ETV Bharat / sitara

পতৌদি প্যালেসকে উদ্ধার করতে কঠিন পরিশ্রম করেছিলেন সইফ

পতৌদি প্যালেসকে ফেরাতে কঠিন পরিশ্রম করতে হয়েছিল সইফ আলি খানকে । শুনে হয়তো মনে হবে যে, উত্তরাধিকার সূত্রে এমনি এমনিই সম্পত্তি পেয়ে গেছেন সইফ । তবে আদতে সেটা নয় । সইফকে অর্জন করতে হয়েছিল এই প্যালেস ।

author img

By

Published : Oct 18, 2020, 3:09 PM IST

Saif Ali Khan hard earned money
Saif Ali Khan hard earned money

মুম্বই : হরিয়ানার গুরগাঁও জেলায় অবস্থিত পতৌদি প্যালেস আভিজাত্যের উপযুক্ত উদাহরণ । পর্যটকদের অন্যতম বড় আকর্ষণ হল এই প্যালেস । তবে অনেকেই জানেন না যে, এই সম্পত্তিকে নিজের যোগ্যতায় অর্জন করেছিলেন সইফ আলি খান ।

বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর ওই প্যালেসকে নিজের টাকায় কিনতে হয়েছিল সইফকে । কারণ প্যালেসটির কোনও উত্তরাধিকার ছিল না । একটি হোটেল চেনকে ভাড়ায় দেওয়া ছিল পতৌদি প্যালেস । সেখান থেকে পুরো সম্পত্তিকে নিজের নামে করেন সইফ । কীভাবে ? একটু একটু করে টাকা জমিয়ে, লাগাতার কাজ করে ।

Saif Ali Khan hard earned money
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

দশ একরের উপর ছড়ানো এই প্যালেসে রয়েছে 150 টি ঘর । তার মধ্যে সাতটি বেডরুম, সাতটি ড্রেসিং রুম, বিশাল সব ড্রয়িং রুম আর ডায়নিং রুম রয়েছে । শোনা যায়, পুরো সম্পত্তির আর্থিক পরিমাণ নাকি 800 কোটির কাছাকাছি ।

'ইট প্রে লাভ', 'মঙ্গল পান্ডে','গান্ধি : মাই ফাদার', 'বীর-জ়ারা'-র মতো সব বিখ্যাত ছবির শুটিং হয়েছে পতৌদি প্যালেসে ।

মুম্বই : হরিয়ানার গুরগাঁও জেলায় অবস্থিত পতৌদি প্যালেস আভিজাত্যের উপযুক্ত উদাহরণ । পর্যটকদের অন্যতম বড় আকর্ষণ হল এই প্যালেস । তবে অনেকেই জানেন না যে, এই সম্পত্তিকে নিজের যোগ্যতায় অর্জন করেছিলেন সইফ আলি খান ।

বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর ওই প্যালেসকে নিজের টাকায় কিনতে হয়েছিল সইফকে । কারণ প্যালেসটির কোনও উত্তরাধিকার ছিল না । একটি হোটেল চেনকে ভাড়ায় দেওয়া ছিল পতৌদি প্যালেস । সেখান থেকে পুরো সম্পত্তিকে নিজের নামে করেন সইফ । কীভাবে ? একটু একটু করে টাকা জমিয়ে, লাগাতার কাজ করে ।

Saif Ali Khan hard earned money
ছবি সৌজন্যে সোশাল মিডিয়া

দশ একরের উপর ছড়ানো এই প্যালেসে রয়েছে 150 টি ঘর । তার মধ্যে সাতটি বেডরুম, সাতটি ড্রেসিং রুম, বিশাল সব ড্রয়িং রুম আর ডায়নিং রুম রয়েছে । শোনা যায়, পুরো সম্পত্তির আর্থিক পরিমাণ নাকি 800 কোটির কাছাকাছি ।

'ইট প্রে লাভ', 'মঙ্গল পান্ডে','গান্ধি : মাই ফাদার', 'বীর-জ়ারা'-র মতো সব বিখ্যাত ছবির শুটিং হয়েছে পতৌদি প্যালেসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.