ETV Bharat / sitara

ফের বড় পরদায় আসছে 'সিঙ্ঘম' - সিঙ্ঘম

'সিঙ্ঘম 3'-এর কাজ শুরু করতে চলছেন রোহিত শেট্টি । 'সূর্যবংশী'-র পর এটাই তাঁর পরবর্তী ছবি । মুখ্য চরিত্রে দেখা যাবে অজয় দেবগনকে ।

ংমন
মংন
author img

By

Published : Feb 19, 2020, 12:50 PM IST

মুম্বই : ফের বড় পরদায় আসতে চলেছে 'সিঙ্ঘম3'। আরও একবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে । পরিচালনায় রোহিত শেট্টি ।

2011 সালে মুক্তি পেয়েছিল 'সিঙ্ঘম'। ছবিতে বাজিরাও সিঙ্ঘমের চরিত্রে অভিনয় করেছিলেন অজয় । এরপর 2014 সালে মুক্তি পায় 'সিঙ্ঘম রিটার্নস'। সেখানেই পুলিশ কর্মীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে ।

এখন 'সূর্যবংশী' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন রোহিত । সেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ,অভিমন্যু সিং ও জ্যাকি শ্রফ । 27 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'সূর্যবংশী'-তে অক্ষয়ের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল রোহিতকে । তার উত্তরে তিনি বলেন, "এই ছবিতে পুলিশের চরিত্রে কাউকে দেখা যাবে না । কারণ এর পরই খুব তাড়াতাড়ি একটি ছবি করতে হবে আমাকে । সেটা হল 'সিঙ্ঘম' যেখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অজয়কে । 'সিঙ্ঘম' আমার পরবর্তী ছবি ।"

সফল কমার্শিয়াল পরিচালকদের মধ্যে রোহিত অন্যতম । তাহলেও শুক্রবার আসলেই বেশ ভয় ভয় থাকেন তিনি । এ প্রসঙ্গে বলেন, "শুক্রবার যখন আমার ছবিগুলি মুক্তি পায় তখন বেশ ভয় লাগে । দর্শকরা আমার কাছ থেকে কী চান সব সময় সেটাই চিন্তা করি আমি । আমার মনে হয় সবার এই ছবি ভালো লাগবে ।"

এই ছবিগুলি ছাড়াও ফারা খান পরিচালিত 'সত্তে পে সত্তা' ছবি প্রযোজনা করবেন রোহিত । এই ছবি সম্পর্কে তিনি বলেন, "আসল ছবির থেকে রিমেক একেবারেই আলাদা । আমরা এখনও তার উপরে কাজ করছি । ফারা এখনও স্ক্রিপ্ট লিখছে ।"

মুম্বই : ফের বড় পরদায় আসতে চলেছে 'সিঙ্ঘম3'। আরও একবার পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে । পরিচালনায় রোহিত শেট্টি ।

2011 সালে মুক্তি পেয়েছিল 'সিঙ্ঘম'। ছবিতে বাজিরাও সিঙ্ঘমের চরিত্রে অভিনয় করেছিলেন অজয় । এরপর 2014 সালে মুক্তি পায় 'সিঙ্ঘম রিটার্নস'। সেখানেই পুলিশ কর্মীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে ।

এখন 'সূর্যবংশী' ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন রোহিত । সেখানে মুখ্য চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ,অভিমন্যু সিং ও জ্যাকি শ্রফ । 27 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে 'সূর্যবংশী'-তে অক্ষয়ের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল রোহিতকে । তার উত্তরে তিনি বলেন, "এই ছবিতে পুলিশের চরিত্রে কাউকে দেখা যাবে না । কারণ এর পরই খুব তাড়াতাড়ি একটি ছবি করতে হবে আমাকে । সেটা হল 'সিঙ্ঘম' যেখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অজয়কে । 'সিঙ্ঘম' আমার পরবর্তী ছবি ।"

সফল কমার্শিয়াল পরিচালকদের মধ্যে রোহিত অন্যতম । তাহলেও শুক্রবার আসলেই বেশ ভয় ভয় থাকেন তিনি । এ প্রসঙ্গে বলেন, "শুক্রবার যখন আমার ছবিগুলি মুক্তি পায় তখন বেশ ভয় লাগে । দর্শকরা আমার কাছ থেকে কী চান সব সময় সেটাই চিন্তা করি আমি । আমার মনে হয় সবার এই ছবি ভালো লাগবে ।"

এই ছবিগুলি ছাড়াও ফারা খান পরিচালিত 'সত্তে পে সত্তা' ছবি প্রযোজনা করবেন রোহিত । এই ছবি সম্পর্কে তিনি বলেন, "আসল ছবির থেকে রিমেক একেবারেই আলাদা । আমরা এখনও তার উপরে কাজ করছি । ফারা এখনও স্ক্রিপ্ট লিখছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.