ETV Bharat / sitara

অবনীন্দ্রনাথ-নন্দলালের সঙ্গে এক সারিতে সলমনের আঁকা ছবি, অস্বস্তিতে অভিনেতা - সলমন খানের খবর

অভিনয়ের পাশাপাশি ছবি আঁকাতেও বেশ পারদর্শী সলমন খান । ফাঁকা সময়ে ছবি এঁকে আনন্দ পান তিনি । এবার প্রদর্শনীতে জায়গা করে নেবে সলমনের আঁকা ছবি । অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রাজা রবি বর্মার মতো বিখ্যাত চিত্রকরদের পাশে থাকবে ভাইজানের শিল্পকর্ম ।

Salman Khan with abanindranath thakur
Salman Khan with abanindranath thakur
author img

By

Published : Feb 27, 2021, 3:23 PM IST

মুম্বই : অবসর পেলে হাতে রং-তুলি তুলে নেন সলমন খান । কখনও শুধুমাত্র চারকোল হাতেই শুরু করে দেন আঁকা । সলমনের এহেন প্যাশনই এবার জায়গা করে নেবে প্রদর্শনীর প্রাতিষ্ঠানিক গ্যালারিতে ।

এই খবর শেয়ার করে উচ্ছ্বসিত সলমন । তবে একটু অস্বস্তিতেও রয়েছেন তিনি । কেন ? অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা, ভি.এস. গাইতোণ্ডে, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজের মতো বিখ্যাত চিত্রকরের পাশে জায়গা করে নিচ্ছে তাঁর আঁকা । একটু তো অস্বস্তি হবেই !

সলমন লিখেছেন, "অস্বস্তিতে রয়েছি, তবে সঙ্গে ভালোলাগাও আছে, উচ্ছ্বাসের শেষ নেই আমার । রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকু, ভি.এস.গাইতোণ্ডের মতো গ্রেট চিত্রকরদের সঙ্গে আমার আঁকা ছবি দেখানো হবে । আমায় এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ ।"

এর আগে নিজের আঁকা ছবি নিলামে তুলে দুস্থ মানুষের সেবায় দান করেছেন সলমন । এই প্রদর্শনী থেকেও তাঁর ছবি কেনা যাবে । মোটা অঙ্কের সেই বিক্রয়মূল্য সমাজসেবাতেই দান করার ইচ্ছে আছে সলমনের ।

'দ্য মাস্টার্স অ্যান্ড দ্য মডার্ন' নামের চিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছে বেঙ্গালুরুতে । চলবে 10 মার্চ পর্যন্ত ।

মুম্বই : অবসর পেলে হাতে রং-তুলি তুলে নেন সলমন খান । কখনও শুধুমাত্র চারকোল হাতেই শুরু করে দেন আঁকা । সলমনের এহেন প্যাশনই এবার জায়গা করে নেবে প্রদর্শনীর প্রাতিষ্ঠানিক গ্যালারিতে ।

এই খবর শেয়ার করে উচ্ছ্বসিত সলমন । তবে একটু অস্বস্তিতেও রয়েছেন তিনি । কেন ? অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা, ভি.এস. গাইতোণ্ডে, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজের মতো বিখ্যাত চিত্রকরের পাশে জায়গা করে নিচ্ছে তাঁর আঁকা । একটু তো অস্বস্তি হবেই !

সলমন লিখেছেন, "অস্বস্তিতে রয়েছি, তবে সঙ্গে ভালোলাগাও আছে, উচ্ছ্বাসের শেষ নেই আমার । রাজা রবি বর্মা, অবনীন্দ্রনাথ ঠাকু, ভি.এস.গাইতোণ্ডের মতো গ্রেট চিত্রকরদের সঙ্গে আমার আঁকা ছবি দেখানো হবে । আমায় এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ ।"

এর আগে নিজের আঁকা ছবি নিলামে তুলে দুস্থ মানুষের সেবায় দান করেছেন সলমন । এই প্রদর্শনী থেকেও তাঁর ছবি কেনা যাবে । মোটা অঙ্কের সেই বিক্রয়মূল্য সমাজসেবাতেই দান করার ইচ্ছে আছে সলমনের ।

'দ্য মাস্টার্স অ্যান্ড দ্য মডার্ন' নামের চিত্র প্রদর্শনীর আয়োজন হয়েছে বেঙ্গালুরুতে । চলবে 10 মার্চ পর্যন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.