ETV Bharat / sitara

কাজ থেকে ছুটি নিলেন সইফ, ব্যাপারটা কী ? - সইফ আলি খানের সন্তান

প্রথম সন্তানের জন্মের আগে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি । আর এবার চতুর্থ সন্তান হওয়ার আগে একই কাজ করছেন সইফ আলি খান । এই সময় স্ত্রী করিনা কাপুর খানের পাশে থাকতে চান সইফ ।

Saif Ali Khan paternity break
Saif Ali Khan paternity break
author img

By

Published : Feb 9, 2021, 3:09 PM IST

মুম্বই : বিশেষ মুহূর্তের আর বেশি দেরি নেই । থুব তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর খান । সময়টা খুব স্পেশাল সইফ আলি খানের কাছেও । তাই কাজ থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেতা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সইফ বলেন, "বাড়িতে নতুন অতিথি আসছে, এই সময় কে কাজ করবে ? নিজের ছেলেমেয়ের বেড়ে ওঠা দেখতে না পেলে আর কী করলে ! আর আমি কাজ থেকে সাময়িক বিরতি নিতে পারি । সেই সুযোগটা আমার রয়েছে । তাহলে কেন নেব না ?"

প্রতিদিন 9-5টা ডিউটি করতে হয় না সইফকে, সেজন্য কাজ থেকে ছুটি নেওয়া খুব সহজ তাঁর কাছে । জানালেন নিজেই ।

আরও পড়ুন : 9 মাস গর্ভাবস্থাতেও চনমনে করিনা

সম্প্রতি 'ভূত পুলিশ'-এর শুটিং শেষ করেছেন সইফ । এছাড়াও প্রভাসের সঙ্গে 'আদিপুরুষ' ছবির শুটিং শুরু করেছেন তিনি । কিন্তু, এখন সবকিছু স্থগিত থাকবে । শোনা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই সন্তানের জন্ম দেবেন করিনা । তারপর যা হবার দেখা যাবে ।

মুম্বই : বিশেষ মুহূর্তের আর বেশি দেরি নেই । থুব তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর খান । সময়টা খুব স্পেশাল সইফ আলি খানের কাছেও । তাই কাজ থেকে সাময়িক বিরতি নিলেন অভিনেতা ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সইফ বলেন, "বাড়িতে নতুন অতিথি আসছে, এই সময় কে কাজ করবে ? নিজের ছেলেমেয়ের বেড়ে ওঠা দেখতে না পেলে আর কী করলে ! আর আমি কাজ থেকে সাময়িক বিরতি নিতে পারি । সেই সুযোগটা আমার রয়েছে । তাহলে কেন নেব না ?"

প্রতিদিন 9-5টা ডিউটি করতে হয় না সইফকে, সেজন্য কাজ থেকে ছুটি নেওয়া খুব সহজ তাঁর কাছে । জানালেন নিজেই ।

আরও পড়ুন : 9 মাস গর্ভাবস্থাতেও চনমনে করিনা

সম্প্রতি 'ভূত পুলিশ'-এর শুটিং শেষ করেছেন সইফ । এছাড়াও প্রভাসের সঙ্গে 'আদিপুরুষ' ছবির শুটিং শুরু করেছেন তিনি । কিন্তু, এখন সবকিছু স্থগিত থাকবে । শোনা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসেই সন্তানের জন্ম দেবেন করিনা । তারপর যা হবার দেখা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.