ETV Bharat / sitara

সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন সলমন, 'হিপোক্রিট' বলে আক্রমণ নেটিজেনদের - সলমন খানের খবর

সাধারণতন্ত্র দিবসে সবাইকে একজোট হয়ে থাকার পরামর্শ দিলেন সলমন খান । তবে তাঁর বিরুদ্ধে এতদিন ধরে ওঠা অভিযোগের তালিকা দিয়ে সমালোচনায় মাতলেন নেটিজেনরা ।

salman khan on republic day
salman khan on republic day
author img

By

Published : Jan 26, 2021, 5:59 PM IST

মুম্বই : সাধারণতন্ত্র দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন সলমন খান । তিনি তাঁর সমস্ত ছবিতেই সেই বার্তা দিয়ে থাকেন । তবে ভাইজানের এই মেসেজ খুব একটা ভালোভাবে নিলেন না নিলেন না নেটিজেনরা ।

সলমন লিখেছেন, "সবাইকে শুভ সাধারণতন্ত্র দিবস । পাবলিকের সঙ্গে মিলেমিশে থাক । সবাই একজোট হয়ে থাক । ভালোবাসা, দয়া আর আনন্দ নিয়ে একে অপরের পাশে দাঁড়াও । জয় হিন্দ ।"

সলমনের এই পোস্টের পর তাঁকে ট্রোল করা শুরু করেন নেটিজেনরা । 'হিপোক্রিট'-এর তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তালিকা দিতে থাকেন অনেকে । কেউ কেউ আবার সলমনের অভিনয় নিয়েও কটাক্ষ করেন ।

তবে সলমন অনুরাগীরা তাঁর এই বার্তাকে সমর্থন করেছেন । একজন তো লিখেছেন, "ভারত স্বাধীন হওয়ার পর সবথেকে ভালো ব্যাপার হল আপনার মতো এক মেগাস্টারের জন্ম ।"

দেখে নিন ভাইজানের পোস্ট...

  • Happy Republic Day to all. Public ke saath mill jull ke raho , reunite , repay with love affection kindness n rejoice . Jai Hind!

    — Salman Khan (@BeingSalmanKhan) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সাধারণতন্ত্র দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছিলেন সলমন খান । তিনি তাঁর সমস্ত ছবিতেই সেই বার্তা দিয়ে থাকেন । তবে ভাইজানের এই মেসেজ খুব একটা ভালোভাবে নিলেন না নিলেন না নেটিজেনরা ।

সলমন লিখেছেন, "সবাইকে শুভ সাধারণতন্ত্র দিবস । পাবলিকের সঙ্গে মিলেমিশে থাক । সবাই একজোট হয়ে থাক । ভালোবাসা, দয়া আর আনন্দ নিয়ে একে অপরের পাশে দাঁড়াও । জয় হিন্দ ।"

সলমনের এই পোস্টের পর তাঁকে ট্রোল করা শুরু করেন নেটিজেনরা । 'হিপোক্রিট'-এর তকমা দিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের তালিকা দিতে থাকেন অনেকে । কেউ কেউ আবার সলমনের অভিনয় নিয়েও কটাক্ষ করেন ।

তবে সলমন অনুরাগীরা তাঁর এই বার্তাকে সমর্থন করেছেন । একজন তো লিখেছেন, "ভারত স্বাধীন হওয়ার পর সবথেকে ভালো ব্যাপার হল আপনার মতো এক মেগাস্টারের জন্ম ।"

দেখে নিন ভাইজানের পোস্ট...

  • Happy Republic Day to all. Public ke saath mill jull ke raho , reunite , repay with love affection kindness n rejoice . Jai Hind!

    — Salman Khan (@BeingSalmanKhan) January 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.