ETV Bharat / sitara

নিউ নর্মালে কীভাবে চলছে 'রাধে'-র শুটিং ? - Radhe set amidst new normal

অবশেষে কোরোনা পরিস্থিতির মধ্যেই 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং শুরু করলেন সলমান খান । সব বিধিনিষেধ মেনে, সুরক্ষার কথা মাথায় রেখেই চলছে শুটিং ।

asd
asd
author img

By

Published : Oct 9, 2020, 7:21 PM IST

Updated : Oct 9, 2020, 7:33 PM IST

মুম্বই : অবশেষে কোরোনা পরিস্থিতির মধ্যেই 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং শুরু করলেন সলমান খান । সব বিধিনিষেধ মেনেই শুটিং করতে দেখা গেল তাঁদের ।

শুটিংয়ের সময় ক্যামেরার পিছনে থাকা মুহূর্তের একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে এই ছবির নির্মাতাদের তরফে । আর সেই ভিডিয়ো সলমান খান ফিল্মসের পেজে পোস্ট করা হয় । সেখানে সলমান, দিশা পাটানি ছাড়াও দেখা গিয়েছে ছবির অন্য কলাকুশলীদের ।

দেশে কোরোনা থাবা বসানোর আগেই শুরু হয়েছিল শুটিং । কিন্তু, লকডাউনের জেরে পরে শুটিং বন্ধ করে দেওয়া হয় । এখন লকডাউন শিথিল হওয়ার পর ধীরে ধীরে শুরু হয়েছে একাধিক ছবির শুটিং । তাই নিউ নর্মালকে সঙ্গী করে শুটিং শুরু করেছেন সলমানও ।

ভিডিয়োতে অভিনেতাদের পাশাপাশি সেটের মধ্যে থাকা বাকিদেরও মাস্ক পরতে দেখা গিয়েছে । এছাড়া শুটিং ফ্লোরও স্যানিটাইজ়ের সঙ্গে সবার থার্মাল স্ক্রিনিং করা হয় ।

এই ছবিতে দিশা ও সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জ্যাকি শ্রফকে । ভিডিয়োতে ভয়েস ওভার দিয়েছেন তিনি । পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে । পাশাপাশি টিম কীভাবে কাজ করছে, কী কী বিধিনিষেধ মেনে চলা হচ্ছে সবই ভিডিয়োতে জানান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একটি গানের দৃশ্যের শুটিং করছেন সলমান ও দিশা । এই ভিডিয়োতেও সেই গানের কিছু ঝলক তুলে ধরা হয়েছে । তবে ছয় মাস বাড়িতে বসে থাকার পর সব স্বাভাবিক হতে কিছুটা সময় তো লাগবেই । একই সমস্যায় ভুগছেন ভাইজানও । তাই ভিডিয়োর শেষে কোরিওগ্রাফারকে তিনি বলেন, "সময় লাগবে ভাই, ছয় মাস পর এসেছি ।" ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা ।

মুম্বই : অবশেষে কোরোনা পরিস্থিতির মধ্যেই 'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং শুরু করলেন সলমান খান । সব বিধিনিষেধ মেনেই শুটিং করতে দেখা গেল তাঁদের ।

শুটিংয়ের সময় ক্যামেরার পিছনে থাকা মুহূর্তের একটি ভিডিয়ো তৈরি করা হয়েছে এই ছবির নির্মাতাদের তরফে । আর সেই ভিডিয়ো সলমান খান ফিল্মসের পেজে পোস্ট করা হয় । সেখানে সলমান, দিশা পাটানি ছাড়াও দেখা গিয়েছে ছবির অন্য কলাকুশলীদের ।

দেশে কোরোনা থাবা বসানোর আগেই শুরু হয়েছিল শুটিং । কিন্তু, লকডাউনের জেরে পরে শুটিং বন্ধ করে দেওয়া হয় । এখন লকডাউন শিথিল হওয়ার পর ধীরে ধীরে শুরু হয়েছে একাধিক ছবির শুটিং । তাই নিউ নর্মালকে সঙ্গী করে শুটিং শুরু করেছেন সলমানও ।

ভিডিয়োতে অভিনেতাদের পাশাপাশি সেটের মধ্যে থাকা বাকিদেরও মাস্ক পরতে দেখা গিয়েছে । এছাড়া শুটিং ফ্লোরও স্যানিটাইজ়ের সঙ্গে সবার থার্মাল স্ক্রিনিং করা হয় ।

এই ছবিতে দিশা ও সলমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জ্যাকি শ্রফকে । ভিডিয়োতে ভয়েস ওভার দিয়েছেন তিনি । পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে । পাশাপাশি টিম কীভাবে কাজ করছে, কী কী বিধিনিষেধ মেনে চলা হচ্ছে সবই ভিডিয়োতে জানান তিনি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

একটি গানের দৃশ্যের শুটিং করছেন সলমান ও দিশা । এই ভিডিয়োতেও সেই গানের কিছু ঝলক তুলে ধরা হয়েছে । তবে ছয় মাস বাড়িতে বসে থাকার পর সব স্বাভাবিক হতে কিছুটা সময় তো লাগবেই । একই সমস্যায় ভুগছেন ভাইজানও । তাই ভিডিয়োর শেষে কোরিওগ্রাফারকে তিনি বলেন, "সময় লাগবে ভাই, ছয় মাস পর এসেছি ।" ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা ।

Last Updated : Oct 9, 2020, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.