ETV Bharat / sitara

বাবাকে নিয়ে মন্তব্য, মন্ত্রী পীযূষ গোয়েলকে উত্তর রিতেশের - Ritesh deshmukh

২৬/১১ মুম্বই হামলায় যখন মুম্বই সন্ত্রাসবাদীদের কবলে, তখন তৎকালীন মুখ্যমন্ত্রী নিজের ছেলেকে কীভাবে সিনেমায় আনা যায় তা ভাবছেন। সম্প্রতি এমনই এক মন্তব্য করেছিলেন মন্ত্রী পীযূষ গোয়েল। এবার সেই মন্তব্যের জবাব দিলেন অভিনেতা রিতেশ দেশমুখ।

রিতেশ দেশমুখ
author img

By

Published : May 14, 2019, 10:48 AM IST

মুম্বই : একটা মুখ্যমন্ত্রীকে যে কোনও মানুষ প্রশ্ন করতেই পারে। কিন্তু, কোনও মরা মানুষকে নিয়ে এই মন্তব্য উচিত নয়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখকে নিয়ে মন্ত্রী পীযূষ গোয়েলের করা মন্তব্যের উত্তরে এমনই টুইট করেছেন রিতেশ।

২০১২ সালে মারা যান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ। তিনি অভিনেতা রিতেশ দেশমুখের বাবা। পীযূষের মন্তব্য়ের পালটা রিতেশ টুইটে লেখেন, "মাননীয় মন্ত্রী, এটা সত্যি যে আমি তাজ/ওবেরয় হোটেলে গেছিলাম, কিন্তু এটা অসত্য যে শুটিং বা বম্বিং চলাকালীন সেখানে গেছিলাম, যেটা আপনি দাবি করেছেন। এটা সত্যি যে আমি আমার বাবার সঙ্গে গেছিলাম, কিন্তু এটা মিথ্যে যে আমার বাবা আমাকে কোনও ছবিতে রোল পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। উনি কখনই কোনও পরিচালক বা প্রযোজককে আমাকে কাজ দেওয়ার কথা বলেননি।"

রিতেশ আরও বলেন, "আপনার একজন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু, যিনি এখানে উপস্থিত নেই তাঁকে দোষারোপ করা ভুল। একটু লেট হয়ে গেছে- মানে সাতবছর আগেহলে উনি নিশ্চই আপনাকে উত্তর দিতেন।"

পাশাপাশি রিতেশ নির্বাচনের শুভেচ্ছা জানিয়ে নিজের টুইট শেষ করেন।

সম্প্রতি একটি জনসভায় পীযূষ গোয়েল অভিযোগ তোলেন, মুম্বই হামলা চলাকালীন তাজ/ওয়েবরয় হোটেলে নিয়ে যান রিতেশকে। এমনকী সেই সময় রিতেশকে সিনেমায় কাজ পাইয়ে দেওয়া ব্য়স্ত ছিলেন বিলাসরাও দেশমুখ। রিতেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি পীযূষ গোয়েল।

মুম্বই : একটা মুখ্যমন্ত্রীকে যে কোনও মানুষ প্রশ্ন করতেই পারে। কিন্তু, কোনও মরা মানুষকে নিয়ে এই মন্তব্য উচিত নয়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখকে নিয়ে মন্ত্রী পীযূষ গোয়েলের করা মন্তব্যের উত্তরে এমনই টুইট করেছেন রিতেশ।

২০১২ সালে মারা যান মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ। তিনি অভিনেতা রিতেশ দেশমুখের বাবা। পীযূষের মন্তব্য়ের পালটা রিতেশ টুইটে লেখেন, "মাননীয় মন্ত্রী, এটা সত্যি যে আমি তাজ/ওবেরয় হোটেলে গেছিলাম, কিন্তু এটা অসত্য যে শুটিং বা বম্বিং চলাকালীন সেখানে গেছিলাম, যেটা আপনি দাবি করেছেন। এটা সত্যি যে আমি আমার বাবার সঙ্গে গেছিলাম, কিন্তু এটা মিথ্যে যে আমার বাবা আমাকে কোনও ছবিতে রোল পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে। উনি কখনই কোনও পরিচালক বা প্রযোজককে আমাকে কাজ দেওয়ার কথা বলেননি।"

রিতেশ আরও বলেন, "আপনার একজন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু, যিনি এখানে উপস্থিত নেই তাঁকে দোষারোপ করা ভুল। একটু লেট হয়ে গেছে- মানে সাতবছর আগেহলে উনি নিশ্চই আপনাকে উত্তর দিতেন।"

পাশাপাশি রিতেশ নির্বাচনের শুভেচ্ছা জানিয়ে নিজের টুইট শেষ করেন।

সম্প্রতি একটি জনসভায় পীযূষ গোয়েল অভিযোগ তোলেন, মুম্বই হামলা চলাকালীন তাজ/ওয়েবরয় হোটেলে নিয়ে যান রিতেশকে। এমনকী সেই সময় রিতেশকে সিনেমায় কাজ পাইয়ে দেওয়া ব্য়স্ত ছিলেন বিলাসরাও দেশমুখ। রিতেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি পীযূষ গোয়েল।

New Delhi, May 14 (ANI): Bollywood actor Riteish Deshmukh, the son of late Maharashtra Chief Minister Vilasrao Deshmukh, hit back at Union Minister Piyush Goyal for his remarks claiming that the former CM was only concerned about getting his son a role in a film during the 26/11 Mumbai terror attack in 2008. In a statement on Twitter, without naming Goyal, the 40-year-old actor said that his father "never spoke to a director or producer to cast me in a film." He also said that the minister had every right to "question a CM but it is wrong to accuse someone who is not here to defend himself." Goyal on Sunday referring to 26/11 Mumbai attacks had said that the late Maharashtra CM was only concerned about getting his child a film role even as the city was under attacks. "I am from Mumbai. You might remember the 26/11 terror attack. The then Congress government was weak and could not do anything. The then Chief Minister (Vilasrao Deshmukh) had brought a film producer outside Oberoi Hotel while shooting and bombing was going on inside. CM was concerned about getting his child a film role," Goyal had said while addressing the business community on Sunday. On the work front, Deshmukh will be soon seen in 'Housefull 4'. The film is slated to release on Diwali 2019.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.