মুম্বই : স্টারকিড হওয়া সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে যাত্রাটা খুব একটা সহজ ছিল না সইফ আলি খানের । নেপোটিজ়মের শিকার হতে হয়েছিল তাঁকেও । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানান তিনি । এদিকে এই বক্তব্যের পরই নেটিজ়েনদের কটাক্ষের মুখে পড়েন অভিনেতা । সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হন তিনি ।
নেপোটিজ়ম নিয়ে সইফ বলেন, "নেপোটিজ়ম, ফেবারিটিজ়ম বা দলাদলি এই ব্যাপারটা একেবারে আলাদা । আমিও নেপোটিজ়মের শিকার হয়েছি...আমি কারও নাম নিচ্ছি না । কিন্তু, একজনের বাবা ফোন করে আমাতে একটি ছবিতে নিতে বারণ করেছিলেন । আর এটা আমার সঙ্গেই হয়েছে ।"
এদিকে সইফের এই বক্তব্য মোটেই ভালোভাবে নেননি নেটিজ়েনরা । তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে তৈরি করা হয়েছে মিম ।
একজন লেখেন, "সইফ আলি খান : আমিও নেপোটিজ়মের শিকার হয়েছি । মিম : এটা কি একটা জোক ?"
আবার একজন লেখেন, "সইফ আলি খান আপনাকে অনেক শুভেচ্ছা ! আপনি অনন্যা পান্ডে ইনস্টিটিউট অফ স্ট্রাগেল থেকে স্নাতক হয়েছেন ।"
আরও একজন লেখেন, "দেশে এখন যে বিষয়গুলি চলছে...সানি লিওনি ভার্জিন, কেজরিওয়াল সেরা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধি, নাগরিকদের হত্যা করেছে CRPF, সোনম কাপুরে ট্যালেন্ট রয়েছে, নেপোটিজ়মের শিকার হলেন সইফ আলি খান, অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত ।"
আরও পড়ুন : "আমিও নেপোটিজ়মের শিকার..", অকপট সইফ
অন্য এক ইউজ়ার লেখেন, "আমার মনে হয় সইফ আলি খান নেপোটিজ়মের মানে জানতেন না । দয়া করে তাঁকে কেউ মানেটা বলে দিন ।"
বলিউডে নেপোটিজ়ম বিতর্ক নতুন কিছু নয় । এর আগেও এই বিষয় নিয়ে মন্তব্য করেছেন বহু তারকা । যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে ওঠে এই বিতর্ক । নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করতে শুরু করেন অনেকেই । সামনে আসে বিভিন্ন অজানা বিষয় । সুশান্ত ঘনিষ্ঠদের দাবি, নেপোটিজ়মের জেরেই ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি । সেখান থেকেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের পথ বেছে নেন সুশান্ত ।