মুম্বই : একটা মুখ্যমন্ত্রীকে যে কোনও মানুষ প্রশ্ন করতেই পারে। কিন্তু, কোনও মরা মানুষকে নিয়ে এই মন্তব্য উচিত নয়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখকে নিয়ে মন্ত্রী পীযূষ গোয়েলের করা মন্তব্যের উত্তরে এমনই টুইট করেছেন রিতেশ।
২০১২ সালে মারা যান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ। তিনি অভিনেতা রিতেশ দেশমুখের বাবা। পীযূষের মন্তব্য়ের পালটা রিতেশ টুইটে লেখেন, "মাননীয় মন্ত্রী, এটা সত্যি যে আমি তাজ/ওবেরয় হোটেলে গেছিলাম, কিন্তু এটা অসত্য যে শুটিং বা বম্বিং চলাকালীন সেখানে গেছিলাম, যেটা আপনি দাবি করেছেন। এটা সত্যি যে আমি আমার বাবার সঙ্গে গেছিলাম, কিন্তু এটা মিথ্যে যে আমার বাবা আমাকে কোনও ছবিতে রোল পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। উনি কখনই কোনও পরিচালক বা প্রযোজককে আমাকে কাজ দেওয়ার কথা বলেননি।"
- — Riteish Deshmukh (@Riteishd) May 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Riteish Deshmukh (@Riteishd) May 13, 2019
">— Riteish Deshmukh (@Riteishd) May 13, 2019
রিতেশ আরও বলেন, "আপনার একজন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু, যিনি এখানে উপস্থিত নেই তাঁকে দোষারোপ করা ভুল। একটু লেট হয়ে গেছে- মানে সাতবছর আগেহলে উনি নিশ্চই আপনাকে উত্তর দিতেন।"
পাশাপাশি রিতেশ নির্বাচনের শুভেচ্ছা জানিয়ে নিজের টুইট শেষ করেন।
সম্প্রতি একটি জনসভায় পীযূষ গোয়েল অভিযোগ তোলেন, মুম্বই হামলা চলাকালীন তাজ/ওয়েবরয় হোটেলে নিয়ে যান রিতেশকে। এমনকী সেই সময় রিতেশকে সিনেমায় কাজ পাইয়ে দেওয়া ব্য়স্ত ছিলেন বিলাসরাও দেশমুখ। রিতেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি পীযূষ গোয়েল।