন' নামের চিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছে বেঙ্গালুরুতে । চলবে 10 মার্চ পর্যন্ত ।