ETV Bharat / sitara

ইট্যালির জন্য প্রার্থনা সইফ-করিনার - সইফ আলি খান

কোরোনা ভাইরাসের প্রভাব ইট্যালিতে যথেষ্ট বেশি । এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 হাজার 400 । যা নিয়ে চিন্তিত করিনা ও সইফ । ইট্যালিবাসীর জন্য প্রার্থনা করে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন করিনা ।

dfg
dfg
author img

By

Published : Mar 23, 2020, 10:20 PM IST

মুম্বই : কোরোনা ভাইরাস অনেক আগেই থাবা বসিয়েছে ইট্যালিতে । এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 হাজার 400 । লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনায় আক্রান্তর সংখ্যাটাও । যা নিয়ে রীতিমতো চিন্তিত সইফ আলি খান ও করিনা কাপুর খান । খুব তাড়াতাড়ি যাতে ইট্যালির পরিস্থিতি স্বাভাবিক হয় তার জন্য প্রার্থনা করেছেন তাঁরা ।

এক সময় সইফের সঙ্গে ইট্যালিতে ঘুরতে যান করিনা । সেখানে ঘুরতে যাওয়ার পুরোনো একটি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি । ক্যাপশনে লেখেন, "ইট্যালি অনেক ভালোবাসা...ইট্যালিবাসীর জন্য প্রার্থনা করছি ।"

সম্প্রতি, কোরোনা ভাইরাসকে চাইনিজ় ভাইরাস বলে উল্লেখ করেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বর্তমানে চিনে মৃতের সংখ্যা কমলেও বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ নভেল কোরোনা ভাইরাসে বিশ্বে সর্বাধিক আক্রান্তের সংখ্যায় প্রথম স্থানে চিন ৷ তারপরই রয়েছে ইট্যালি, ইরান ও স্পেন ৷

ইট্যালির বর্তমান পরিস্থিতি দেখার পরই এই পোস্ট করেন করিনা । তবে সইফ-করিনার এই পোস্ট দেখে চমকে গিয়েছিলেন নেটিজ়েনদের অনেকেই । ভেবেছিলেন হয়তো রোমে ঘুরতে গিয়েছেন এই তারকা দম্পতি । তাই কেউ লেখেন, "কোরোনা থেকে সাবধান । তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন ও ঘরেই থাকুন... ঘুরে বেড়াবেন না..." আবার কেউ লেখেন, "দয়া করে সেখান থেকে কোরোনাকে সঙ্গে করে নিয়ে আসবেন না..."

যদিও নেটিজ়েনদের এই ধারণা একেবারেই ভুল । কোথাও ঘুরতে যাননি সইফ ও করিনা । এখন নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । সেখান থেকেই কোয়ারেন্টাইনে থাকার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ।

কাজের দিক থেকে 'লাল সিং চাড্ডা'-র শুটিং করছিলেন করিনা । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত ঘরেই রয়েছেন তিনি । শুটিং কবে শুরু হবে তা অবশ্য পরিস্থিতির উপর নির্ভর করছে ।

মুম্বই : কোরোনা ভাইরাস অনেক আগেই থাবা বসিয়েছে ইট্যালিতে । এখনও পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 হাজার 400 । লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনায় আক্রান্তর সংখ্যাটাও । যা নিয়ে রীতিমতো চিন্তিত সইফ আলি খান ও করিনা কাপুর খান । খুব তাড়াতাড়ি যাতে ইট্যালির পরিস্থিতি স্বাভাবিক হয় তার জন্য প্রার্থনা করেছেন তাঁরা ।

এক সময় সইফের সঙ্গে ইট্যালিতে ঘুরতে যান করিনা । সেখানে ঘুরতে যাওয়ার পুরোনো একটি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি । ক্যাপশনে লেখেন, "ইট্যালি অনেক ভালোবাসা...ইট্যালিবাসীর জন্য প্রার্থনা করছি ।"

সম্প্রতি, কোরোনা ভাইরাসকে চাইনিজ় ভাইরাস বলে উল্লেখ করেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ বর্তমানে চিনে মৃতের সংখ্যা কমলেও বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ৷ নভেল কোরোনা ভাইরাসে বিশ্বে সর্বাধিক আক্রান্তের সংখ্যায় প্রথম স্থানে চিন ৷ তারপরই রয়েছে ইট্যালি, ইরান ও স্পেন ৷

ইট্যালির বর্তমান পরিস্থিতি দেখার পরই এই পোস্ট করেন করিনা । তবে সইফ-করিনার এই পোস্ট দেখে চমকে গিয়েছিলেন নেটিজ়েনদের অনেকেই । ভেবেছিলেন হয়তো রোমে ঘুরতে গিয়েছেন এই তারকা দম্পতি । তাই কেউ লেখেন, "কোরোনা থেকে সাবধান । তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন ও ঘরেই থাকুন... ঘুরে বেড়াবেন না..." আবার কেউ লেখেন, "দয়া করে সেখান থেকে কোরোনাকে সঙ্গে করে নিয়ে আসবেন না..."

যদিও নেটিজ়েনদের এই ধারণা একেবারেই ভুল । কোথাও ঘুরতে যাননি সইফ ও করিনা । এখন নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা । সেখান থেকেই কোয়ারেন্টাইনে থাকার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন ।

কাজের দিক থেকে 'লাল সিং চাড্ডা'-র শুটিং করছিলেন করিনা । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় আপাতত ঘরেই রয়েছেন তিনি । শুটিং কবে শুরু হবে তা অবশ্য পরিস্থিতির উপর নির্ভর করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.